আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনায়: সরকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ০৯ ১৫:১৫:১০
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনায়: সরকার

সত্য নিউজ: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শুক্রবার বিকেল ৩টার কিছু আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে "স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যকলাপ"-এর অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবি উত্থাপন করা হয়েছে। সরকার জানিয়েছে, এসব দাবিকে "উপেক্ষা করা হচ্ছে না", বরং বিষয়টি "গভীরভাবে পর্যালোচনার আওতায় আনা হয়েছে।"

বিবৃতিতে আরও জানানো হয়, এ সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার ইতোমধ্যে আলোচনা শুরু করেছে এবং সম্মিলিত মতামতের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায়, ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ

সরকারের বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, "আওয়ামী লীগের নেতা ও কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত জাতিসংঘের সাম্প্রতিক পর্যবেক্ষণ ও প্রতিবেদন" বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ প্রসঙ্গে বলা হয়, জনদাবির প্রতি শ্রদ্ধা রেখে এবং প্রচলিত আইনের আওতায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক আইনে সংশোধনের উদ্যোগ

বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ‘আন্তর্জাতিক অপরাধ আদালত আইন’-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়। এই সংশোধনীর মাধ্যমে দেশীয় বিচারব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সমন্বয় ঘটানো হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন নিয়ে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি

বিবৃতির শেষাংশে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার অভিযুক্ত আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনা নিয়ে জনগণের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

ধৈর্য ধারণের আহ্বান

পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার সকল পক্ষকে ধৈর্য ধারণ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ