নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে ঢালিউডে উত্তাল প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৫:৫৫:১৯
নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে ঢালিউডে উত্তাল প্রতিক্রিয়া

সত্য নিউজঃ চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় ঢালিউড অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু শিল্পী ও নির্মাতা সোচ্চার হয়েছেন, তবে অনেকেই নীরবতা পালন করছেন।

গত রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফারিয়ার গ্রেপ্তারকে "লজ্জাজনক" বলে মন্তব্য করেন। তিনি বলেন, "ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না।"

অভিনেতা খায়রুল বাশার বলেন, "তিনি অভিনেত্রী। তাঁর কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই তাঁর কাজ।" তিনি আরও বলেন, "অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। যদি তাই হয়, তবে নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে।"

পরিচালক শিহাব শাহীন বলেন, "অবিশ্বাস্য এক আজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক।" তিনি আরও বলেন, "একটি চলচ্চিত্রে অভিনয় করে দোসর হয়ে গেল।"

র‍্যাপার মাহমুদ হাসান তাবীব বলেন, "নুসরাত ফারিয়া কোনো সহিংসতা চালাননি, তিনি কোনো মিছিলেও ছিলেন না।" তিনি আরও বলেন, "তিনি বুঝতে পারেননি শিল্পীদের কোনো রাজনীতিতে ঘেঁষতে নেই।"

অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, "নুসরাত ফারিয়া একজন শিল্পী। সে 'মুজিব' সিনেমায় অভিনয় করেছে। আরও অনেক শিল্পীই অভিনয় করেছে।" তিনি আরও বলেন, "তাহলে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে?"

পরিচালক আশফাক নিপুণ বলেন, "এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে।" তিনি আরও বলেন, "চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।"

তবে ঢালিউডের অনেক শীর্ষস্থানীয় তারকা ও সংগঠন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নীরবতা চলচ্চিত্র অঙ্গনের মধ্যে বিভাজন ও মতপার্থক্যের ইঙ্গিত দেয়।

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাবাসের ঘটনা ঢালিউডে মতপ্রকাশের স্বাধীনতা ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে শিল্পীদের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া ও সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ