নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম ঢাকায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১১:৪৪:১৭
নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম ঢাকায়

সত্য নিউজ: দুই দিনের সফরে আজ (২০ মে, মঙ্গলবার) ঢাকায় এসেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। তার এই সফরের মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ে আলোচনা করা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী জেহিম ঢাকা সফরের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “নরওয়ের প্রতিমন্ত্রীর সফরের মূল ফোকাস রোহিঙ্গা সংকট। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন ইস্যুতেও আলোচনা হবে। তিনি কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখবেন এবং নরওয়ের অর্থায়নে পরিচালিত কিছু প্রকল্প পরিদর্শন করবেন।”

উল্লেখ্য, নরওয়ে দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে মানবিক ও উন্নয়ন সহায়তা দিয়ে আসছে। প্রতিমন্ত্রী জেহিমের এ সফরকে সেই সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে।


চীনের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৭ ১২:৪৩:৩৮
চীনের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ
ছবিঃ বি এস এস

চীন বাংলাদেশের জন্য গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ (GGI) এর সহযোগিতায় অংশগ্রহণের দরজা খুলে দিয়েছে। সোমবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী (সচিব) আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আমন্ত্রণ জানিয়ে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বব্যাপী একটি ন্যায্য ও সমতাভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে GGI-তে অংশগ্রহণ করতে পারে।

গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ চালু করেছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বৈশ্বিক প্রশাসন ও পরিচালনায় “চীনা সমাধান” প্রদান করা এবং বিশ্বজুড়ে চলমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা করা।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশ-চীন সম্পর্ক স্থিতিশীল এবং ইতিবাচক গতিতে এগোচ্ছে। দ্বিপাক্ষিক সহযোগিতা সুষ্ঠু এবং উভয় দেশের মধ্যে বন্ধুত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশের নেতাদের মধ্যে স্থাপিত গুরুত্বপূর্ণ সমঝোতা কার্যকরভাবে বাস্তবায়িত হয়।”

পররাষ্ট্রমন্ত্রী (সচিব) আসাদ আলম সিয়াম GGI-কে স্বাগত জানিয়ে এটি বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার সমাধানে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের পক্ষ থেকেও দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারিত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করা হয়।

দুই দেশের আলোচনায় কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, ভৌগোলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে উভয় পক্ষই সহযোগিতার অগ্রাধিকার ও নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

-সুত্রঃ বি এস এস


ঘুষ প্রস্তাবে বরখাস্ত ডিএনসিসি কর্মকর্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৭ ১২:৩৯:২০
ঘুষ প্রস্তাবে বরখাস্ত ডিএনসিসি কর্মকর্তা
ছবিঃ সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে প্রতিষ্ঠানের প্রশাসক মোহাম্মদ এজাজকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৮ সেপ্টেম্বর এ ব্যবস্থা নেওয়া হলেও বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, “অঞ্চল-১ প্রশাসন শাখার কর্মকর্তা মিজানুর রহমান দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা এবং দুর্নীতি বা প্রতারণায় জড়িত থাকার অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হলো এবং বিধি মোতাবেক তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি খোরাকিভাতা প্রাপ্য হবেন।”

সূত্র জানায়, সম্প্রতি হোয়াটসঅ্যাপে ডিএনসিসির প্রশাসককে বার্তা পাঠিয়ে মিজানুর রহমান উপকর কর্মকর্তা পদে পদায়নের বিনিময়ে ঘুষের প্রস্তাব দেন। সরাসরি ঘুষ প্রস্তাব করার কারণে প্রশাসক এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি ডিএনসিসি কিছু কর্মচারীকে উপকর কর্মকর্তা পদে পদায়ন করেছে। সাধারণত এই পদটি নবম গ্রেডভুক্ত হলেও ১৬ থেকে ১৪ গ্রেডের কর্মচারীদেরও পদায়ন করা হয়েছে। মিজানুর রহমানও এ পদে পদায়নের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।

হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি লেখেন, “স্যার আমি মিজানুর রহমান, আমার বর্তমান পদবি প্রশাসনিক কর্মকর্তা (অঞ্চল ১, উত্তরা)। স্যার, কাজটি করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আপনার জন্য আমার পক্ষ থেকে এক লাখ টাকার উপহার রয়েছে। প্রয়োজনে এখনই এক লাখ টাকা দিতে পারি, কেউ জানবে না। স্যার কিছু মনে করবেন না।”

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “ঘুষের প্রস্তাবের বিষয়টি আমার জানা নেই। আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তবে কেন করা হয়েছে আমি সঠিক জানি না।”

-রফিক


দুর্গাপূজায় মিলছে দীর্ঘ ছুটি!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৭ ১১:০১:৩৯
দুর্গাপূজায় মিলছে দীর্ঘ ছুটি!
ছবিঃ সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে দীর্ঘ ছুটির আমেজ শুরু হতে যাচ্ছে। পূজার শুরুর দিন থেকে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা এবার টানা ১২ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এ ছুটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৫ শিক্ষাবর্ষের অনুমোদিত শিক্ষা ক্যালেন্ডারে দেখা যায়, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে একটানা ছুটি নির্ধারিত আছে।

তালিকা অনুযায়ী, ২ অক্টোবর অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমী। ৪ অক্টোবর পালিত হবে ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজা। যদিও লক্ষ্মীপূজা ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত, তবে বাস্তবে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে দিনটি ছুটির অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময়সূচি তাদের নিজস্ব সিন্ডিকেট সভার সিদ্ধান্তে নির্ধারিত হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতেও ছুটির আনন্দ ছড়িয়ে পড়বে। পূজার সময় সরকারি অফিসে টানা চার দিনের ছুটি নির্ধারিত হয়েছে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির পর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও দীর্ঘ বিশ্রামের সুযোগ পাবেন।

-রাফসান


দুর্গোৎসব ঘিরে প্রথম চালানে ৩৭ টনের বেশি ইলিশ গেল ভারতে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৭ ১০:৫৭:৪০
দুর্গোৎসব ঘিরে প্রথম চালানে ৩৭ টনের বেশি ইলিশ গেল ভারতে
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতিতে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে প্রথম চালানে সাড়ে ৩৭ টনের বেশি ইলিশ ৮টি ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতের পেট্রাপোলে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।

বন্দর সূত্রে জানা যায়, কলকাতাভিত্তিক পাঁচটি প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল প্রথম চালানের ইলিশ আমদানি করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকি ট্রেডিং নামের ছয়টি প্রতিষ্ঠান এই চালানে অংশ নেয়।

বাংলাদেশ সরকার এ বছর দুর্গোৎসব উপলক্ষে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ লক্ষ্যে ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির কোটা দেওয়া হয়েছে।

আগামী ২৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গজুড়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার আগে ভারতের বাজারে পদ্মার ইলিশ পৌঁছাতে পারায় সেখানকার ভোক্তাদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

তথ্যমতে, গত বছর ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র ১ হাজার ৩০৬ দশমিক ৮১৩ মেট্রিক টন, যা অনুমোদিত পরিমাণের মাত্র ৪৪ শতাংশ। ইলিশের সংকট এবং উচ্চমূল্যের কারণে অনেক প্রতিষ্ঠান তাদের কোটার পুরোটা রপ্তানি করতে পারেনি। বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল আমিন বিশ্বাস জানিয়েছেন, এ বছরও একই কারণে পূর্ণ কোটায় রপ্তানি সম্ভব নাও হতে পারে।

ভারতের ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ মন্তব্য করেন, এ বছর ইলিশের পরিমাণ কম হলেও পূজার আগে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষ পদ্মার ইলিশের স্বাদ পাবেন। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এই সুযোগ দেওয়ায় এপার বাংলার মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানির অনুমোদিত কোটা শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫৩৩ টাকা সমপরিমাণ। এবার রপ্তানিকৃত প্রতিটি ইলিশের গড় ওজন ১ কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে বিশেষ বিবেচনায় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে সরকার। ২০২৩ সালে ৭৯ প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টনের অনুমতি দেওয়া হলেও বেনাপোল দিয়ে রপ্তানি হয়েছিল মাত্র ৬৩১ দশমিক ২৪ টন। ২০২২ সালে অনুমোদন ছিল ২ হাজার ৯০০ টন, রপ্তানি হয়েছিল ১ হাজার ৩০০ টন। ২০২১ সালে ১১৫ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন অনুমতি থাকলেও রপ্তানি হয়েছিল ১ হাজার ৬৯৯ টন। এর আগের বছর ২০২০ সালে অনুমতি ছিল ১ হাজার ৪৫০ টন এবং ২০১৯ সালে ৫০০ টন, তখন যথাক্রমে ১ হাজার ৪৭৬ ও ৪৭৬ টন ইলিশ রপ্তানি হয়েছিল।

-রফিক


ভাঙ্গায় সহিংসতা: পুলিশ-কমিশনের সতর্ক বার্তা, দোষীদের বিচারের মুখোমুখি করা হবে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৬ ১২:৩৪:৩৭
ভাঙ্গায় সহিংসতা: পুলিশ-কমিশনের সতর্ক বার্তা, দোষীদের বিচারের মুখোমুখি করা হবে
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় সোমবারের সহিংসতার ঘটনায় দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (DIG) রেজাউল করিম মাল্লিক। ভাঙ্গা থানা কমপ্লেক্সে মধ্যরাতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা নিঃসন্দেহে উগ্রবাদীদের আইনের আওতায় নিয়ে আসব। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি যারা সহিংসতায় জড়িত তাদের গ্রেফতার করার জন্য। হামলার মূল নেপথ্যকারদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

DIG মাল্লিক আরও জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, ফরিদপুরের জেলা প্রশাসক (DC) এবং সহকর্মীদের সঙ্গে ঘটনার পর আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়েছে। “এই সহিংসতায় চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,” তিনি বলেন।

এ ঘটনায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ ভাঙ্গা থানার ক্ষয়ক্ষতির মূল্যায়ন করবে, আর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করবে।

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক ক্বামরুল হাসান মোল্লা সংবাদ মাধ্যমে জানান, “জনসাধারণের অনুভূতি ও ক্ষোভ নির্বাচন কমিশনের কাছে একটি প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে। কমিশন বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।” তিনি আরও জানান, দুই ইউনিয়নের সীমানা পরিবর্তনের বিরোধিতায় হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে, যার শুনানি ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

DC মোল্লা ভাঙ্গার বাসিন্দাদের ধৈর্য রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা মানুষের অনুভূতি বুঝতে পারছি। আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আরও কোনো প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য আবারও সবাইকে অনুরোধ করছি। ভাঙ্গার মানুষদের সুনাম রয়েছে—অনুগ্রহ করে জনসাধারণের ক্ষতি না হওয়ার দিকে মনোযোগ দিন।”

সোমবার ভাঙ্গা উপজেলায় নির্বাচনী সীমানা পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদকারীরা তাণ্ডব চালান। তারা ভাঙ্গা থানার পাশাপাশি উপজেলা পরিষদ ভবন, হাইওয়ে পুলিশ আউটপোস্ট, ভাঙ্গা পৌরসভা ভবন ভাঙচুর ও আগুনে ভস্মীভূত করে। স্থানীয় নির্বাচন কমিশনের অফিস এবং কয়েকটি যানবাহনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ ও প্রশাসনের সতর্ক বার্তা স্পষ্ট—শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা জরুরি, আর দোষীদের আইনের আওতায় আনা হবে।

-আলমগীর হোসেন


দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৬ ১১:৫৩:৪২
দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস
ছবিঃ সংগৃহীত

আগামী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ সকাল ১১টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টা মন্দিরে পৌঁছে পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত পুরোহিত, ভক্ত ও সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের আগাম শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার এ সফরকে হিন্দু সম্প্রদায়ের নেতারা আন্তরিক স্বাগত জানান। তারা জানান, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। ঢাকেশ্বরী মন্দির কমিটির প্রতিনিধিরা এ সময় সরকারের পক্ষ থেকে পূজা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তার বিষয়েও কথা বলেন।

দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতিবছরই রাজধানীসহ সারাদেশে লাখো মানুষ এতে অংশ নেয়। প্রধান উপদেষ্টার এই সফরকে অনেকেই সরকারের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে দেখছেন।

-নাজমুল হোসেন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসিতে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৬ ১১:৩৯:২১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসিতে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম
ছবিঃ সত্য নিউজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী সরঞ্জাম গ্রহণ শুরু করেছে। ঢাকার আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ে একে একে পৌঁছাচ্ছে ব্যালট বাক্স থেকে শুরু করে ফরম, সিল, প্যাকেটসহ প্রয়োজনীয় সামগ্রী।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে জারি করা ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই ধাপে ধাপে এসব সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে। অন্তত ছয় ধরনের সরঞ্জাম কমিশনের গুদামে এসে পৌঁছাচ্ছে, যা গত বৃহস্পতিবার ও আজ রেকর্ড করা হয়েছে।

আজ ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কে এম আলী নওয়াজসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসি ভবনের বেইসমেন্টে অবস্থিত গুদাম পরিদর্শন করেন। এ সময় তারা ব্যালট বাক্স, তালা, ঢাকনা, জুটের বস্তা, সিল, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেটসহ কেনাকাটা করা সামগ্রী সরেজমিনে পরীক্ষা করেন।

ইসির ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ের কার্যালয়ে ধাপে ধাপে ফরম ও প্যাকেট বিতরণ করা হবে। এ বিষয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “আজ বার্ষিক ক্রয় পরিকল্পনা নিয়ে আমাদের বৈঠক হয়েছে। নির্বাচনী সামগ্রী ইতোমধ্যেই আসতে শুরু করেছে। কিছু সামগ্রীর প্রায় অর্ধেক হাতে এসেছে, বাকিগুলোও নির্ধারিত সময়ের মধ্যে চলে আসবে বলে আমরা আশাবাদী।”

অতিরিক্ত সচিব কে এম আলী নওয়াজ বলেন, “আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম হাতে থাকবে।”

ইসি জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১০ অঞ্চলের ৩০০ সংসদীয় আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্রের হিসেবে ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে, যেখানে মোট বুথের সংখ্যা হবে ২ লাখ ৪৪ হাজার ৪৬। আগামী ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

সিনিয়র সচিব আখতার আহমেদ আরও বলেন, “পিতলের সিল ও সিলিং ওয়াক্স ছাড়া অন্যান্য সব সরঞ্জাম যথাসময়ে আসছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের হাতে সব উপকরণ এসে যাবে বলে আমরা আশাবাদী।”

নির্বাচনকে সামনে রেখে এই সরঞ্জাম গ্রহণ ও বিতরণ প্রক্রিয়া চলমান থাকা মানে এখন থেকে মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতিও গতি পাবে। পর্যাপ্ত ও মানসম্মত সরঞ্জাম হাতে এলে ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে কমিশনের জন্য প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও মজবুত হবে।

-ইশতিয়াক আহামেদ


ইইউ-বাংলাদেশ কূটনীতি: গণতন্ত্র, উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় যৌথ অঙ্গীকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৬ ১১:০৩:৩৯
ইইউ-বাংলাদেশ কূটনীতি: গণতন্ত্র, উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় যৌথ অঙ্গীকার
ছবিঃ ইউ এন বি

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক এখন এক কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি এবং গণতন্ত্রের বিকাশ—সবকিছুর মধ্যেই রয়েছে এই অংশীদারিত্বের মূল দর্শন। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (AOFA), যেখানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল হাসান।

রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে রয়েছে। এই সময়ে ইইউ বাংলাদেশের সঙ্গে থেকে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে সহায়তা করতে চায় এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত সাড়া দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, “এটি একটি অনন্য সুযোগ, যেখানে মৌলিক অধিকার সংরক্ষণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিক সমাজের জন্য মুক্ত পরিবেশ তৈরির সুযোগ রয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইইউ বাংলাদেশকে “মুক্ত ও সুষ্ঠু” নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে সহযোগিতা করছে এবং নাগরিক ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কার উদ্যোগকে সমর্থন দিচ্ছে।

অর্থনৈতিক খাতেও ইইউ বাংলাদেশের এক শক্তিশালী অংশীদার। রাষ্ট্রদূত মিলার জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (EIB) এ বছর শেষে বাংলাদেশের জন্য দ্বিগুণ ঋণ সহায়তা দেবে, যা জানুয়ারিতে ইআইবি ভাইস প্রেসিডেন্টের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। তিনি বলেন, ইউরোপের ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগ পরিবহন, জ্বালানি, পানি, ডিজিটাল ও টেলিকম খাতে নিরাপদ ও টেকসই সংযোগ বাড়াতে কাজ করছে, যা বাংলাদেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ইউরোপের জন্যও সমান গুরুত্বপূর্ণ। “আপনাদের স্থিতিশীলতা মানে আমাদের স্থিতিশীলতা, আপনাদের সমৃদ্ধি মানে আমাদের সমৃদ্ধি।”

গ্রামীণ জনগোষ্ঠীর কথা তুলে ধরে মিলার বলেন, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সফরের মাধ্যমে তিনি জানতে চেষ্টা করছেন স্থানীয় মানুষদের প্রয়োজন ও ইইউ-অর্থায়িত প্রকল্পের প্রভাব। “আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সরাসরি জনগণের মুখে শুনে জানা—কি ঘটছে বাস্তবে,” তিনি বলেন।

বাণিজ্য বিষয়ে তিনি উল্লেখ করেন, ইইউ বাংলাদেশের জন্য উন্মুক্ত ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে একসঙ্গে কাজ করছে। এ ছাড়া ইইউ তাদের বাজেট থেকে ইউরোপের বেসরকারি খাতের বিনিয়োগ নিশ্চিতে গ্যারান্টি দিচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রবৃদ্ধি আনবে।

রাষ্ট্রদূত মিলারের বক্তব্যে স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের অংশীদার হতে চায়—গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা থেকে শুরু করে বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা পর্যন্ত।

-সুত্রঃ ইউ এন বি


পিতৃত্বকালীন ছুটি পেতে যাচ্ছে বাংলাদেশিরা!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৮:৩৪:৫০
পিতৃত্বকালীন ছুটি পেতে যাচ্ছে বাংলাদেশিরা!
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে পিতৃত্বকালীন ছুটির আইনি স্বীকৃতির পথে বড় অগ্রগতি ঘটেছে। সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের সবেতনে পিতৃত্বকালীন ছুটি প্রদানের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও পারিবারিক বাস্তবতার অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পরিবার কাঠামোয় বাবার সক্রিয় ভূমিকার গুরুত্ব নতুন করে সামনে এসেছে।

বর্তমানে সরকারি চাকরিজীবী নারীরা ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পান। কিন্তু বাবাদের জন্য এমন কোনো ছুটির বিধান নেই। অথচ সন্তান জন্মের পর পরিবার গঠনের প্রতিটি ধাপে বাবার উপস্থিতি সমান গুরুত্বপূর্ণ। বিশেষত, মা যখন শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় থাকেন, তখন বাবার পাশে থাকা কেবল আবেগীয় সহায়তা নয়, বরং বাস্তব প্রয়োজন।

সিজারিয়ান ডেলিভারির পর একজন মা দীর্ঘ সময় দুর্বল থাকেন, আর নবজাতক থাকে অতি সংবেদনশীল। এই সময় বাবার সহায়তা পরিবারে জীবনযাত্রার ভারসাম্য রক্ষার অন্যতম উপাদান হতে পারে। কিন্তু বাস্তবে দেখা যায়, অধিকাংশ সরকারি চাকরিজীবী বাবাকে অফিসের দায়িত্ব পালন করতে হয়, স্ত্রীর ও সন্তানের পাশে থাকার সুযোগ পান না। এ ধরনের অভিজ্ঞতা প্রায় ৯০ শতাংশ সরকারি কর্মীর জীবনে ঘটে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৭৮টি দেশে ইতিমধ্যেই পিতৃত্বকালীন ছুটি চালু রয়েছে। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটানেও বাবাদের জন্য ছুটির ব্যবস্থা আছে। ইউরোপে এ ছুটির সময়কাল আরও দীর্ঘ এবং কাঠামোবদ্ধ। উদাহরণস্বরূপ, স্পেনে বাবারা ১২ সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি পান, আর পোল্যান্ডে এই সুবিধা ৯০ দিন পর্যন্ত।

বাংলাদেশেও কিছু অগ্রগামী বেসরকারি প্রতিষ্ঠান যেমন আড়ং, ব্র্যাক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়—ইতোমধ্যে পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করেছে। এবার রাষ্ট্রীয় পর্যায়ে ১৫ দিনের ছুটির প্রস্তাব করা হয়েছে, যাতে সন্তান জন্মের পরপরই বাবা পরিবারকে সময় দিতে পারেন, স্ত্রীর পাশে দাঁড়াতে পারেন এবং নবজাতকের সঙ্গে প্রথম দিনের বন্ধনে যুক্ত হতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, পিতৃত্বকালীন ছুটি কেবল একটি সামাজিক দাবি নয়, এটি কর্মদক্ষতা, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক কল্যাণের সঙ্গেও সম্পর্কিত। এ ছুটি শেষে কাজে যোগ দেওয়ার পর অনেক কর্মী আরও মনোযোগী, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হয়ে ওঠেন। মা-বাবার যৌথ অংশগ্রহণ শিশুর বিকাশ ও মানসিক বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

-রাফসান

পাঠকের মতামত: