আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হতাশাজনক হার

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০৮:১৪:৫১
আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হতাশাজনক হার

সত্য নিউজ: রানের পাহাড় গড়েও জয় অধরা রইল বাংলাদেশের। শারজাহতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আমিরাতের কাছে ২ উইকেটে হেরে গেছে লাল-সবুজের দল। ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ওয়াসিম-জোহাইবদের আগ্রাসী ব্যাটিং আর শেষদিকে পরাশরের সাহসী শটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ফলে সিরিজ এখন ১-১ সমতায়।

প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান মাত্র ৩৩ বলে ৫৯ রান করেন, সঙ্গে তাওহিদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ইনিংস দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করে। পাশাপাশি লিটন, শান্ত, জাকেরদের কার্যকর ছোট ইনিংস মিলিয়ে ২০৫ রানে থামে বাংলাদেশ।

তবে দ্বিতীয় ইনিংসে আমিরাতের শুরু থেকেই ছিল আগ্রাসন। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৪২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাওয়ার প্লেতে আসে ৬৮ রান, যা জয়ের ভিত গড়ে দেয়। মোহাম্মদ জোহাইব ৩৮ রানে তার সঙ্গে যোগ দেন কার্যকর জুটিতে।

বাংলাদেশ মাঝপথে ম্যাচে ফিরলেও শেষ ওভারে নাটকীয় মোড় নেয় ম্যাচে। তানজিম হাসান সাকিবের বোলিংয়ে শুরুটা হয় ওয়াইড দিয়ে, পরে ছক্কা ও ১টি বোল্ড মিলিয়ে উত্তেজনার পারদ চরমে ওঠে। শেষ ৪ বলে ৪ রান দরকার থাকলেও হায়দার আলীর ব্যাটে আসে ২ রান, সঙ্গে এক নো বল-ফলাফল, জয় আমিরাতের ঘরে।

শেষ ৫ ওভারে বাংলাদেশের বোলিং অনিয়মই মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। শরীফুল ইসলামের এক ওভারে অতিরিক্ত ৪ রান ও তানজিমের পরিকল্পনাহীন শেষ ওভার হারিয়ে দেয় জয়ের সম্ভাবনা।

এই জয়ের মাধ্যমে আরব আমিরাত ক্রিকেট ইতিহাসে আরেকটি সাহসী অধ্যায় রচনা করল। দুই বোর্ডের সম্মতিতে সিরিজে তৃতীয় ম্যাচ যোগ হওয়ায় এখন সেটিই নির্ধারণ করবে সিরিজ জয়ীকে। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে পরশু, শারজাহতেই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ