ইশরাককে শপথ না দিতে রিট শুনানি আজ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০৮:৪৮:৪৮
ইশরাককে শপথ না দিতে রিট শুনানি আজ

সত্য নিউজ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি আজ মঙ্গলবার (২০ মে) হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রিটটি হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

রিটের বিষয়ে ইশরাক হোসেনের পক্ষে আইনি সহায়তা দিচ্ছেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। অন্যদিকে, রিটটি করেছেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ, যার পক্ষে আইনজীবী কাজী আকবর আলী শুনানি করবেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং পরদিন ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। সে নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেন দ্বিতীয় অবস্থানে থাকলেও ভোটে অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে তিনি মামলা করেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া প্রশাসকের দায়িত্ব পালন করেন। এরই মধ্যে ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। সেই অনুযায়ী ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

তবে গেজেট প্রকাশের পর দুজন নাগরিক রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নির্বাচন কমিশনের ওই পদক্ষেপের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে আপিলের প্রস্তুতি নেন এবং গেজেট প্রকাশকে চ্যালেঞ্জ করেন। তারা বলেন, মেয়রের পদ ইতিমধ্যে অধ্যাদেশের মাধ্যমে শূন্য ঘোষণা করা হয়েছে এবং ট্রাইব্যুনালের রায়ে কার্যকারিতা নেই।

এ পরিস্থিতিতে ইশরাককে শপথ না পড়াতে নির্দেশনা ও ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রিটটি দায়ের করা হয়। এ বিষয়ে আজ হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে, যা রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত