নুসরাত আওয়ামী বলয়ের ‘মক্ষিরানী’- পিনাকী 

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ২০:১৮:৩৪
নুসরাত আওয়ামী বলয়ের ‘মক্ষিরানী’- পিনাকী 

সত্য নিউজ: বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ফারিয়াকে “একজন ফ্যাসিস্ট এনেবলার” বলে আখ্যায়িত করেছেন এবং তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন।

পিনাকির ভাষ্য অনুযায়ী, এক সময়ের একটি সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হতে চান। এমনকি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর আর কোনো অভিনয় না করলেও তার আফসোস থাকবে না—এমন কথাও জানিয়েছিলেন ফারিয়া।

এই বক্তব্যকে শুধুমাত্র একজন অভিনেত্রীর অনুভব নয় বরং “একজন ফ্যাসিস্ট নেত্রীকে পদতলে অর্ঘ্য অর্পণ” হিসেবে উল্লেখ করেন পিনাকি। তিনি লিখেছেন, “এটা তার পর্দা ইমেজ নয়, বরং একজন স্বৈরাচারকে পূজা করা। যারা ক্ষমতাসীন দলের শক্তির বলয়ে ঘোরাফেরা করে, তাদের একজন নুসরাত ফারিয়া।”

তিনি আরও বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফারিয়ার গণভবনে উপস্থিত থাকা প্রমাণ করে যে তিনি কেবল সাংস্কৃতিক অঙ্গনের কেউ নন, বরং আওয়ামী রাজনৈতিক বলয়ের একজন সক্রিয় মুখ।”

এছাড়াও ফারিয়ার সঙ্গে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পিনাকি, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে— কেউ পিনাকির মন্তব্যকে সাহসিকতার প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ একে অতি বাড়াবাড়ি ও ব্যক্তিগত আক্রমণ বলে মনে করছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ