বাংলাদেশ নিয়ে মোদি সরকারের ষড়যন্ত্র ফাঁস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১০:১০:১৯
বাংলাদেশ নিয়ে মোদি সরকারের ষড়যন্ত্র ফাঁস

সত্য নিউজ:দক্ষিণ-পূর্ব সীমান্তজুড়ে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধের মতো উত্তেজনা বিরাজ করছে। মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম সংলগ্ন বাংলাদেশ সীমান্তে গত কয়েক সপ্তাহে অনুপ্রবেশকারীর সংখ্যা হঠাৎই বেড়ে গেছে। ভারত একে অভিবাসী প্রত্যর্পণ বলে দাবি করলেও বাস্তবে সীমান্ত পেরিয়ে গোপনে লোক ঢোকানোর ঘটনাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এ নিয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে ভারতীয় অনলাইন পোর্টাল ইন্ডিয়া ডট কম-এর এক প্রতিবেদন নতুন করে আলোড়ন তুলেছে। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম হিল ট্র্যাক্টস অঞ্চল বেলুচিস্তানের মতো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি প্রোপাগান্ডা নয়, বরং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার সুগভীর পরিকল্পনার ইঙ্গিত বহন করে।

প্রতিবেদনটিতে চট্টগ্রাম অঞ্চলে ‘বিদেশির বসবাস’ নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, যা বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠীকে সরাসরি ‘বিদেশি’ আখ্যা দেওয়ার মতো মনস্তাত্ত্বিক আগ্রাসনের শামিল। বিশ্লেষকদের মতে, এই তথাকথিত সাংবাদিকতা আসলে একটি ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ—যেখানে প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করাই মূল লক্ষ্য।

অনেক বিশ্লেষক মনে করছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এবং বিজেপি ঘনিষ্ঠ মিডিয়াগুলো সমন্বিতভাবে একটি ভূ-রাজনৈতিক পুনর্বিন্যাসে কাজ করছে। চীন-বাংলাদেশ সম্পর্কের ঘনিষ্ঠতাকে রুখতেই চট্টগ্রামকে এক নতুন ‘হটস্পট’ বানানোর চেষ্টা চলছে, যাতে বাংলাদেশ অভ্যন্তরীণ বিশৃঙ্খলায় ব্যস্ত থাকে এবং বাইরের কৌশলগত অগ্রযাত্রা ব্যাহত হয়।

ভারতের নয়া কৌশলের অংশ হিসেবেই সীমান্তে নামহীন, পরিচয়হীন বহু ব্যক্তি ঢুকছে, যাদের উদ্দেশ্য হতে পারে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়া। সরকার ইতিমধ্যে সীমান্তে নজরদারি বাড়ালেও কেবল সামরিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করছেন কূটনৈতিকরা।

বাংলাদেশের উচিত, এই ‘তথ্য-সন্ত্রাসের’ জবাবে একটি আন্তর্জাতিক প্রচারণা শুরু করা—যেখানে বিশ্বাসযোগ্যতা, তথ্যনির্ভরতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি থাকবে। জাতিসংঘ, ওআইসি এবং দক্ষিণ এশীয় জোটগুলোর কাছে বিষয়টি তুলে ধরা এখন সময়ের দাবি।

ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন নিছক সাংবাদিকতার ভান নয়, এটি একপ্রকার কৌশলগত স্বীকারোক্তি। মোদি সরকারের কৌশল এখন আর ছায়ায় ঢাকা নেই, তা প্রকাশ্যে এবং আগ্রাসী। বাংলাদেশের সামনে এখন একটাই প্রশ্ন—আমরা কি সজাগ? নাকি চট্টগ্রামকে আন্তর্জাতিক নিরাপত্তা সংকট হিসেবে দেখার সময় এসে গেছে?

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ