সালমান-সামিরার প্রেম নিয়ে মুখ খুললেন খল অভিনেতা

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ্র মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে। আদালত তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা তদন্তের নির্দেশ দেওয়ার পর মামলার অভিযুক্তদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই মামলার চার নম্বর আসামি, খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি তাকে নিয়ে একটি পুরনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সাক্ষাৎকার ও সামিরার প্রতি সমর্থন
শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-এ দেওয়া সেই পুরনো সাক্ষাৎকারে ডন সালমান শাহ্ ও তার সাবেক স্ত্রী সামিরা হককে ঘিরে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রেমে মুগ্ধতা: জয় সরাসরি প্রশ্ন করেন, “সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারেন—ওনার মা, না স্ত্রী?” ডন প্রথমে এড়িয়ে গেলেও পরে সামিরা হকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “সালমানের সঙ্গে সামিরার যেরকম প্রেম ছিল, আমি এমন প্রেম জীবনে দেখিনি।”
দোষ অস্বীকার: জয়ের প্রশ্নের জবাবে ডন বলেন, “আমি তো দেখিনি কোনো দোষ।”
সালমান শাহ্র মানসিক অস্থিরতা
ডন আরও বলেন, সালমান শাহ্ জীবনের শেষ দিকে মানসিকভাবে চরম অস্থির ছিলেন। তার ভাষায়:
“সালমান শাহ্ একজন সুপারস্টার হয়েও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন? ছয়-সাত মাস ধরে ওকে আমি কখনো স্থির দেখিনি—স্থিরভাবে বসে থাকা বা কথা বলার মতো অবস্থাতেও না।”
উল্লেখ্য, পিবিআইর তদন্তে এটি আত্মহত্যা বলা হলেও, পরিবার এটিকে হত্যা বলে দাবি করে আসছে। নতুন হত্যা মামলায় সামিরা হক প্রধান আসামি এবং অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।
অনন্য মামুনের পোস্টে ঢালিউডে তামান্না ভাটিয়ার সম্ভাব্য আগমন
ঢালিউড নির্মাতা অনন্য মামুন নতুন রোমাঞ্চের আভাস দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করেছেন, যা সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল-এ অনন্য মামুন একটি বিশেষ পোস্ট শেয়ার করেন। সেখানে কালো পোশাকে লাস্যময়ী তামান্নার ছবি আপলোড করে তিনি চলচ্চিত্র জগতের পেশাদারিত্ব এবং শিল্পীদের চরিত্র নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
নির্মাতা লিখেছেন, “তামান্নার মতো বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই।” পাশাপাশি তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। তিনি জানান, “বাংলাদেশে নতুন কোনো পরিচালক ছবির জন্য বড় শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন। কারণ এখানে এখনও ম্যানেজার বা এজেন্সি সিস্টেম চালু হয়নি। ইন্ডিয়াতে এ বিষয়ে কাজ করার ভিন্ন মজা আছে। আপনি শুধু এজেন্সিকে ইমেইল পাঠালেই তারা শিল্পীর সঙ্গে যোগাযোগ করে আপনার প্রজেক্টের সব ব্যবস্থা সহজে সম্পন্ন করে দেয়।”
পরে নির্মাতা তার নতুন সিনেমার বিষয়বস্তু সম্পর্কেও সরাসরি ইঙ্গিত দেন। তিনি বলেন, “প্রজেক্ট প্ল্যান এবং গল্প বলার কাজ শেষ। এবার বাংলাদেশের দর্শকরা অ্যাকশন ও ভায়োলেন্স দেখতে চায়। সেই অনুযায়ী নতুন সিনেমার কাজ শুরু করব।”
-শরিফুল
অরিজিৎ সিং আসছেন বাংলাদেশে, আবারো মঞ্চ মাতাবেন এই জনপ্রিয় শিল্পী
যার কণ্ঠে মুগ্ধ কোটি কোটি শ্রোতা, যার গানে প্রেম, বেদনা আর স্মৃতির মায়াজাল ভরা, সেই জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এবার সরাসরি মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের মাঝে। ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকিট টুমোরো প্ল্যাটফর্ম থেকে অরিজিৎ সিংয়ের বাংলাদেশ সফরের বিষয়ে এরই মধ্যে অনলাইন প্রচার শুরু হয়েছে।
তবে কবে নাগাদ তিনি আসবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তারিখ বা স্থান জানানো হয়নি।
পূর্বের পারফরম্যান্স
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে এসেছেন অরিজিৎ সিং। সবশেষ তিনি ২০১৬ সালে বাংলাদেশে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন। সংগীতপ্রেমীরা আবারো এই তারকার সরাসরি পারফরম্যান্স দেখার সুযোগ পেতে যাচ্ছেন।
যে কাঠামো জীবন উন্নত করার কথা, তা স্বপ্ন মাটিতে মিশিয়ে দিল
রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় বিয়ারিং প্যাড পড়ে গতকাল আবুল কালাম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। তিনি এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বহীনতার সমালোচনা করেছেন।
সিয়াম আহমেদের ক্ষোভ
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়াম আহমেদ তার ক্ষোভ প্রকাশ করে লেখেন:
“ঢাকা মেট্রোরেলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে আমি স্তব্ধ, মর্মাহত ও বিরক্ত। আমরা কর দিই, যাতে এই দেশের অবকাঠামো আমাদের জীবনকে সহজ ও উন্নত করে। অথচ সেই করের টাকাতেই নির্মিত হলো এমন এক কাঠামো, যা ভেঙে এক পরিবারের স্বপ্ন, ভালোবাসা ও ভবিষ্যৎ সবকিছু মাটিতে মিশিয়ে দিল।”
দায়িত্বহীনতার সমালোচনা
সিয়াম আহমেদ এই দুর্ঘটনাকে “অবহেলা, দায়িত্বহীনতা আর উদাসীনতার করুণ পরিণতি” বলে অভিহিত করেন। তিনি বলেন, “অন্য দেশে মানুষ দুর্ঘটনাবশত রেললাইনে পড়ে মারা যায়। আর আমাদের দেশে রেললাইন, কিংবা তার অংশবিশেষই আকাশ থেকে পড়ে আমাদের ওপর!”
প্রশ্ন তুলে তিনি লেখেন:
“এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলবে—‘আমরা ভুলভাবে বানাইনি’, ‘আমরা নিয়ম মেনে কাজ করেছি’, ‘আমরা দায়িত্বে অবহেলা করিনি’। কিন্তু প্রশ্ন হলো—তাহলে এই ভয়াবহ মৃত্যু ঘটল কীভাবে?”
অভিনেতা সিয়াম আহমেদ মনে করেন, এবার শুধুই শোকবার্তা নয়, দরকার উত্তর ও দায়বদ্ধতা। তিনি বলেন, “এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটা গোটা জাতির লজ্জা—আমাদের অক্ষমতার নগ্ন প্রতিচ্ছবি।”
রাশমিকা-আয়ুষ্মানের ‘থাম্মা’: প্রথম দিনেই আয়ের তালিকায় চতুর্থ স্থানে
জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা আবারও তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। টানা দুটি হিট জার্নির পর এবার তিনি হাজির হয়েছিলেন হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’-তে। দীপাবলির আনন্দের সঙ্গে মিলিয়ে গত ২১ অক্টোবর মুক্তি পাওয়া এই সিনেমাটির আয় মুক্তির পাঁচ দিনেই ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।
মুক্তির চিত্র ও বক্স অফিস
সাকনিল্কের তথ্য অনুসারে, ‘থাম্মা’ সিনেমাটি পাঁচ দিনে শুধু ভারতে আয় করেছে ৯৪.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১১.৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৫.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪৭ কোটি ১৯ লাখ টাকা)।
প্রথম দিনের আয়: এ বছরে এখন পর্যন্ত হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত ৩১টি সিনেমার মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার তালিকায় ‘থাম্মা’-এর অবস্থান চতুর্থ। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)।
নির্মাণ ব্যয়: ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘থাম্মা’ নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড।
অভিনেতাদের মন্তব্য
আয়ুষ্মান খুরানা বলেন, “এ সিনেমা সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু অনেক ধারণার মূল আমাদের নিজেদের।”
রাশমিকা মান্দানা বলেন, “সিনেমাটির গল্প শোনার পর থেকেই এই ইউনিভার্সের অংশ হতে উদ্গ্রীব ছিলাম। সিনেমাটির চরিত্রগুলো আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ যুক্ত।”
সিনেমাটিতে রাশমিকা ও আয়ুষ্মান ছাড়াও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল। তাছাড়া মালাইকা অরোরা, নোরা ফাতেহি ও বরুণ ধাওয়ানসহ একঝাঁক তারকা অতিথি হিসেবে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদিত্য সরপোদ্দার।
সামিরা হকের ব্যক্তিগত জীবন নিয়ে সালমান শাহর ছোট ভাইয়ের বিস্ফোরক মন্তব্য
চিত্রনায়ক সালমান শাহ্র হত্যা মামলার এক নম্বর আসামি তার সাবেক স্ত্রী সামিরা হককে নিয়ে মুখ খুললেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি কান্নাজড়িত কণ্ঠে সামিরা হকের বিরুদ্ধে নিজের ক্ষোভ ও অভিমান প্রকাশ করেন।
সামিরা হকের প্রতি অভিযোগ
শাহরান চৌধুরী লাইভে এসে সালমান শাহ ও সামিরা হককে ঘিরে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন। ভাইয়ের প্রতি সামিরার ভালোবাসার প্রসঙ্গে শাহরান বলেন:
“আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত তার জীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক।”
আত্মহত্যার প্রবণতা: শাহরান বলেন, “আপনারা বলেন আমার ভাই আত্মহত্যা করেছে, তার নাকি আত্মহত্যার প্রবণতা ছিল। কিন্তু একবার ভেবে দেখবেন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত তার জীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক।”
ব্যক্তিগত তথ্য: সামিরাকে উদ্দেশ করে শাহরান বলেন, তিনি সামিরাকে ফোন করেছিলেন, কিন্তু তিনি ধরেননি। তিনি বলেন, “আমি আজ সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন, বা কেন ঢাকায় ছিলেন। আপনি নিজেই ভালো জানেন। আমি শুধু বলবো—আপনার কর্মের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান।”
ফারুক ও অভিযুক্তদের প্রতি আহ্বান
শাহরান চৌধুরী লাইভের শেষ দিকে সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা এই মামলায় জড়িত, তারা যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।” তিনি সালমানের বন্ধু ফারুককেও দায়ী করেন। শাহরানের ভাষ্য, অভিনয় গুণ না থাকায় তার ভাইয়ের অনুরোধেই সিনেমায় কাজ পেতেন ফারুক। কিন্তু সেই ফারুকই সালমান শাহ ও শাবনূরের নামে নানা মিথ্যা কথা ছড়াতেন সামিরার কাছে।
উল্লেখ্য, তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান। তার স্ত্রী সামিরা হক এটিকে আত্মহত্যা দাবি করলেও, সালমানের পরিবার বরাবরই বলেছে, এটি একটি পরিকল্পিত হত্যা।
সালমান শাহ মরদেহ কাটার লোমহর্ষক অভিজ্ঞতা জানালেন ডোম রমেশ
বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নিয়েছে। এরপর থেকেই বেরিয়ে আসছে এ নায়কের মৃত্যু ঘিরে একের পর এক ঘটনা। তারই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছেন মর্গে সালমানের মরদেহে ছরা চালানো সেই ডোম, রমেশ (ধর্মান্তরিত হয়ে সেকান্দার)। বর্তমানে অবসর যাপন করা এই ডোম সম্প্রতি সংবাদমাধ্যমকে সালমানের মরদেহ কাটার সেই লোমহর্ষক অনুভূতি প্রকাশ করেছেন।
অবিশ্বাস ও শোকের ভিড়
ডোম রমেশের কাছেও সালমান শাহ ছিলেন প্রিয় নায়ক। তিনি বলেন, “লাখ লাখ মানুষ সালমান শাহর ভক্ত ছিল, এতে কোনো সন্দেহ নেই। এদের মতো সে সময় আমিও ছিলাম একজন।”
মৃত্যুর দিনের স্মৃতি: ১৯৯৬ সালের সেই শুক্রবার (সরকারি ছুটি) তিনি মর্গে হাজার হাজার মানুষের ভিড় দেখেছিলেন। “চলচ্চিত্রের তখনকার নামিদামি নায়ক-নায়িকাসহ শোবিজ জগতের প্রায় সব মানুষজন মর্গের সামনে হাজার হাজার মানুষের ভিড়—সবাই অঝোরে কাঁদছে তাদের প্রিয় নায়ক সালমান শাহর জন্য।”
অবিশ্বাস: রমেশের কথায়, কেউ যেন তখনকার তুখোড় জনপ্রিয় সালমান শাহর মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছিলেন না।
মরদেহে ছুরি চালানোর অভিজ্ঞতা
রমেশ বলেন, তখন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ এত আধুনিক ছিল না। চিকিৎসকের নির্দেশে তাকেই ময়নাতদন্ত সম্পন্ন করতে হয়।
“আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই। ফরেনসিক চিকিৎসকের নির্দেশে ময়নাতদন্তের সময় সবকিছুই করতে হয়।”
৩৫ বছর চাকরি শেষে বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন এই ডোম। তিনি বলেন, “হাজার হাজার লাশ কেটেছি। কিন্তু সালমানের লাশে হাত দেওয়ার স্মৃতি ভোলার নয়।”
উল্লেখ্য, ১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু পরিবার এটিকে হত্যা বলে দাবি করে। অবশেষে গত ২০ অক্টোবর আদালত অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আমরা সালমান শাহকে হত্যা করেছি—রেজভী ফরহাদের সেই জবানবন্দি
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলায় অভিযুক্ত ১১ জন আসামির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এ বিষয়ে রমনা থানা পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমে বলেন, “সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শিগগির অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
লোমহর্ষক জবানবন্দি ও চুক্তির তথ্য
আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের পর থেকেই নতুন করে আলোচনায় এসেছেন মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ওরফে ফরহাদ। ১৯৯৭ সালে ১৬৪ ধারায় দেওয়া তার জবানবন্দি অনুযায়ী:
স্বীকারোক্তি: রেজভী ফরহাদ বলেছিলেন, “আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম।”
হত্যা চুক্তি: তার জবানবন্দিতে বলা হয়, সালমান শাহ্র মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যা চুক্তি, যা করেছিলেন সালমান শাহ্র শাশুড়ি লতিফা হক লুসি। এই চুক্তিতে চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদও ছিলেন।
আসামিদের তালিকা
হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
হত্যা না আত্মহত্যা? সালমান শাহ্র মৃত্যুর ২৯ বছর পর ফ্ল্যাটের দৃশ্য ভাইরাল
বাংলা সিনেমার আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র—সালমান শাহ, চিরঅমর এক নাম। তাঁর মৃত্যুর ২৯ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই পুরনো রহস্য। সম্প্রতি আদালতের নির্দেশে সেই ফ্ল্যাটে তদন্তে যায় রমনা থানা পুলিশ। ২৯ বছর আগে সিলগালা করে দেওয়া ইস্কাটন প্লাজার সেই বাসাটির ভেতরের দৃশ্য এবার ভিডিও আকারে প্রকাশ পেয়েছে। বহু বছর পর প্রকাশিত এই ফুটেজ ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
হত্যার মামলা ও আসামিরা
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, ঢাকার ইস্কাটনের সেই বাসা থেকেই সালমান শাহ্র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সরকারি তদন্তে এটিকে অপমৃত্যু হিসেবে চিহ্নিত করা হলেও, পরিবার ও ভক্তদের দাবি—এটি সুপরিকল্পিত হত্যা।
মামলার পটভূমি: নায়কের মামা আলমগীর কুমকুমের আবেদনের প্রেক্ষিতে আদালত অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের আদেশের পরই সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রমনা থানায় মামলা দায়ের করা হয়।
তদন্ত শুরু: আদালতের নির্দেশে রমনা থানা পুলিশ নতুনভাবে তদন্তে নেমেছে। তদন্তের অংশ হিসেবে তারা ঘুরে দেখেছে ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাটটি—যেখানে নব্বই দশকে স্ত্রী সামিরা হককে নিয়ে বসবাস করতেন সালমান শাহ।
আসামিরা: নতুন মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহ্র স্ত্রী সামিরা হককে। এ ছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম।
পরিবারের প্রত্যাশা
মামলা প্রসঙ্গে সালমান শাহ্র ঘনিষ্ঠজন আলমগীর কুমকুম বলেন, “সালমান শাহ্র বাবা একসময় চেয়েছেন তার ছেলের মৃত্যুর সঠিক বিচার হোক। আজ এতদিন পর হলেও আমরা সত্যের পথে এক ধাপ এগোলাম। ইনশাআল্লাহ, প্রমাণ হবে—এটা হত্যা।”
দেশের সবচেয়ে প্রিয় নায়কের মৃত্যু রহস্য নিয়ে ২৯ বছরের জটিলতার পর অবশেষে নতুনভাবে তদন্ত শুরু হয়েছে। এখন প্রশ্ন—হত্যা নাকি আত্মহত্যা, কোন সত্য প্রকাশ পেতে যাচ্ছে?
সালমান শাহ হত্যা মামলা: নতুন করে আসামি হলেন যারা
ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ্র মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে এই মামলা দায়ের করা হয়।
মামলার আসামি ও এজাহার
মঙ্গলবার (২১ অক্টোবর) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার এজাহারে আসামি হিসেবে রয়েছেন:
সালমান শাহ্র স্ত্রী সামিরা হক।
ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই।
লতিফা হক লুসি।
চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।
মোট ১১ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও এজাহারে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ আইনি লড়াই
সালমান শাহ্র ঘনিষ্ঠজন আলমগীর কুমকুম বলেন, “সালমান শাহ্র বাবা... জীবিত অবস্থায় অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের জন্য অনেক চেষ্টা করেছেন। এখন এত দিন পর মামলা হয়েছে। ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে হত্যা, আত্মহত্যা নয়।”
আদালতের নির্দেশ: এর আগে, সালমান শাহ্ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন।
পিবিআইয়ের প্রতিবেদন: ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ্র মরদেহ উদ্ধারের পর দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। তবে শুরু থেকেই নীলা চৌধুরী এই প্রতিবেদনের বিরোধিতা করে আসছেন।
পাঠকের মতামত:
- একই দিনে নির্বাচন ও গণভোট? জুলাই সনদ বাস্তবায়নে কঠিন দ্বিধায় অন্তর্বর্তী সরকার
- ফখরুলের অভিযোগ: অন্তর্বর্তী সরকার আস্থার সেতু ভেঙে দিয়েছে
- শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
- অনন্য মামুনের পোস্টে ঢালিউডে তামান্না ভাটিয়ার সম্ভাব্য আগমন
- নিজ দেশে ইসরায়েলিদের বিক্ষোভ
- ডা. জাকির নায়েক ঢাকায় আসছেন, ভারতের দাবি হস্তান্তরের
- রক্তদান শুধু মানবসেবা নয়, এটি এক মহৎ ইবাদত
- জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ড. গালিবের সতর্কবার্তা
- পারমাণবিক অস্ত্র নিয়ে ফের উত্তেজনায় ট্রাম্প ও ইরান
- জান্নাত-জাহান্নামের রহস্য উন্মোচন কুরআনের আলোকে
- তুরস্ক-কাতারের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন শান্তির বার্তা
- দেশের ২১ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস
- স্বাক্ষরের পরে বিপক্ষে অবস্থান জুলাই সনদ নিয়ে বিএনপিকে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর
- দীর্ঘ বৈঠকের পর যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান
- সৌদি আরবে ওমরাহ ভিসা নিয়ে কড়াকড়ি ১ নভেম্বর থেকে কার্যকর নতুন নিয়ম
- সামরিক শাসন থেকে সংসদীয় ব্যবস্থা বাংলাদেশে গণভোটের অতীত জানা-অজানা
- শয়তানের আক্রমণ থেকে বাঁচুন রাতে ঘুমানোর আগে যে দোয়া পড়তেন নবীজি (সা.)
- ঘুমের ওষুধ নয় অনিদ্রা দূর করবে আপনার রান্নাঘরের ৬ খাবার
- ৩১ অক্টোবর বাংলাদেশের প্রধান অঞ্চলের নামাজের সময়সূচি
- সামরিক প্রস্তুতি লেবাননে ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় প্রেসিডেন্টের কঠোর নির্দেশ
- শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা শিশুদের দল: সামান্তা
- রেকর্ড বৃদ্ধি পরদিনই দরপতন শুক্রবার থেকে কার্যকর হবে নতুন স্বর্ণের মূল্য
- অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে অনুমোদন পেল নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ
- আমরা কীভাবে কী করব, বুঝতে পারছি না: আসিফ নজরুল
- ৩০ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ৩০ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ৩০ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- এনসিপি সমন্বয়কের হুঁশিয়ারি গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায়ভার প্রধান উপদেষ্টার
- উন্মোচিত হল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সত্যতা
- এক শতাব্দী পর সৈকতে ভেসে এলো প্রথম বিশ্বযুদ্ধের বোতলবন্দি চিঠি
- ঐকমত্য কমিশনের সুপারিশ একপাক্ষিক ও জাতির সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল
- বিটিআরসি'র নতুন নিয়ম ১৬ ডিসেম্বর থেকে: আপনার ফোন বৈধ কিনা, জেনে নিন প্রক্রিয়া
- কর্মসংস্থানকে কেন্দ্রে রেখে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য তারেক রহমানের
- গণভোটের দাবিতে নির্বাচন কমিশনের কাছে ৮ দলের ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ
- বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার প্রকাশিত
- ওয়ান ব্যাংক পিএলসি-এর Q3 ২০২৫ আর্থিক ফলাফল প্রকাশ
- ফ্রিজে ঘন ঘন বরফ জমছে? স্থায়ী সমাধান দেবে ৩টি সহজ টিপস
- ফ্রিজে ঘন ঘন বরফ জমছে? স্থায়ী সমাধান দেবে ৩টি সহজ টিপস
- RELIANCINS-এর Q3 ২০২৫ আর্থিক ফলাফল প্রকাশ
- উচ্চ রক্তচাপই স্ট্রোকের ঝুঁকি বাড়ায়: জীবন রক্ষায় প্রতিরোধের উপায়গুলি জেনে নিন
- GSP ফাইন্যান্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে কি বিশ্ব? ট্রাম্পের নির্দেশে বাড়ছে উদ্বেগ
- মেঘনা ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ট্রাম্প-শি আলোচনা সম্পন্ন: বৈঠকের পর কী বড় সিদ্ধান্ত এলো?
- IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফরের মধ্যেই প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর নতুন হামলা
- বাণিজ্য উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র-চীনের ঐতিহাসিক চুক্তি
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর!
- রাজনীতি, নির্বাসন ও নৈতিকতা: শেখ হাসিনার সাক্ষাৎকার দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে কোথায় নিচ্ছে
- ছবি, ভিডিও আর ভয়ের ব্যবসা: অনলাইনে হানিট্র্যাপের অন্ধকার দুনিয়া
- IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ইতিহাসের পাতায় আজ: ৩০ অক্টোবর - বিজয়, বিপ্লব আর বেদনার দিন
- ২৮ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- ২৯ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ঘূর্ণিঝড় ‘মন্থা’ প্রভাবে ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- রাসুল (সা.) কেন অন্যের পাপকাজ প্রকাশ করতে নিষেধ করেছেন?
- আজকের বাজারের সেরা এবং খারাপ পারফরমার: লাভের সম্ভাবনা কোথায়?
- রিলায়েন্স ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
- ২৮ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ২৭ অক্টোবরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- মেট্রোরেল দুর্ঘটনায় বাবা হারানো: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে স্ত্রীর আকুল আবেদন
- GSP ফাইন্যান্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ








