অরল্যান্ডো সিটির কাছে বিধ্বস্ত মেসি-সুয়ারেজরা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১১:৩২:৪৩
অরল্যান্ডো সিটির কাছে বিধ্বস্ত মেসি-সুয়ারেজরা

সত্য নিউজ: বাজে সময় যেন পিছু ছাড়ছে না লিওনেল মেসির দল ইন্টার মায়ামির। মেজর লিগ সকারে (এমএলএস) সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতেই জয়শূন্য থাকার পাশাপাশি পাঁচটিতে হেরেছে দলটি। সর্বশেষ ধাক্কাটা আরও বড়—নগরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলের লজ্জাজনক হার।

ফ্লোরিডা ডার্বির এই ম্যাচে মেসির একমাত্র ‘অর্জন’ ৭৫ মিনিটে দেখা একটি হলুদ কার্ড। খেলার পর হতাশা লুকাননি আর্জেন্টাইন মহাতারকা। অ্যাপল টিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, "এখনই সময় বুঝে নেওয়ার—আমরা সত্যিকার অর্থে কতটা দল হিসেবে ঐক্যবদ্ধ। কারণ সহজ সময়ে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু কঠিন সময়ে আসল চেহারা প্রকাশ পায়।"

ঘরের মাঠে বল দখল এবং শটে এগিয়ে থাকলেও ফলাফলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। বলের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণে রাখলেও ২১টি শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে অরল্যান্ডো সিটির ১৬টি শটের ৮টিই ছিল লক্ষ্যে, যার মধ্যে ৩টি গিয়েছিল জালে।

ম্যাচের প্রথম গোলটি আসে ৪৩ মিনিটে লুইস মুরিয়েলের পা থেকে। বিরতির পর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো পাসালিক। শেষ মুহূর্তে দাগুর দন থরহালসন যোগ করা সময়ে তৃতীয় গোল করে মায়ামিকে পুরোপুরি বিধ্বস্ত করেন।

এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে গেছে মেসিদের দল। ১৩ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ৩ হারে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। অপরদিকে এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে গেছে অরল্যান্ডো সিটি।

পাঠকের মতামত:

ট্যাগ: মেসি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ