বিএনপির লোক দরকার?‘আ.লীগ থেকে আমদানি কেন!’- সালাউদ্দিন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৯:৪৪:০৯
বিএনপির লোক দরকার?‘আ.লীগ থেকে আমদানি কেন!’- সালাউদ্দিন

সত্য নিউজ:“বিএনপির কি এত আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে?”—সোমবার বিকেলে সিলেটের শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে, না থাকলে তা হুমকিতে পড়বে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়—এটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পাহারাদার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রকৃত জনগণ ১৯ কোটির বেশি। তাদের অনেকেই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। যারা এই আদর্শে বিশ্বাস করেন, তারাই বিএনপির প্রকৃত সদস্য। আমাদের ডিএনএতে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকার নিহিত। অথচ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার প্রতীক। তাদের কাছ থেকে কাউকে আমদানি করে বিএনপি নয়।”

সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ আনেন। বলেন, “গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ তাদের বিতাড়িত করেছে। তারা ইতিহাসের অন্যতম গণহত্যাকারী দল, এখন রাজনৈতিকভাবে মৃত। যারা গুম, খুন আর নিপীড়নের জন্য দায়ী, তাদের একদিন কাঠগড়ায় দাঁড়াতেই হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ। পরিচালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বক্তব্য রাখেন এম. রাসেদুজ্জামান মিল্লাত, ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, কলিম উদ্দিন আহমদ মিলন ও শাম্মী আক্তার।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের এ বক্তব্য বিএনপির অভ্যন্তরীণ মতপার্থক্য ও সাংগঠনিক সংকটের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ