গায়ক নোবেল নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১১:৩০:৪৯
গায়ক নোবেল নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার

সত্য নিউজ: জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডেমরা থানার পুলিশ জানায়, নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী ও ঘটনার প্রকৃত বিবরণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

নোবেল বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো "সারেগামাপা"য় অংশ নিয়ে পরিচিতি পান। এরপর থেকে বিভিন্ন গান ও বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আলোচনায় ছিলেন।

তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে নানা জটিলতা তৈরি হয়, যার মধ্যে পারিবারিক সমস্যা ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত নানা গুঞ্জন ছড়ায়। গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ