অনুমোদন মিলেছে এস আলমের বিরুদ্ধে দুদকের দুই মামলার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ২৩:২২:৪৩
অনুমোদন মিলেছে এস আলমের বিরুদ্ধে দুদকের দুই মামলার

সত্য নিউজ:ভুয়া ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ব্যাংক ঋণ নিয়ে ১১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই মামলায় তাকে ছাড়াও ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য সহযোগীসহ মোট ৬৮ জনকে আসামি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, এক মামলায় এস আলম ও আরও ৩৬ জন এবং অপর মামলায় ৩১ জনের নাম রয়েছে। দুটি মামলাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির জুবিলি রোড ও আন্দরকিল্লা শাখার সঙ্গে জড়িত। ভুয়া প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ মঞ্জুর করে পরে তা এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে সরিয়ে ফেলা হয়।

প্রথম মামলার অভিযোগ অনুযায়ী, ‘মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের এক নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ২০১২ সালে ৭২ কোটি টাকা হাইপো ও ৮০ কোটি টাকা এলসি সীমা অনুমোদন করা হয়। পরবর্তীতে ভুয়া নথিপত্র ও অসত্য তথ্য দেখিয়ে এ ঋণ সীমা বাড়িয়ে ৪৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়। মোট ৫৪৯ কোটি টাকা এভাবে আত্মসাৎ করা হয়েছে।

অন্য মামলায় ‘মেসার্স হুদা এন্টারপ্রাইজ’-এর নামে মাত্র ৪৫ কোটি টাকার অনুমোদিত ঋণসীমা থাকা সত্ত্বেও সময়ের সাথে সাথে নিয়মবহির্ভূতভাবে তা ৫৫৩ কোটি টাকায় উন্নীত করা হয় এবং পুরো অর্থ আত্মসাৎ করা হয়। এ টাকার বড় একটি অংশ পরে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।

দুদক জানায়, এস আলম গ্রুপের সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানে ১৩০ কোটি টাকা সরাসরি স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে। এসব কার্যক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের শাখাগুলো ব্যবহার করা হয়।

এই মামলাগুলো বাংলাদেশের করপোরেট দুর্নীতি ও ব্যাংক খাতে দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। দুদক সূত্রে আরও জানা যায়, মামলাগুলো শিগগিরই তদন্ত পর্বে যাবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ