'জুলাই বিদ্রোহের নেতাদের অপমান নয়’—আসিফ নজরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ০১:০৬:৩৭
'জুলাই বিদ্রোহের নেতাদের অপমান নয়’—আসিফ নজরুল

সত্য নিউজ: জুলাই বিদ্রোহের অন্যতম নেতাদের একজন হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আজকের দিনে বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পদায়নের দাবিতে চলা আন্দোলনে সজীবকে “অপমান” করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বিশ্লেষক ড. আসিফ নজরুল।

তিনি লিখেছেন, “You may disagree with them, you may criticise them, but please don't insult the leaders of July Uprising!” অর্থাৎ, আপনি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, তাদের সমালোচনা করতেও পারেন—কিন্তু জুলাই বিদ্রোহের নেতাদের অপমান করবেন না।

আন্দোলনের প্রেক্ষাপটে আসিফ নজরুলের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন, যেখানে নেতৃত্বের মর্যাদা রক্ষা ও ঐতিহাসিক আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে জোরালো আলোচনা। অনেকেই বলছেন, একজন পরীক্ষিত ছাত্রনেতা ও অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা সজীব ভূইয়া আওয়ামী সরকারের পতনের পর অনেকদিন ধরেই নিবেদিতভাবে দেশের জন্যকাজ করছেন। এমন একজন উপদেষ্টাকে জনসম্মুখে অপমান করা আন্দোলনের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

এই ঘটনায় এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন বিভাজন দলীয় সংহতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ