২০৫ রান করেও হার বাংলাদেশের !

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০১:৩০:৪১
২০৫ রান করেও হার বাংলাদেশের !

সত্য নিউজ:রান পাহাড় গড়েও জয় পেল না বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২০৫ রানের রেকর্ড ইনিংস করেও ২ উইকেটে হারতে হলো টাইগারদের। ম্যাচ শেষে হতবাক ক্রিকেটপ্রেমীরা, কারণ এমন রানের ম্যাচেও জয় ছিনিয়ে নিলো আন্ডারডগ আমিরাত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৯০ রান। ব্যাটিং ঝড় চালিয়ে যাওয়া তামিম ৪৫ বলে ৭২ রান করেন, অন্যদিকে লিটন করেন ৩৮। এরপর শান্ত ও মাহমুদউল্লাহর ক্যামিওতে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে তোলে ২০৫ রান—যা এই সিরিজে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে আমিরাত। তবে তাসকিন-রিশাদের তোপে একপর্যায়ে ৬ উইকেটে ১৩৪ রানে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ম্যাচ মনে হচ্ছিল বাংলাদেশের দিকেই যাচ্ছে। কিন্তু তখনই মোড় নেয় গল্প। আমিরাতের ব্যাটার আরমান খান ও জাফরুল হক অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচ ফিরিয়ে দেন।

শেষ ওভারে জয়ের জন্য আমিরাতের দরকার ছিল ১২ রান। বল হাতে ছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু শুরুতেই এক ওয়াইড, এরপর ছক্কা, সিঙ্গেল, একটি উইকেট ও নাটকীয় এক নো বল—সব মিলিয়ে নাটকীয়ভাবে জয়ের বন্দরে পৌঁছে যায় আমিরাত।

বাংলাদেশের বোলাররা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার খেসারত দিতে হলো হারে।

এই হারে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। আগামীকাল অর্থাৎ ২১ মে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ। এখন দেখার বিষয়, টাইগাররা ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিতে পারে কিনা।

স্কোর সংক্ষেপ (দ্বিতীয় টি-২০):বাংলাদেশ: ২০৫/৫ (২০ ওভারে)আমিরাত: ২০৬/৮ (১৯.৫ ওভারে)ফল: আমিরাত ২ উইকেটে জয়ীসিরিজ: ১-১ সমতা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ