এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ৫: চালক গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১৭:৪৮:৪২
এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ৫: চালক গ্রেপ্তার

সত্য নিউজ:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের বাসচালক ফয়সাল (৪৫) কে গ্রেপ্তার করেছে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল ভোলার চরফ্যাশন থানার নীলকমল এলাকার ফারুক মিয়ার ছেলে।

এর আগে, ৮ মে বিকেলে একই ঘটনায় বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) এবং হেলপার সাইফুল ইসলাম শান্ত (২৬) কে গ্রেপ্তার করা হয়। এই তিনজনের বিরুদ্ধেই সিরাজদিখান থানায় নিহত শাহিদা বেগমের ভাই মো. সরোয়ার শেখ (৫৩) বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দায়েরকৃত মামলার আসামি হিসেবে চালক ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মে দুপুরে মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে একটি অ্যাম্বুলেন্স ১০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার হয়ে গেলে সেটি থামিয়ে চাকা সংস্কারের কাজ চলছিল। এ সময় পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ