আমের কেজি সাড়ে তিন টাকা!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১২:২১:৫৬
আমের কেজি সাড়ে তিন টাকা!

সত্য নিউজ:টানা ঝড়-বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের মাথায় হাত। গাছ থেকে ঝরে পড়েছে বিপুল পরিমাণ অপরিপক্ব আম। ফজলি, গোপালভোগ, আশ্বিনা, খিরসাপাতি—সব জাতের আম এখন বিক্রি হচ্ছে মাত্র সাড়ে তিন থেকে চার টাকা কেজি দরে। ফলে একদিকে আমের ক্ষতি, অন্যদিকে দামও তলানিতে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোমস্তাপুর উপজেলা। শুক্রবার ও শনিবার রাতে প্রচণ্ড ঝড়ে অসংখ্য আম পড়ে যায়। অনেকে বাধ্য হয়ে এসব কুড়িয়ে আচারের আম হিসেবে বিক্রি করছেন, আবার কেউ বাগান থেকেই পাইকারদের হাতে তুলে দিচ্ছেন।

পরিপক্ব হলে যেসব আম ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হতো, সেগুলোই এখন যাচ্ছে পানির দামে। ক্ষতিগ্রস্ত চাষিরা দিন কাটাচ্ছেন চরম দুশ্চিন্তায়। পাইকাররা জানাচ্ছেন, এই আম দিয়ে জুস বা পাল্প তৈরি সম্ভব নয়, কারণ এখনও পরিপক্ব হয়নি। তাই কম দামে কিনে ঢাকায় পাঠানো ছাড়া উপায় নেই।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় ৩ লাখ ৮৬ হাজার মেট্রিকটন। তবে গোমস্তাপুরে ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় উৎপাদনে প্রভাব পড়তে পারে।

ঝড়ে শুধু আম নয়, লিচুরও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক অপরিপক্ব ফল গাছ থেকে পড়ে গেছে। এসব ফল কার্যত কোনো কাজে না আসায় কৃষকরা যেন একরাশ ক্ষতির ভার নিয়ে মৌসুম শুরু করলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ