ফেসবুক পোস্টে কি বললেন নাহিদ?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০৯:৪৫:২৭
ফেসবুক পোস্টে কি বললেন নাহিদ?

সত্য নিউজ:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়কনাহিদ ইসলাম নতুন সংবিধান প্রণয়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ‘জুলাই সনদ’, স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচনের মতো বিষয়গুলো ঘিরে এনসিপির অগ্রাধিকার তুলে ধরেন।

তিনি স্পষ্টভাবে জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণঅভ্যুত্থানের বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার আদর্শকে ধারণ করেই এনসিপি তাদের পথচলা শুরু করেছে। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে প্রথম ধাপ।”

নাহিদ ইসলাম জানান, এনসিপি কোনো সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক মতাদর্শের অনুসারী নয়। বরং তারা ধর্মীয় সহাবস্থান, সম্প্রীতি ও সম্মাননাভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র চায়। বৃহত্তর জনগোষ্ঠীর ইসলাম ধর্মের নৈতিকতা ও বাঙালি মুসলমানের সংস্কৃতিকে মূল্যায়নের পাশাপাশি, সংখ্যালঘু ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করাও এনসিপির লক্ষ্য।

নারীর সম্পত্তিতে অধিকার, নেতৃত্ব ও কর্মসংস্থানের বিষয়ে দলটি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির মূলনীতির একটি। এছাড়া ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থানের কথাও স্পষ্ট করেন নাহিদ।

অর্থনৈতিক ভিশন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক এবং দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গোপসাগর ঘিরে একটি নতুন আঞ্চলিক অর্থনৈতিক জোন তৈরির পরিকল্পনাও দলটির রয়েছে।

সবমিলিয়ে এনসিপি-র অবস্থান স্পষ্ট-তারা বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে একটি নতুন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থার জন্য কাজ করছে। ‘জুলাই সনদ’ সেই রূপান্তরের অন্যতম প্রস্তাবিত দলিল হতে যাচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ