পাকিস্তান আমলের সঙ্গে তুলনায় দুর্নীতি এখন সমাজের অনুষঙ্গ: জামায়াত আমির

দুর্নীতির তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মন্তব্য করেছেন, দুর্নীতিকে 'গলা টিপে' ধরা না গেলে এই সমাজ কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তিনি বলেন, "এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসেবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না।"
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে শুক্রবার (৩১ অক্টোবর) লন্ডনে এক দিনের যাত্রা বিরতি করেন জামায়াত আমির। এ সময় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
দুর্নীতির বিস্তার
বিগত বছরগুলোতে দেশে দুর্নীতির সর্বব্যাপী বিস্তৃতি নিয়ে শফিকুর রহমান পাকিস্তান আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তিনি বলেন, "পাকিস্তান আমলে আমরা নিভুনিভু জ্ঞান বুদ্ধি ছিল। তখন কোনো জায়গায় কোনো ঘুষখোর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে এই অফিসারটা ঘুষখোর। আর এখন যদি কোনো সৎ অফিসার আসে, সবাই বলে যে এই একটা মানুষ সৎ। দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একেবারে পুরা রিভার্স হয়ে গেছে।"
তিনি আক্ষেপ করে বলেন, যেই সমাজে দুর্নীতি নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, সেই সমাজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। তিনি অভিযোগ করেন, শিক্ষা খাত থেকে শুরু করে সর্বত্র দুর্নীতির ছয়লাব। তিনি বলেন, "কোনো জায়গায় নাই সুবিচার। যেখানেই যাবে মানুষ পায় অবিচার।"
পরিবর্তন ও প্রত্যাশা
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে বড় পরিবর্তন এসেছে, তা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এই পরিবর্তন এসেছে একটাই প্রত্যাশায় যে সমাজে কোনো অনিয়ম ও বৈষম্য থাকবে না। তিনি বলেন, "সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি।" তার মতে, দুর্নীতিবাজদের কারণে সমাজে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি এবং প্রত্যেকটি মানুষ নিগৃহীত।
প্রবাসীদের হয়রানি ও ভোট
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিয়েও জামায়াত আমির হয়রানির কথা তুলে ধরেন। তিনি বলেন, বার্থ সার্টিফিকেট বা ইউটিলিটি বিলের মতো অপ্রয়োজনীয় কাগজপত্রের অজুহাতে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, "ওই সুযোগই নাই অনেকের। সেটাও দিতে হবে।" তিনি ভোট নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শফিকুর রহমান প্রবাসীদের কাছে ভোটের অধিকারকে 'ভেটো পাওয়ার' হিসেবে উল্লেখ করে বলেন, এটি হাতছাড়া হলে কেউ তাদের পাওনা দিতে চাইবে না।
ন্যায়বিচার ও অন্যান্য বিষয়ে বক্তব্য
গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, "আমরা এটা চাই না কারো উপর অবিচার হোক, কিন্তু অপরাধ হলে তার ন্যায়বিচার পাওয়ার অধিকার ভিকটিমের অবশ্যই আছে।" তিনি তার দলের অন্যতম অঙ্গীকার হিসেবে সমাজে সর্বস্তরে ন্যায়বিচার কায়েমের প্রত্যয় ব্যক্ত করেন।
সংবিধান বা জুলাই সনদে জিয়াউর রহমান, জেনারেল ওসমানী বা আ স ম আব্দুর রবের মতো ব্যক্তিত্বদের নাম না থাকার বিষয়ে তিনি বলেন, "সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাওনা।" তিনি সুযোগ পেলে কারও অবদানের উপর অবিচার করা হবে না বলে আশ্বাস দেন।
বঙ্গবন্ধুর ছবি অপসারণ নিয়ে জামায়াত নেতার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডকে 'মিথ্যা' বলে তিনি উড়িয়ে দেন। জামায়াতের ইশতেহার সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে ইশতেহার প্রকাশ করা হবে না এবং কোনো 'মিথ্যা আশ্বাস' তারা দেবেন না। গণভোট নিয়ে তিনি তার দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন, "আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন।"
যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেশের স্বার্থে ভালো আলোচনা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান।
সাবেক মিত্র জামায়াত ও বিএনপি এবার পারিবারিক প্রতিদ্বন্দ্বী কুড়িগ্রামের ৪ আসনে মুখোমুখি দুই ভাই
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা) সাবেক দুই মিত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এই আসনটি ঐতিহাসিকভাবেই বিএনপি ও জামায়াত উভয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে, এবারের প্রতিযোগিতা আরও কৌতূহলোদ্দীপক হয়ে উঠেছে কারণ এই আসনে দুই দলের সম্ভাব্য প্রার্থীরা সহোদর দুই ভাই।
কুড়িগ্রাম-৪ আসনের সমীকরণ
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক-এর নাম ঘোষণা করা হয়েছে। দুই ভাইয়ের এই সরাসরি লড়াইয়ের কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিএনপি প্রার্থী আজিজুর রহমান: তিনি রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয়। দীর্ঘদিন ধরে তিনি এই এলাকার জনগণের জন্য কাজ করে আসছেন।
জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক: তিনি রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির এবং এই নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী। জামায়াত নেতারা মনে করেন, তাঁর জনপ্রিয়তা এই আসনে দলের অবস্থানকে আরও সুসংহত করবে।
প্রতিদ্বন্দ্বিতা ও দুই পক্ষের বক্তব্য
দলীয়ভাবে জোট ভেঙে যাওয়ার পর, এই আসনে বিএনপি ও জামায়াত উভয়েই নিজ নিজ প্রার্থীর জয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করেছে। দুই ভাই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই নির্বাচন থেকে সরে আসতে রাজি নন।
মোস্তাফিজুর রহমান মোস্তাক দৃঢ়ভাবে বলেছেন, তাঁর বড় ভাই যদি শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পানও, তবুও তাঁকে পরাজিত করা সম্ভব হবে না। তিনি দাবি করেছেন, এই অঞ্চলে জামায়াতের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
অন্যদিকে, বিএনপি নেতা আজিজুর রহমান জানিয়েছেন, তাঁর ছোট ভাই একসময় বিএনপি’র রাজনীতি করতেন এবং তাঁর হাত ধরেই রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করেন। পরবর্তীতে জামায়াতে যোগ দিয়ে তিনি এখন সেই দলের প্রার্থী হয়েছেন। তবে, পারিবারিক সম্পর্ক ছাপিয়ে নির্বাচনী লড়াইয়ে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
ভোটারদের ভাবনা
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা কুড়িগ্রাম-৪ আসনের ভোটারদের জন্য এক নতুন মাত্রা যোগ করেছে। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৮ হাজার ৪১২। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি। উভয় দলের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি এবং প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল করে তুলেছে। ভোটাররা তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং দলীয় আনুগত্যের মধ্যে কাকে বেছে নেবেন, তা জানতে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে বাইরে রাখলে আমি নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলকে ভোটের বাইরে রাখা হয়, তাহলে তিনি গামছা নিয়েও নির্বাচনে যাবেন না। তিনি মনে করেন, এই দলগুলো বাংলাদেশের মানুষের এবং ভোটারদের আওয়ামী লীগ।
সোমবার ১০ নভেম্বর টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল ইউনিয়নে বহেড়াতৈল হাই স্কুল মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বিএনপি এবং জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনা ১৬ বছর ধরে মানুষকে অত্যাচার ও জুলুম করেছেন। তিনি অভিযোগ করেন, তার সময়ে নৌকাওয়ালারা যত চাঁদাবাজি করেছে, গত ১৪ মাসে অন্য দলের লোকেরা তার ১০ গুণ চাঁদাবাজি করেছে।
তিনি বলেন, শেখ হাসিনার যখন পতন হয়, তখন মানুষের মনে এক নম্বর ছিল ধানের শীষ। "এখন ধানের শীষ হয়েছে মানুষের পেটের বিষ।" তিনি সতর্ক করে বলেন, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে, সেই একই কাজ করলে বিএনপিকেও ভুলে যেতে মানুষের সময় লাগবে না।
তিনি বলেন, জামায়াতে ইসলামী আজ অনেক লাফালাফি করছে। তিনি আল্লাহকে হাজির-নাজির করে বলেন, জামায়াত এককভাবে নির্বাচন করলে ৫টির বেশি আসন পাবে না। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত যে অপরাধ করেছে, সত্যিকার অর্থে ক্ষমা না চাইলে তারা কখনোই দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, তিনি যুদ্ধ পছন্দ করেন, কিন্তু দেশে চলমান বিশৃঙ্খলা পছন্দ করেন না। তিনি বলেন, "দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য কখনো কখনো যুদ্ধ করতে হয়। তার মানে এই নয় যে বিশৃঙ্খলা করতে হবে।"
ড. ইউনূসকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যখন তাঁকে সুদখোর বলেছিলেন, তিনি তখন গ্রামীণ ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, "আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংক মাটির সঙ্গে মিশে যেত।" তিনি ভবিষ্যতেও শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ নামে যা কিছু আছে, তারও বিপদ আছে বলে সতর্ক করেন।
তিনি বলেন, শেখ হাসিনা মানুষকে কম নির্যাতন করেননি। তাঁর পতন আল্লাহর তরফ থেকে হয়েছে। তিনি মনে করেন, শেখ হাসিনা মানুষকে ভোট দিতে দেননি, তেমনি এই সরকারও তাদের ভোট দিতে দেবে না।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ছালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, ছানোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী প্রমুখ।
তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধের
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশ এগিয়ে নিতে হবে এবং শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। তিনি বলেন, চিরতরে ফ্যাসিস্টের পতন ঘটিয়ে এসব হত্যার বদলা নিতে হবে।
সোমবার বিকেল ৩টার দিকে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্নিগ্ধ এসব কথা বলেন।
আত্মগোপন ও আপসহীনতা
মীর স্নিগ্ধ বলেন, 'বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, তেমনি তার মা-ও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিল।' তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় সরকার তাঁদের গণভবনে নিয়ে আপস করার চেষ্টা করেছে, কিন্তু তাঁরা আপস করেননি। বাধ্য হয়ে তখন তাঁদের আত্মগোপনেও থাকতে হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৭ বছর ধরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন ও নিপীড়ন করেছে এবং বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে।
জিয়াউর রহমানের আদর্শ ও ভোটের আহ্বান
স্নিগ্ধ বলেন, জিয়াউর রহমানের আদর্শ সব বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
'নবীন প্রবীণ বাঁধ জোট, ধানের শীষে দেব ভোট'—এই স্লোগান দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।
নব্য ফ্যাসিস্ট হতে চাইলে বসে থাকব না: বিএনপিকে জুলাই সনদ নিয়ে হুঁশিয়ারি এনসিপি নেতার
জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, যদি কেউ 'চব্বিশের কার্ড' খেলে নব্য ফ্যাসিস্ট হতে চায়, তবে এনসিপি বসে থাকবে না। তিনি বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দলটি জুলাই সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পাঁয়তারা করে, তবে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে।
সোমবার ১০ নভেম্বর বিকেলে 'জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংস্কার ছাড়া কোনো ভোট নয়
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোট পাবে তারাই, যারা সংস্কারের পক্ষে। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। তিনি স্পষ্ট করে বলেন, "ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না।"
তিনি প্রশ্ন তোলেন, কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানো হবে? তিনি একক নেতৃত্বে পার্লামেন্ট চান না বলেও উল্লেখ করেন।
সাবেক আওয়ামী লীগ নেতাদের প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে সাকিব আল হাসান, মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইতেন। এখন দেশে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসেছে, যারা ধানের শীষে ভোট চায়। তিনি শহীদ পরিবারের পাশে আছেন বলেও উল্লেখ করেন।
জুলাই সনদ নিয়ে সাপলুডু খেলা
আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপলুডু খেলা শুরু করেছে। তিনি বলেন, এই সনদ নিয়ে সরকার নিষ্ক্রিয় অবস্থায় আছে।
সারোয়ার তুষার বলেন, নির্বাচনী ডামাডোলে জুলাই সনদের আইনি ভিত্তি ভুলে গেলে চলবে না। তিনি দাবি করেন, এই মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।
ভারতের আধিপত্য রুখতে হবে: নির্বাচনী লক্ষ্য নিয়ে হাসনাত আব্দুল্লাহর কড়া বার্তা
জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দলটি তাদের মূল আদর্শ থেকে সরে গেছে। এই পরিস্থিতিতে তিনি বিএনপির ভেতরে অস্বস্তিতে থাকা নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার ১০ নভেম্বর রাতে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এনসিপির কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি'র অসন্তুষ্ট কর্মীদের প্রতি আহ্বান
হাসনাত আব্দুল্লাহ বলেন, "যারা বিএনপির এ পরিবেশে থাকতে অস্বস্তিবোধ করছেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেব।"
তিনি বলেন, তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রতিনিধিত্বমূলক সংসদ চান। এনসিপি চায়, একটি ভারতীয় আধিপত্যবিরোধী, ফ্যাসিবাদবিরোধী এবং একটি বাংলাদেশপন্থি সংসদ গঠিত হোক। তিনি আহ্বান জানান, "এটার জন্য যারা নিজেদের যোগ্য ও বাংলাদেশপন্থি মনে করে থাকেন, তারা যেন সংসদে আসেন।"
কুমিল্লার ১১ আসনে প্রার্থী ঘোষণা
এনসিপি নেতা জানান, তাঁরা কুমিল্লার ১১টি আসনে সৎ এবং যোগ্য প্রার্থী দেবেন। তিনি বলেন, "আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা করব। আমরা এ প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু করব।"
ব্যারিস্টার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ এবং কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম।
নৌকার সমর্থকরা হতাশ হবেন না,ধানের শীষ আপনাদের পাশে আছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে না। তিনি বলেন, 'নৌকার যে মূল মাঝি, তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন।' তবে তিনি নৌকার সমর্থক ও ভোটারদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ তাদের পাশেই আছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।" তিনি বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু এবার নৌকা নেই।
বিএনপি মহাসচিব আটটি সমমনা দলের কঠোর সমালোচনা করে বলেন, দেশের জনগণ পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি না বুঝলেও, তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই আট দল। তিনি অভিযোগ করেন, গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে তারা ঝামেলা সৃষ্টি করছে।
তিনি বলেন, "আগে ভোটে জেতেন, তারপর পিআর বাস্তবায়ন কইরেন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানবো না।"
৭ শব্দের নায়ক আসিফ মাহমুদ: রাশেদ খান সমর্থন জানালেন তরুণ এই নেতার সিদ্ধান্তে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন এবং নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। তবে ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলেও কোন আসনে লড়বেন, তা এখনও নির্দিষ্ট করে জানাননি আসিফ মাহমুদ। রোববার ৯ নভেম্বর তিনি এই তথ্যগুলো জানান।
এদিকে, আসিফ মাহমুদের নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ
সোমবার ১০ নভেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, "উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইল।" তিনি মনে করেন, তিনি বা সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে। রাশেদ খান বলেন, এক্ষেত্রে তিনি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি মন্তব্য করেন, পদত্যাগ আরও আগে করলে আসিফ মাহমুদের নিজের রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো।
রাশেদ খান বলেন, উপদেষ্টা হিসেবে সরকারের যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে। তবে তার সব দোষ তিনি তাঁকে দেবেন না। তিনি মনে করেন, সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের উপযুক্ত গাইডলাইন দিতে ও আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন, যে কারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
ইতিহাস পরিবর্তনকারী ৭ শব্দের নায়ক
রাশেদ খান বলেন, আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, কারণ তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক। তবে তিনি আসিফ মাহমুদের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন ইতিহাস বদলে দেয়, "পরশু নয়, কালকেই লংমার্চ টু ঢাকা!" রাশেদ খান বলেন, ৬ আগস্টের লংমার্চ পরিবর্তন করে ৫ আগস্টে নিয়ে আসার নায়ক আসিফ মাহমুদ।
রাশেদ খাঁন আশাবাদী, আসিফ মাহমুদ তাঁর ভুলভ্রান্তি শুধরে বাকি জীবন সচেতনভাবে রাজনীতি করবেন এবং জনগণের নেতা নয়, সেবক হিসেবে কাজ করবেন।
নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ: মির্জা ফখরুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, এই নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি গভীর চক্রান্ত চলছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ষড়যন্ত্র ও একাত্তরের চেতনা
বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সম্মান জানিয়ে বলেন, "অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এটাই আমাদের চাওয়া।"
তিনি বলেন, "আজকে একটা ধারণা দেয়া হচ্ছে ২০২৪ সালের আন্দোলনেই সব হয়েছে। আপনারা ভুলে যাবেন না, একাত্তর হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমাদের জন্মটাকে আমরা ভুলতে পারি না, এটা মাথায় রাখিয়েন।"
মির্জা ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, "একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজস করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের সাথে এ দেশের মানুষ আপস করতে পারে না। এরা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে।"
তিনি বলেন, "আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযোদ্ধের যে চেতনা, সেটাকে সামনে আনতে হবে। আমরা একাত্তর সালে লড়াই করেই দেশকে স্বাধীন করেছি, এটা মাথায় রাখতে হবে।"
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।
তফসিলের আগে গণভোটের বাস্তবতা নেই: ভিপি নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে এবং সেই তফসিলের আগে গণভোটের কোনো বাস্তবতা নেই। তবে তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের সঙ্গেই একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে পারে, কিন্তু অবশ্যই সেই গণভোটের মাধ্যমেই জুলাই সনদকে গণভিত্তি ও আইনী ভিত্তি দিতে হবে।
রোববার (৯ নভেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন।
৩০০ আসনে প্রস্তুতি ও জোটের বিবেচনা
নুরুল হক নুর জানান, গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি বলেন, এখনকার এই রাজনৈতিক দলগুলো সবাই মিলেমিশে গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে।
তিনি আরও বলেন, প্রয়োজনে দেশের বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও বিবেচনা করা হবে। তবে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তফসিল ঘোষণার পরই নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি তাঁর বক্তব্য প্রদানের এক পর্যায়ে গাইবান্ধা-০৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মো. সরুজ্জামান সরকার-এর নাম ঘোষণা করে উপস্থিত সবার সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন।
পাঠকের মতামত:
- ট্রাম্পের ঘোষণার পরই সরে দাঁড়াল স্থিতিশীলতা বাহিনী গাজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- দিল্লিতে শক্তিশালী বিস্ফোরণ আতঙ্ক লালকেল্লা এলাকায় উচ্চ সতর্কতা জারি
- স্বর্ণের বাজারে অস্থিরতা চলতি বছরই ৭৪ বার দাম সমন্বয় করল বাজুস
- সাবেক মিত্র জামায়াত ও বিএনপি এবার পারিবারিক প্রতিদ্বন্দ্বী কুড়িগ্রামের ৪ আসনে মুখোমুখি দুই ভাই
- আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে বাইরে রাখলে আমি নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
- ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে চলন্ত বাসে আগুন
- শীতের পোশাক: অ্যালার্জি এড়াতে জ্যাকেট, সোয়েটার পরিষ্কারের সঠিক পদ্ধতি
- তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধের
- নব্য ফ্যাসিস্ট হতে চাইলে বসে থাকব না: বিএনপিকে জুলাই সনদ নিয়ে হুঁশিয়ারি এনসিপি নেতার
- জেনে নিন বৃহস্পতিবারের সদাকাহর গোপন রহমত
- ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, সূচক হারাল প্রায় ৪০ পয়েন্ট!
- ৬০ দিনে ফ্যাটি লিভার থেকে মুক্তি: জীবনযাত্রার চাপ কমাতে ৫টি বিশেষ খাবার
- এক কেজি আলুর দামে এখন পাওয়া যায় না এক আঁটি শাকও!
- আসন পুনর্বিন্যাস বাতিল: বাগেরহাটে ৪টি আসনই বহাল রাখার নির্দেশ হাইকোর্টের
- ভারতের আধিপত্য রুখতে হবে: নির্বাচনী লক্ষ্য নিয়ে হাসনাত আব্দুল্লাহর কড়া বার্তা
- কফি বিনের গোপন রহস্য: আপনার প্রিয় কাপেও কি লুকিয়ে আছে তেলাপোকার ক্ষুদ্র অংশ?
- ডিএমপি'তে রদবদল: পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি
- তিন দিনের অভিযানে মিলল লাশ: পশুর নদে নিখোঁজ সাবেক নারী পাইলটের মরদেহ উদ্ধার
- কিশমিশের জাদু: কেন এটি প্রাকৃতিক ওষুধ? এক মাসেই শরীরে আসে ৬ পরিবর্তন
- সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে ইসি
- নৌকার সমর্থকরা হতাশ হবেন না,ধানের শীষ আপনাদের পাশে আছে: মির্জা ফখরুল
- ফুটবল উন্মাদনা: ৬ মিনিটে সব টিকিট বিক্রি, তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে
- গোলের রাজা কে, মেসি না রোনালদো? সংখ্যার হিসাবে কে এগিয়ে, কে পিছিয়ে!
- ১০ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ১০ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ১০ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- সুদানে গণহত্যার প্রমাণ লুকানোর চেষ্টা: মরদেহ পুড়িয়ে ফেলছে আরএসএফ
- ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি খুন: পুরান ঢাকায় দিনেদুপুরে গুলি করে হত্যা
- জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনা: ভুল মন্তব্যে বিতর্কে কুমিল্লার বিএনপি নেতা
- ৭ শব্দের নায়ক আসিফ মাহমুদ: রাশেদ খান সমর্থন জানালেন তরুণ এই নেতার সিদ্ধান্তে
- মোহাম্মদপুরে আতঙ্ক: প্রাণিসম্পদ উপদেষ্টার প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল হামলা
- নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ: মির্জা ফখরুল
- ভ্যাট রিফান্ড এখন এক ক্লিকেই ব্যাংক অ্যাকাউন্টে, জানুন বিস্তারিত
- জাতীয় পরিচয়পত্র সংশোধনে আসছে যেসব বড় পরিবর্তন
- ঢাবির এক আবাসিক হলে ধূমপান নিয়ে বড় সিদ্ধান্ত
- আগেভাগে জানুন আগামী বছরের ছুটির দিন
- বিদ্যুৎ খাতে বড় সিদ্ধান্ত, বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
- মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারহোল্ডারদের জন্য সুখবর
- সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করল ওরিয়ন ইনফিউশন
- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
- বিদ্যুৎ গ্রিড কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ
- জেনে নিন আজ কোথায় কী কর্মসূচি
- টিভিতে আজকের খেলা: কোন ম্যাচ কখন ও কোথায় দেখবেন
- মেঘনা পেট্রোলিয়ামের নাম বদলে হচ্ছে যে নাম
- সোমবার ঢাকায় কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে জানুন
- বার্ষিক পরীক্ষার মুখে স্থবির শিক্ষা: শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস বন্ধ, শঙ্কায় পড়েছেন অভিভাবকরা
- ১০ নভেম্বর ২০২৫: আজকের নামাজের পূর্ণ সময়সূচি প্রকাশ!
- দেশে আবারও স্বর্ণের দাম বাড়ল
- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সর্বশেষ আপডেট , ১০ নভেম্বর ২০২৫
- তফসিলের আগে গণভোটের বাস্তবতা নেই: ভিপি নুর
- গবেষণা ভিত্তিক শিক্ষা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন দিগন্ত
- পানি ও খাদ্য নিরাপত্তা: ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের কারণ
- ৫ ও ৬ নভেম্বর বন্ধ থাকবে ২ বছরের সরকারি ট্রেজারি বন্ড
- গ্রিন সিগন্যাল কী পেল মান্না, নুর, পার্থসহ ১২ জোটনেতা
- রপ্তানি আয়ে বড় ধস; যুক্তরাষ্ট্রের শুল্কে চাপে পোশাক শিল্প
- দেউলিয়া পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত
- ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে
- রেকর্ড ডেট ঘিরে দুই দিন লেনদেন বন্ধ থাকবে
- রিয়াল বনাম লিভারপুল: চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ লড়াই আজ যখন
- বোনের কোরআন পাঠে হার মানল দম্ভ; হজরত ওমর (রা.) এর ইসলাম গ্রহণের বিস্তারিত ঘটনা
- বুক ধড়ফড়ের নেপথ্যে পানিশূন্যতা: হৃদস্পন্দন দ্রুত হলে যা করবেন, জানালেন বিশেষজ্ঞরা
- কালো মুরগি কেন এত দামি: জেনেটিক বিস্ময়, ঐতিহ্য ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ
- ০৪ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- সুদানের সংঘাতে ইসরায়েল ও আরব আমিরাতের গভীর সম্পৃক্ততা: বিশ্লেষকের বিস্ফোরক দাবি
- ঘরে বসেই বানান ডিজিটাল NID: সম্পূর্ণ প্রক্রিয়া জানুন ধাপে ধাপে








