অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনে যা বললেন নায়ক জায়েদ খান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১২:০৯:৫৬
অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনে যা বললেন নায়ক জায়েদ খান

সামাজিক মাধ্যমে অভিনেত্রী নুসরাত ফারিয়ার মুক্তির দাবিতে শোবিজ ও সাধারণ জনতা দুইদিন ধরে প্রবল প্রতিবাদ-সমর্থন জানানোর পর আজ (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তাকে জামিন মঞ্জুর করেছেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে নুসরাত আজই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন।

জামিন সংবাদের পর নায়ক জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লেখাসহ এক ফটোকার্ড পোস্ট করেছেন। তিনি জানান, আদালতের আদেশ কার্যকর করতে কারাগারে নুসরাতকে নেওয়া হচ্ছে এবং একই মিথ্যা মামলায় তারও নাম আসামি হিসেবে রয়েছে।

গত মার্চ মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন এনামুল হক নামের এক ব্যক্তি। এতে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনেতাকে আসামি করা হয়েছে।

নুসরাতকে গ্রেপ্তার করা হয় রোববার সকালে, যখন তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে পুলিশ এবং পরে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক মহল থেকে ব্যাপক সমালোচনা ও আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের বিশেষ উপদেষ্টা ও বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিরাও এই বিষয়ে মতামত ব্যক্ত করেছেন, যা দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশে বিশেষ প্রভাব ফেলেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ