দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৪:০৩:২৯
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪

সত্য নিউজ:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের বেঙপুকুর এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের রোড কলোনি এলাকার বাসিন্দা ও মাইক্রোবাসচালক মানিক হোসেন (৪২), সদর উপজেলার হাজীপাড়ার দেলোয়ার হোসেন (৪৫), বালিয়াডাঙ্গীর বোয়ালদাড় গ্রামের ইমরুল হাসান (৪৩) এবং রানিশংকৈলের মালিভিটা গ্রামের জুলফিকার আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে তিনজন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হিসাবরক্ষণ দপ্তরের কর্মকর্তা ছিলেন। তারা রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে ভোরে মাইক্রোবাসে রওনা হন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। গুরুতর আহত চারজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গফুর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি হাইওয়ে পুলিশ তদন্ত করছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মহাসড়কে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ