নিম্ন-আয়ের মানুষের দুর্ভোগ গরিবের বরাদ্দ চাল নিয়ে 'চালবাজি' থামছে না

নিম্ন-আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের চালু করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল ঝিনাইদহে কালোবাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ১৫ টাকা কেজি দরে কার্ডের মাধ্যমে পরিবারগুলোর কাছে পৌঁছানোর কথা থাকলেও, কিছু অসাধু ডিলারের যোগসাজশে এসব চাল স্থানীয় চালকল মালিকদের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।
জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গরিবের জন্য বরাদ্দকৃত চাল নিয়ে যেসব ডিলাররা অনিয়ম করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ঝিনাইদহের খাদ্যবান্ধব কর্মসূচির অধিকাংশ ডিলার আত্মগোপনে চলে যান। পরে জেলা প্রশাসক জেলার ৬টি পৌরসভাসহ মোট ৬৭টি ইউনিয়নে নতুন ডিলার নিয়োগ দেন।
তবে অভিযোগ উঠেছে, নতুন ডিলারদের মাধ্যমেও অনিয়ম অব্যাহত আছে। ভোররাত থেকেই শ্রমজীবী, রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরসহ নিম্ন-আয়ের মানুষ ডিলারদের দোকানে দাঁড়িয়ে চাল কিনতে আসেন। কিন্তু তারা খালি হাতে বাড়ি ফিরছেন, কারণ দোকান খোলার আগেই তাদের জন্য বরাদ্দকৃত চাল 'গায়েব' হয়ে যাচ্ছে।
শৈলকুপা, হরিণাকুণ্ডু ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলাররা রাতের আঁধারে ১৫ টাকা দরের চাল ৩০ টাকা কেজি দরে স্থানীয় চালকল মালিকদের কাছে বিক্রি করে দিচ্ছেন। সম্প্রতি সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদের ডিলার সাকিব আহমদ এক পিকআপ চাল হাটগোপালপুর এলাকার 'শুভ প্রগতি অ্যাগ্রো ফুড' নামের এক চালকল মালিকের কাছে বিক্রি করার ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করার শর্তে জেলা খাদ্য বিভাগে কর্মরত এক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে ডিলারদের চাল বিক্রি করার কথা। কিন্তু কিছু অসাধু ট্যাগ অফিসারের সঙ্গে ডিলাররা যোগসাজশ করে গরিবের জন্য বরাদ্দকৃত চাল চালকল মালিকদের কাছে বিক্রি করে দিচ্ছেন, যা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
নারিকেলবাড়িয়া এলাকার ভ্যানচালক সোবাহান বিশ্বাস অভিযোগ করেন, "আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করি। তবে ডিলাররা আমাদের বরাদ্দকৃত চালের চেয়ে কম পরিমাণ নিতে বলেন। আবার অনেক সময় বলেন, চাল শেষ হয়ে গেছে। পরে গিয়ে দেখি ওই চাল বাজারে বিক্রি করা হচ্ছে।"
মানবাধিকারকর্মী চন্দন বসু এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, "আগের সরকারের সময়েও গরিবের চাল নিয়ে নয়ছয় করতে দেখেছি। এখনো সে ঘটনাই ঘটছে। এ নিয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি করা প্রয়োজন।"
জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন অবশ্য এই ঘটনাকে 'তুচ্ছ' বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরি বলেন, "সম্প্রতি কয়েকটি ডিলারের বিষয়ে আমরা এ ধরনের তথ্য পেয়েছি। এ নিয়ে খাদ্য বিভাগের একাধিক টিম কাজ করছে।" তিনি আরও নিশ্চিত করেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যেসব ডিলার অনিয়ম করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজয় দিবসের এয়ার শো দেখতে তেজগাঁওয়ে মানুষের ঢল
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত জমকালো এয়ার শো দেখার জন্য আজ মঙ্গলবার সকাল থেকেই হাজারো মানুষের ঢল নেমেছে যা পুরো এলাকাকে এক উৎসবমুখর জনসমুদ্রে পরিণত করেছে। সকাল পৌনে ১০টার দিকেই সরেজমিনে দেখা যায় আগারগাঁও সংলগ্ন পুরোনো বিমানবন্দরের প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি এঁকেবেঁকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সেখানে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয়ে কড়া তল্লাশির পরই সবাইকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আগত দর্শনার্থীদের অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং কপালে ‘বিজয় দিবস’ লেখা ফিতা বা লাল-সবুজের ব্যান্ড শোভা পাচ্ছে আবার অনেকেই বিজয়ের এই বিশেষ দিনটিকে উদযাপন করতে লাল-সবুজের পোশাক পরে সপরিবারে উপস্থিত হয়েছেন।
গতকাল সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছিল যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই আকর্ষণীয় এয়ার শো আজ সকাল ১০টায় শুরু হবে তবে সরেজমিনে দেখা যায় ঘড়ির কাটায় সকাল ১০টা ২০ মিনিট পার হয়ে গেলেও শো শুরু হয়নি এবং হাজারো উৎসুক জনতা অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। হাজারো মানুষের এই উপস্থিতিতে বিমানবন্দরের ভেতরে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং অনেকেই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে এয়ার শো চলাকালীন নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় আজ ড্রোন ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে এবং দর্শনার্থীদের শৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।
সকাল থেকে বিকেল: ঢাকার রাজপথে আজকের কর্মসূচি
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানী ঢাকা জুড়ে সরকারি দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী কর্মসূচিতে দিনভর মুখর থাকবে রাজপথ। দিনের শুরুতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ফ্লাই পাস্ট ও প্যারা জাম্প অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে সশস্ত্র বাহিনীর এই কুচকাওয়াজ পরিদর্শন করবেন। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বিকেল ৪টায় রাজধানীর গুলশান-২ গোলচত্বরে উপস্থিত থাকবেন যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে গোলচত্বরটির নতুন নামকরণ ‘ফেলানী এভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচন করবেন যা সীমান্ত হত্যার প্রতিবাদ ও স্মরণের এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও দিনটি পালনে ব্যস্ত সময় পার করবে যেখানে সকাল সাড়ে ৯টায় দলের শীর্ষ নেতারা শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলের দিকে অর্থাৎ বেলা ৩টায় বিএনপির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে যেখানে সমসাময়িক রাজনীতি ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখা হবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের দিনের কার্যক্রম শুরু করবে এবং বিকেল সাড়ে ৩টায় দলটির পক্ষ থেকে এক বিশেষ ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ বের করা হবে। এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা সরাসরি অংশ নেবেন বলে জানা গেছে।
বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিলেট নগরীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক জরুরি বার্তায় জানানো হয়েছে যে জরুরি মেরামত ও সংস্কার কাজের স্বার্থে আগামীকাল বুধবার নগরীর একটি বড় অংশে টানা দশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে গাছের বর্ধিত শাখা-প্রশাখা কাটা এবং লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৭ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে সাময়িক এই অসুবিধার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক এবং শাহপরাণ হাউজিং এলাকা যা নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পরিচিত। এছাড়াও মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক ও আমদরপুরসহ আশপাশের এলাকাগুলোতেও সারা দিন বিদ্যুৎ থাকবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং তবে নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ করা সম্ভব হয় তবে বিকেল ৫টার অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিউবোর পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে এবং দৈনন্দিন কাজকর্মে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য সবাইকে পূর্বপ্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘুমেও নিরাপত্তা নেই: লুট হওয়া অস্ত্রে কাঁপছে খুলনা
খুলনা মহানগরী ও জেলাজুড়ে আধিপত্য বিস্তার মাদক ব্যবসা এবং ভূমি দখলের জের ধরে খুন ও পাল্টা খুনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে যার নেপথ্যে রয়েছে অবৈধ আধুনিক অস্ত্রের অবাধ ব্যবহার। বিগত পনেরো মাসে এই অঞ্চলে ১০৬টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে যা নাগরিক সমাজের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে আসা অবৈধ আগ্নেয়াস্ত্রের চালান। পুলিশ ও স্থানীয় গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে যে সাম্প্রতিক সময়ে উদ্ধারকৃত অস্ত্রগুলোর বেশিরভাগই প্রতিবেশী দেশ ভারত ও চীন থেকে চোরাইপথে খুলনায় প্রবেশ করেছে এবং এগুলো সন্ত্রাসীদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
জেলা পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় যে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে গত নভেম্বর মাস পর্যন্ত জেলায় মোট ৬২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যার মধ্যে রূপসা থানায় সর্বাধিক ১৫টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া ডুমুরিয়া থানায় ১১টি ফুলতলায় ১০টি দাকোপে ৭টি এবং দিঘলিয়া পাইকগাছা ও কয়রাসহ অন্যান্য থানায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যা গ্রামীণ জনপাদেও অস্থিরতার ইঙ্গিত দেয়। অন্যদিকে খুলনা মহানগরীতে গত পনেরো মাসে ৪৪টি খুনের ঘটনা ঘটেছে এবং এই সময়ের মধ্যে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক মানুষ জখম হয়েছে। ছিনতাই ও চাঁদাবাজির ঘটনাও অর্ধশতাধিক ছাড়িয়েছে যা গত বছরের তুলনায় অপরাধের মাত্রা প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রমাণ দেয়। চলতি বছরের প্রথম নয় মাসে নগর পুলিশ অভিযান চালিয়ে ৩২টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে যার মধ্যে বিদেশি পিস্তল রিভলভার এবং শ্যুটার গান রয়েছে এবং এ সংক্রান্ত ৩৪টি মামলায় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ের অপরাধ চিত্র পর্যালোচনায় দেখা যায় গত ৩০ নভেম্বর দুপুরে একটি অস্ত্র মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন নামের দুইজন নির্মমভাবে নিহত হন। একই দিন সন্ধ্যায় নগরীর জিন্নাপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে সম্রাট নামের এক যুবক আহত হন এবং এর আগে ২৮ অক্টোবর দৌলতপুরের মহেশ্বরপাশায় গভীর রাতে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত আধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে দুই বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এছাড়া পহেলা অক্টোবর ঘুমের মধ্যে তানভীর হোসেন আগস্টে আলামিন এবং জুলাই মাসে যুবদল নেতা মাহাবুবুর রহমানকে গুলি করে হত্যার ঘটনাগুলো খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। মাদক কারবারিদের আস্তানায় হামলার ঘটনাও ঘটছে হরহামেশা যেমনটি দেখা গেছে রূপসার রাজাপুরে যেখানে গোলাগুলির সময় সাব্বির নামের এক সন্ত্রাসীর চোখ ভেদ করে গুলি বেরিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন যে সর্বশেষ জোড়া খুনের ঘটনায় ভারতীয় ৯.৬৫ মডেলের অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে এবং উদ্ধারকৃত অস্ত্রের বড় একটি অংশই ভারতীয় বা চাইনিজ তৈরি। তবে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান দাবি করেছেন যে জেলা পুলিশ অধিকাংশ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে ৫ আগস্টের পর খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত এবং সীমান্তের চোরাচালান বন্ধ না করা গেলে এই সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
জুলাই পরবর্তী ষড়যন্ত্রে আনিস ও শাওনের নাম
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর এবং অভিনেত্রী শাওন আফরোজসহ মোট চারজনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে নাম উল্লেখ করা অন্য দুই অভিযুক্ত ব্যক্তি হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ যাদের বিরুদ্ধে জুলাই পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে নানামুখী চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ গত রোববার রাতে থানায় উপস্থিত হয়ে এই অভিযোগটি পেশ করেন যা বর্তমানে পুলিশি যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
অভিযোগকারী তার এজাহারে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা গোপনে সংঘবদ্ধ হয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার পাঁয়তারা করছে। আরিয়ান আহমেদের দাবি অনুযায়ী অভিযুক্ত চারজন ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা বিভিন্ন কৌশলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে এই অভিযোগের সূত্র ধরেই সাংবাদিক আনিস আলমগীরকে গতকাল সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেওয়া হয় এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ডিবি হেফাজতেই রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আনিস আলমগীর এখনও মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অবস্থান করছেন এবং জিজ্ঞাসাবাদের পর তার বিষয়ে পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অন্যদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানিয়েছেন যে তারা সাইবার অপরাধ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন তবে এটি এখনও আনুষ্ঠানিক মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। পুলিশ কর্মকর্তারা বর্তমানে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযোগটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই-বাছাই করছেন এবং প্রাথমিক তদন্ত শেষে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গরিবের হক মেরে বিত্তবানদের পেট ভরাচ্ছে ভিডব্লিউবি কার্ড
আর্থিকভাবে সচ্ছল এবং পাকা বাড়িতে বসবাস করার পরও দুস্থ ও অরক্ষিত নারীদের তালিকায় নাম উঠেছে বিত্তশালী পরিবারের সদস্যদের। স্বামী সন্তান প্রবাসে থাকা সত্ত্বেও সরকারি ভিডব্লিউবি বা ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির চাল তুলছেন সাকি বেগম নামের এক নারী। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে। শুধু সাকি বেগমই নন একই গ্রামের সচ্ছল গরু ব্যবসায়ী প্রদীপ চন্দ্র বিশ্বাসের স্ত্রী রীনা রানী বিশ্বাসের নামও রয়েছে এই তালিকায়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতি দুই বছরের জন্য এই কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা করা হয়। নিয়ম অনুযায়ী স্বামী পরিত্যক্তা স্বামী নিখোঁজ প্রতিবন্ধী নারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের নারীদের এই তালিকায় অগ্রাধিকার পাওয়ার কথা। অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো।
২০২৫-২৬ অর্থবছরের তালিকায় নাম ওঠা সাকি বেগম কুড়িকাহনিয়া গ্রামের শামসুদ্দিনের স্ত্রী। তার স্বামী ও সন্তান বিদেশে কর্মরত এবং তিনি গ্রামে পাকা বাড়িতে বসবাস করেন। অন্যদিকে রীনা রানী বিশ্বাসও আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল। নিয়ম বহির্ভূতভাবে এই দুই নারী গত জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট ১২০ কেজি করে ২৪০ কেজি চাল উত্তোলন করে নিয়েছেন।
ধনীরা যখন গরিবের হক কেড়ে নিচ্ছেন তখন প্রকৃত দুস্থরা রয়েছেন চরম হতাশায়। কুড়িকাহনিয়া গ্রামের দরিদ্র নারী সাদিয়া খাতুন জানান তারা গরিব মানুষ। কার্ডের আশায় অনেকবার আবেদন করেছেন কিন্তু নাম তালিকায় আসে না। তার অভিযোগ ধনীরা কার্ড পায় তাই এখন আর তিনি আবেদনই করেন না। স্থানীয়রা বলছেন ভালোভাবে খোঁজ নিলে এই তালিকায় আরও সচ্ছল পরিবারের নারীদের নাম পাওয়া যাবে বলে তারা বিশ্বাস করেন।
কীভাবে সাকি ও রীনা এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা সংশ্লিষ্টদের কাছে নেই। এ বিষয়ে পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন এ রকম হওয়ার তো কথা নয়। সংশ্লিষ্ট ইউপি সদস্যরা তালিকায় নাম দেন। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি সচ্ছল নারীদের নাম শনাক্ত করে তাদের তালিকা থেকে বাদ দিলে প্রকৃত অসচ্ছল ও দরিদ্র নারীদের এই কর্মসূচির আওতায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
সোমবার ঢাকায় কী কী কর্মসূচি? এক নজরে বিস্তারিত
রাজধানী ঢাকায় প্রতিদিনই রাষ্ট্রীয় কার্যক্রম, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানামুখী কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ সোমবারও তার ব্যতিক্রম নয়। অর্থনীতি, রাজনীতি, পরিবেশ ও ছাত্র আন্দোলন–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সরব দিন কাটাতে যাচ্ছে। দিনের শুরুতেই এসব উল্লেখযোগ্য কর্মসূচির সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো।
সকালে অর্থনৈতিক বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সকাল ১১টায় তিনি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন। সভাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবন-১ এর ৪০০ নম্বর কক্ষে। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি, নীতিগত সিদ্ধান্ত ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
একই দিন বেলা সাড়ে ১১টায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।
দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন। মহান বিজয় দিবস উপলক্ষে দলটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শুরু হবে দুপুর ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই সভা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিকেলে পরিবেশ ও গণমাধ্যম সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুর ২টা ৩০ মিনিটে তথ্য ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় অনুদানের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কল্যাণমূলক সহায়তা প্রদান করা হবে।
সব মিলিয়ে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, রাজনৈতিক বক্তব্য, ছাত্র সংগঠনের প্রতিবাদী অবস্থান এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণমূলক উদ্যোগ–এই চারটি ক্ষেত্রেই আজ রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-রফিক
বুধবার ঢাকার যেসব মার্কেট ও এলাকা বন্ধ থাকবে
রাজধানী ঢাকায় সাপ্তাহিক ছুটির নির্ধারিত রুটিন অনুযায়ী সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকে। সেই ধারাবাহিকতায় বুধবারও রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় কেনাকাটার কার্যক্রম বন্ধ থাকবে। ফলে প্রয়োজনীয় কেনাকাটার পরিকল্পনা করার আগে কোন কোন এলাকা ও মার্কেট বন্ধ থাকবে তা জেনে নেওয়া নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় সাধারণ দোকানপাট বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এলাকা এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এসব এলাকায় বুধবার দিনভর অধিকাংশ খুচরা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় শপিংমল ও বাণিজ্যিক কমপ্লেক্সও বুধবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। বন্ধ থাকা মার্কেটগুলোর তালিকায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।
ব্যবসায়ীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণের মূল উদ্দেশ্য কর্মীদের বিশ্রাম নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও অন্যান্য সেবার চাপ কমানো। তবে ক্রেতাদের জন্য আগাম তথ্য জানা না থাকলে ভোগান্তি তৈরি হয়। তাই বুধবার কেনাকাটায় বের হওয়ার আগে বিকল্প দিন বা খোলা মার্কেটের তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
-রফিক
রাতে জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে গেল ডিবি
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীরকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা বা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে তাকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে ডিবি পরিচয়ে নিয়ে আসা হয় বলে জানা গেছে।
কীভাবে নিয়ে যাওয়া হলো
ঘটনার সময় তিনি ধানমন্ডির ওই জিমে অবস্থান করছিলেন। আনিস আলমগীরের ঘনিষ্ঠজনরা এবং ফেসবুকে দেওয়া বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে ডিবির একটি টিম সেখানে উপস্থিত হয়ে জানায় ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন। এই কথা বলে তাকে সেখান থেকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আনিস আলমগীর নিজেও কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে।
কর্মকর্তাদের নীরবতা
এই বিষয়ে বিস্তারিত জানতে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। ফলে তাকে কেন নেওয়া হয়েছে বা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কি না তা এখনো স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর ফেসবুকে অনেকেই এ নিয়ে পোস্ট দিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ দাবি করেছেন আটকের ঠিক আগমুহূর্তে বা গাড়িতে তোলার সময় আনিস আলমগীর তাদের ফোনে বিষয়টি জানিয়েছেন। বর্তমানে তিনি ডিবি হেফাজতেই আছেন বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
- ডায়মন্ড অ্যানভিল সেলে জানা গেল পৃথিবীর জন্মরহস্য
- ডেভিল হান্ট ফেজ-২: চব্বিশ ঘণ্টায় বড় সাফল্য পেল পুলিশ
- হাদির চিকিৎসার সর্বশেষ আপডেট জানাল পরিবার
- হাদির চিকিৎসার সর্বশেষ আপডেট জানাল পরিবার
- শীতে কেন বাড়ে মাইগ্রেন? জেনে নিন বাঁচার উপায়
- স্ট্রোকের ৫টি আগাম লক্ষণ যা জীবন বাঁচাতে পারে
- খালেদা জিয়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা
- আইপিএল নিলামে তোলপাড়: রেকর্ড দামে বিক্রি ফিজ
- সিডনিকে হারিয়ে রিশাদের অভিষেক রাঙাল হোবার্ট
- ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘোষণা
- বিজয় দিবসেই লন্ডনের মঞ্চে শেষবারের মতো তারেক রহমান
- ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হয়নি: রাবি উপাচার্য
- বিজয় দিবস নিয়ে মোদির মন্তব্যে ফুঁসে উঠল ঢাবি শিক্ষার্থী
- তারেককে নিয়ে রিল বানালেই পুরস্কার! বিএনপির অভিনব ঘোষণা
- পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর ফিরে আসবে না: ড. ইউনূস
- ১৬ ডিসেম্বর ক্যান্টনমেন্টের ভেতরে আসলে কী হচ্ছিল?
- সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি
- প্রকৃতির দুর্যোগে গাজায় বাড়ছে দুর্ভোগের নতুন অধ্যায়
- একই দিনে শুরু আইপিএল ও পিএসএল সূচি নিয়ে চমক
- মাত্র ৩ সপ্তাহেই বিদায় জানান সিগারেটকে: জানুন জাদুকরী ৩-৩-৩-৩ নিয়ম
- বিজয় দিবসের এয়ার শো দেখতে তেজগাঁওয়ে মানুষের ঢল
- ১৬ অক্টোবর ২০২৫: জেনে নিন আজকের মুদ্রা বিনিময় হার
- ৫০ জন প্রার্থীকে হত্যার মিশন নিয়েছে আওয়ামী লীগ: রাশেদ
- নতুন রাজনীতি হবে চাঁদাবাজ ও দখলদারদের বিপক্ষে: জামায়াত
- ১৬ ডিসেম্বর শুধুই ভারতের জয় বললেন নরেন্দ্র মোদি
- স্বর্ণের বাজারে আবার অস্থিরতা: এক লাফে বাড়ল স্বর্ণের দাম
- মাত্র ৫টি অভ্যাসে জব্দ হবে ডায়াবেটিস
- রাজধানীসহ সারা দেশে আজকের আবহাওয়ার খবর
- সকাল থেকে বিকেল: ঢাকার রাজপথে আজকের কর্মসূচি
- একাই থামিয়ে দিলেন পাকিস্তানি বহর: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মদিন আজ
- জেনে নিন আজকের নামাজের সময়সূচি: ১৬ ডিসেম্বর ২০২৫
- জিয়া বিদ্রোহ না করলে দেশ স্বাধীন হতো না: হাফিজ
- বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ১ বছরের শিশুও মুক্তিযোদ্ধা: ৫৪ বছরের লজ্জাজনক চিত্র
- আইপিএলের নিলামসহ টিভিতে আজকের খেলার সময়সূচি
- সাভারে শ্রদ্ধা জানিয়ে দিনের সূচনা করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা
- সবার ওপরে মুক্তিযুদ্ধ, বিতর্কের কোনো সুযোগ নেই
- প্রতিশোধ নয় গণতান্ত্রিক বাংলাদেশ চাই: তারেক রহমান
- আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ
- ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলেই বিপদ: জানুন কেন
- শীতে ঠোঁট ফাটা রোধে জাদুকরী ৫টি টিপস
- আমি হালুয়া-রুটি খাওয়া সাংবাদিক নই: রিমান্ড শুনানিতে আনিসের হুঙ্কার
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদি
- চোখের যে ৫ লক্ষণে বুঝবেন কিডনি নষ্ট হচ্ছে
- হাদির ওপর হামলায় ক্ষুব্ধ জামায়াত আমির দিলেন সিইসিকে হুঁশিয়ারি
- শকুনেরা আবারও স্বাধীনতা খামচে ধরছে: সারজিস
- জিয়ার রহমানের ডাকেই ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত: তারেক রহমান
- ঘুমেও নিরাপত্তা নেই: লুট হওয়া অস্ত্রে কাঁপছে খুলনা
- সিঙ্গাপুরের পথে হাদি, চিকিৎসকদের আশার বাণী
- পোস্টাল ভোটে বিপ্লব: ফেব্রুয়ারির ভোটে প্রবাসীদের ব্যাপক সাড়া
- যেভাবে জানা যাবে স্কুল ভর্তি লটারির ফল
- দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- স্কুলভর্তির ডিজিটাল লটারি শুরু, ফল প্রকাশের সময় জানা গেল
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- শনি-রবিবার বিদ্যুৎ থাকবে না বহু এলাকায়
- মাধ্যমিক স্কুলে ভর্তি শুরুর সময়সূচি প্রকাশ
- বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- রাজশাহীতে নলকূপে আটকে পড়া শিশুকে বের করতে সুরঙ্গ খনন
- এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল পেলেন হাদি: ডা. মাহমুদা মিতু
- রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা
- তানোরে ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশুসাজিদ, কেমন আছে সে
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুরু, একটি আসনের জন্য লড়াই যতজনের
- দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- বুধবার ঢাকায় কোন মার্কেট বন্ধ আজই জেনে নিন








