একইমঞ্চে সম্মাননা পেলেন দুই বোন মেহজাবিন ও মালাইকা চৌধুরী

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৮:৫৩:৩৭
একইমঞ্চে সম্মাননা পেলেন দুই বোন মেহজাবিন ও মালাইকা চৌধুরী

সত্য নিউজ: দীর্ঘ প্রায় দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে বহুবার সম্মাননায় ভূষিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে এবার তার জন্য বিশেষ একটি মুহূর্ত হয়ে থাকলো একই মঞ্চে সম্মাননা পেলেন তার ছোটবোন মালাইকা চৌধুরীও। অভিনয়ে নবাগত হলেও মালাইকা তার প্রথম নাটক দিয়েই আলোচনায় উঠে আসেন। আর সেই একমাত্র নাটকের জন্যই বড় বোনের সঙ্গে একই আয়োজনে তাকে সম্মানিত করা হয়।

সম্প্রতি ‘গ্রীন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ নামক এক সম্মাননা অনুষ্ঠানে দুই বোনকেই সংবর্ধিত করে ‘সম্পূর্ণা বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে এবং সভাপতি স্বর্ণলতা দেবনাথ। অনুষ্ঠানটি ১৮ মে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হয়। আয়োজনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

এই সম্মাননায় আরও যারা ভূষিত হন তাদের মধ্যে রয়েছেন গায়িকা তানজিন মিথিলা, ফ্যাশন হাউজ ‘গয়না বাকসো’র প্রতিষ্ঠাতা টুম্পা ফেরদৌস, ‘সেলিব্রিটিস চয়েজ’ ও ‘তিশাস বিউটি হাব’র কর্ণধার ফারহানা সামাদ তিশা, গায়িকা কোনাল, এবং অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান।

সম্মাননা পেয়ে আবেগাপ্লুত মেহজাবিন চৌধুরী বলেন, “এতো চমৎকার আয়োজনে আমাকে এবং আমার বোনকে সম্মানিত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত এবং গর্বিত।” অন্যদিকে, ফারহানা সামাদ তিশা বলেন, “সুব্রত দাদা ও স্বর্ণলতা দেবনাথকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এতো নান্দনিকভাবে সম্মাননায় ভূষিত করায়।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ