ঢাকায় বিএনপি কর্মীর ওপর সন্ত্রাসী হামলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ২২:৫৮:০৫
ঢাকায় বিএনপি কর্মীর ওপর সন্ত্রাসী হামলা

সত্য নিউজ: রাজধানীর সেন্ট্রাল রোডে সন্ত্রাসীদের হামলায় বিএনপির এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতের নাম সাইফ হোসেন মুন্না (৩৫), যিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ভূতের গলির প্রবেশমুখে মুন্নাকে কুপিয়ে জখম করে চার যুবক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন নামে এক যুবক তার পথরোধ করেন। এরপর মোটরসাইকেলে এসে এমসি শুভ, রানা ও মোবারক তাকে হামলা করে। শুভ কালো পাঞ্জাবি ও হেলমেট পরে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকেন।

মুন্না দৌড়ে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ফেলে এবং তার হাত-পায়ে গভীর ক্ষত তৈরি করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সেন্ট্রাল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল ঘুরিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্র ও দলীয় নেতারা জানান, অভিযুক্ত এমসি শুভ একসময় যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকলেও কয়েক মাস আগে থানায় হামলা করে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। শুভ সাবেক যুবদল নেতা শাহ আলম সৈকতের অনুসারী বলেও জানা গেছে।

অন্যদিকে, ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়দের অভিযোগ ঘটনার পরও হামলাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ বলছে, এখনও লিখিত অভিযোগ না এলেও অভিযুক্তরা নজরদারিতে রয়েছে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, “যারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, তারা আমাদের দলের কেউ নয়। আমি ইতোমধ্যে জানিয়ে দিয়েছি তারা বহিষ্কৃত। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

শাহ আলম সৈকতও বলেন, “এই হামলাকারীরা বিএনপির ছত্রচ্ছায়ায় নয়, বরং দলের নাম ভাঙিয়ে অপরাধ করছে। আমি থানাকে নির্দেশ দিয়েছি দ্রুত মামলা নেওয়ার জন্য।”

এদিকে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ জানিয়েছেন, “ঘটনার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের নজরদারিতে রাখা হয়েছে। মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকের মতামত:

ট্যাগ: বিএনপি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ