অল্প রানে অলআউট বাংলাদেশ, আফগানদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৮ ২১:৪২:২১
অল্প রানে অলআউট বাংলাদেশ, আফগানদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতায় অলআউট হয়েছে বাংলাদেশ। ১০১ রানের একটি দারুণ জুটি হওয়ার পরেও টাইগাররা ৪৭.৫ ওভারে ২১১ রানে গুটিয়ে যায়।

ব্যাটিং বিপর্যয় ও পার্টনারশিপ

বাংলাদেশের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ওপেনার তানজিদ তামিম ১০ রান করে এবং নাজমুল শান্ত মাত্র ২ রান করে দ্রুত সাজঘরে ফেরেন। এরপর অভিষিক্ত সাইফ হাসান কিছুটা ভরসা দেন, তবে ৩৭ বলে ২৬ রান করে তিনিও বিদায় নেন।

দলীয় ৫৩ রানে সাইফ ফেরার পর ব্যাটিংয়ের হাল ধরেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী মিরাজ। দুজনে মিলে ১০১ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। হৃদয় ৮৫ বলে ৫৬ রান করে দুর্ভাগ্যজনকভাবে ভুল বোঝাবুঝিতে রান আউট হন। এর কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন অধিনায়ক মিরাজ, যার ব্যাট থেকে আসে ৮৭ বলে ৬০ রানের ইনিংস। এরপর আর কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেননি, জাকের আলী করেন ১০ রান।

বোলিংয়ে আজমতউল্লাহ ও রশিদ খানের দাপট

বাংলাদেশের ইনিংসে প্রথম ধাক্কা দেন আফগান পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই, যিনি তামিম, শান্ত ও তানজিম সাকিবকে তুলে নেন। তবে ইনিংসে কোমর ভেঙে দেন লেগ স্পিনার রশিদ খান। তার একই লেন্থের গুগলি পড়তে না পেরে একইভাবে লেগ বিফোর হন মিরাজ, জাকের ও সোহান। ডানহাতি অফ স্পিনার আল্লাহ গজনফর তুলে নেন শেষের দুই উইকেট।


আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে: টিভিতে ছাড়াও মোবাইলে দেখবেন যেভাবে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৮ ১৫:৪৭:৫৩
আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে: টিভিতে ছাড়াও মোবাইলে দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

সফল টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দৃষ্টি টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও আফগানদের হোয়াইটওয়াশ করার দিকে।

পরিসংখ্যান ও অভিষেক

ওয়ানডে ফরম্যাটে পরিসংখ্যানেও আফগানদের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে খেলে বাংলাদেশ ১১টিতে জয় পেয়েছে, বিপরীতে আফগানিস্তান জিতেছে ৮টি ম্যাচে। এই ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে দুই দলের দেখা হয়েছিল, যেখানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।

এই সিরিজের মধ্য দিয়ে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হতে পারে সাইফ হাসানের। টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে তিনি ছিলেন দুর্দান্ত। তার ঝোড়ো ইনিংস আলাদা নজর কেড়েছে। ধারণা করা হচ্ছে, প্রথম ওয়ানডেতেই অভিষেক হতে পারে সাইফের।

বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার দিক থেকেও এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আইসিসির বর্তমান ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের সেরা আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ফলে এই সময়ে সেরা আটে থাকতে না পারলে দেশের ক্রিকেটের জন্য তা বড় ধাক্কা হবে।

আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া মোবাইল এবং অনলাইনেও ম্যাচটি উপভোগ করা যাবে ট্যাপম্যাডের মাধ্যমে।


আর্সেনালের মাঠে লিয়ঁর প্রতিশোধ, বার্সার ঝড়ে উড়ে গেল বায়ার্ন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৮ ১২:৫২:৪০
আর্সেনালের মাঠে লিয়ঁর প্রতিশোধ, বার্সার ঝড়ে উড়ে গেল বায়ার্ন
ছবিঃ সংগৃহীত

নারী চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ সূচনা করেছে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি—লিয়ঁ ও বার্সেলোনা। মঙ্গলবার রাতে লন্ডনে আর্সেনালের মাঠে লিয়ঁর হাইতির তারকা মেলচি ডুমর্নে দুই গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। অন্যদিকে, কাতালান জায়ান্ট বার্সেলোনা বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়েছে রীতিমতো গোল-বন্যায়—৭-১ ব্যবধানে।

গত মৌসুমে আর্সেনাল ইউরোপ মাতিয়ে দিয়েছিল। সেমিফাইনালে লিয়ঁকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে তারা বার্সেলোনাকেও হারিয়ে ১৮ বছর পর প্রথম ইংরেজ দল হিসেবে নারী চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে। কিন্তু এবার মৌসুমের শুরুটা মোটেও তাদের পক্ষে যায়নি। নারী সুপার লিগে খারাপ ফর্মের ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগেও হোঁচট খেল তারা, যা সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার আশা কিছুটা জটিল করে তুলেছে।

তবু ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। সপ্তম মিনিটেই আর্সেনালের আলেসিয়া রুসোর নিখুঁত ফিনিশে দলটি এগিয়ে যায়। কিন্তু এরপরেই পাল্টে যায় খেলার চিত্র। গোলরক্ষক ডাফনি ভ্যান ডমসেলার-এর একটি ভুল পাসে সুযোগ পেয়ে যান লিয়ঁর ফরোয়ার্ড ডুমর্নে। প্রথম চেষ্টায় বাঁচালেও রিবাউন্ডে তিনি গোল করে ম্যাচে সমতা ফেরান। মাত্র পাঁচ মিনিট পর আবারও আর্সেনালের রক্ষণভাগের ভুলে বল পেয়ে চমৎকার এক শটে জালের উঁচু কোণে বল পাঠান এই হাইতির তারকা। তার জোড়া গোলেই নিশ্চিত হয় লিয়ঁর প্রতিশোধমূলক জয়।

অন্যদিকে, বার্সেলোনা যেন গোল উৎসবে মাতল। মাত্র চার মিনিটেই আলেক্সিয়া পুতেলাসের দুর্দান্ত কার্ভ শটে এগিয়ে যায় দলটি। এরপর এভা পাজোর ও এসমে ব্রুগ্টসের গোলে ৩-০ তে লিড নেয় কাতালানরা। এক পর্যায়ে ক্লারা বুহল একটি গোল শোধ করলেও সালমা পারালুয়েলো বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ান। বিরতির পর আবারও জালের দেখা পান পাজোর। শেষ দিকে ক্লাউডিয়া পিনা করেন জোড়া গোল। মাঝমাঠে সদ্য ব্যালন ডি’অরজয়ী আইতানা বনমাতির দারুণ নেতৃত্বে বার্সা প্রমাণ করেছে, কেন তারা এখনো ইউরোপের সেরা দলগুলোর মধ্যে অন্যতম।

দিনের অন্যান্য ম্যাচে, ইতালির জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে বেনফিকাকে, যেখানে দু’টি গোলই করেন চেচিলিয়া সালভাই। ফ্রান্সের প্যারিস এফসি ২-২ গোলে ড্র করেছে লুভেনের সঙ্গে।

বুধবারের খেলায় মুখোমুখি হবে ইংল্যান্ডের চেলসি ও নেদারল্যান্ডসের এফসি টুয়েন্টে, আর জার্মান জায়ান্ট উলফসবুর্গের প্রতিপক্ষ হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

উল্লেখ্য, এই মৌসুমে নারী চ্যাম্পিয়নস লিগে অংশ নিচ্ছে ১৮টি দল। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে শীর্ষ চার দল, আর ৫ থেকে ১২ নম্বরে থাকা দলগুলো প্লে-অফে লড়বে শেষ আটে জায়গা করে নেওয়ার জন্য।

-আশরাফুল ইসলাম


সিরিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৮ ১২:৩৫:০৮
সিরিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দল
ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের গ্রাউন্ড-১ এ অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের দাপুটে পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখে দলটি। তাদের সংগঠিত রক্ষণভাগ ও সৃজনশীল মধ্যমাঠ সিরিয়ার আক্রমণভাগকে একেবারেই নিষ্ক্রিয় করে রাখে। নির্ধারিত সময়ের মধ্যে দুটি নিখুঁত গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে মেয়েরা, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

আজ (শনিবার) একই মাঠে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই দুটি ম্যাচই আসন্ন এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জর্ডানে। আগামী ১৩ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে লাল-সবুজের কিশোরীরা। এরপর ১৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হবে চাইনিজ তাইপে।

এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দলটি আমিরাতে পৌঁছানোর পর থেকেই নিবিড় অনুশীলনে ব্যস্ত। প্রধান কোচ একেএম সাইফুল বারি টিটুর তত্ত্বাবধানে সোমবার রাতে দলটি সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং গ্রাউন্ড–২ এ দ্বিতীয় অনুশীলন সেশন সম্পন্ন করে। টিটু জানান, “মেয়েরা আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী। ম্যাচে তাদের সমন্বয় ও মনোবল বেশ উন্নত হয়েছে, যা মূল প্রতিযোগিতায় বড় পার্থক্য গড়ে দিতে পারে।”

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের বর্তমান স্কোয়াডে রয়েছেন—

মেঘলা রানি, শিউলি রায়, আরিফা আক্তার, সরোভি আক্তার, অধিনায়ক অর্পিতা, ক্রানুচিং মারমা, মামনি চাকমা, উম্মা কুলসুম, আলপি আক্তার, থুইনুয়ে মারমা, ফাতেমা আক্তার, প্রতিমা আক্তার, পূজা চাকমা, মোছা. আলমিনা, রেয়া, মোছা. মমিতা খাতুন, মিশু রানি, আমেনা খাতুন, পূর্ণিমা মারমা, সৌরভী আকন্দা, মোছা. রেশমি আক্তার, ইয়ারজান বেগম ও ইশিতা ত্রিপুরা।

ফুটবলের এই তরুণ দলটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম কুড়িয়েছে। সিরিয়ার বিপক্ষে জয়টি তাই শুধু একটি প্রস্তুতি ম্যাচ নয়—এটি এক নতুন আত্মবিশ্বাসের প্রতীক, যা জর্ডান অভিযানের আগে লাল-সবুজের মেয়েদের আরও অনুপ্রাণিত করবে।

-আলমগীর হোসেন


আমি বাংলাদেশের মেসি নই: তকমা গায়ে মাখতে নারাজ হামজা চৌধুরী

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৭ ২১:৫০:৫১
আমি বাংলাদেশের মেসি নই: তকমা গায়ে মাখতে নারাজ হামজা চৌধুরী
জাতীয় স্টেডিয়ামের সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময় হামজা। ছবি : কালের কণ্ঠ

কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তুলনা কে না চান? কিন্তু সেই তুলনা যখন তার নামের পাশে জোটে, তখন বিনয়ের সঙ্গেই তা প্রত্যাখ্যান করেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় দলের ‘প্রাণভোমরা’ হিসেবে পরিচিত লেস্টার সিটির এই ফুটবলার ‘বাংলাদেশের মেসি’ তকমা গায়ে মাখতে নারাজ।

আজ (৭ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন।

ফুটবল দলগত খেলা, চাই ঐক্য

হামজা চৌধুরী বলেন, “অবশ্যই না (দলের মেসি নই আমি)। দিন শেষে ফুটবল দলীয় খেলা। মনে করি, যদি মেসিও বাংলাদেশ দলে খেলতেন, তার পরও সঠিক ট্যাকটিকস খুঁজে পাওয়া ও টিম স্পিরিট তৈরি করতে আমাদের বেগ পোহাতে হতো।”

আগামী ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে ম্যাচে হামজা জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি দলের সবার প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন:

“ফুটবল কখনোই একজন খেলোয়াড়ের নয়। বিশেষ করে, আমার ক্ষেত্রে তো নয়ই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইনশাআল্লাহ, জাতি হিসেবে আমরা সফল হব।”

২৮ বছর বয়সী এই মিডফিল্ডার মনে করেন, খেলোয়াড়ি দক্ষতা নয়, বরং সম্মিলিত টিম স্পিরিটই সফলতা এনে দেবে।


বিসিবি নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ: ‘উপদেষ্টা কাউন্সিলরদের হুমকি দিয়েছেন’

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৭ ১৯:১৫:২২
বিসিবি নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ: ‘উপদেষ্টা কাউন্সিলরদের হুমকি দিয়েছেন’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি অভিযোগ করেছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করে কাউন্সিলরদের হুমকি দিয়েছেন।

অভিযোগের কারণ ও আর্থিক লেনদেন

আজ (মঙ্গলবার) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্ত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক সাংবাদিকদের বলেন:

“বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হলো সরকারি এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ। তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে।”

সাবেক এই ফুটবল অধিনায়ক আরও অভিযোগ করেন, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে। তিনি বলেন, “এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এটি তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে।” তিনি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এই প্রশ্নবিদ্ধ নির্বাচন স্বাভাবিকভাবে মেনে নেবেন না।

নির্বাচনের ফল

প্রসঙ্গত, এই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকেরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। গতকাল হয়ে যাওয়া পরিচালকদের নির্বাচন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে সহসভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।


আইসিসি র‍্যাঙ্কিং: সুখবর পেলেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৭ ১৭:০৮:৩৫
আইসিসি র‍্যাঙ্কিং: সুখবর পেলেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের একাধিক ক্রিকেটারকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদে উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদের।

বোলারদের উন্নতি

মারুফা আক্তার: পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে এই পেসার ৬ ধাপ এগিয়েছেন। ৪১১ পয়েন্ট নিয়ে তিনি এখন ৪১ নম্বরে অবস্থান করছেন।

রাবেয়া খান: র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রাবেয়া খানেরও। ৫২৮ পয়েন্ট নিয়ে ১ ধাপ এগিয়ে তিনি এখন ২১ নম্বরে অবস্থান করছেন।

নাহিদা আক্তার: বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন নাহিদা আক্তার। ৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ৯ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন সোফি একেলেস্টন। দুই, তিন ও চারে যথাক্রমে রয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান শুট ও কিম গার্থ।

ব্যাটারদের অবনতি

বোলারদের উন্নতি হলেও র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দুই ধাপ পিছিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন। তিন ধাপ পিছিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩১ নম্বরে অবস্থান করছেন শারমিন আক্তার সুপ্তা।

৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন স্মৃতি মান্ধানা। দুই ও তিনে আছেন নাটালি সাইভার ব্রান্ট ও বেথ মুনি।


ফর্মহীন সালাহ: ‘মিশরের রাজা’র মুকুটে ধুলো পড়ছে?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৭ ১২:০৩:২০
ফর্মহীন সালাহ: ‘মিশরের রাজা’র মুকুটে ধুলো পড়ছে?
ছবিঃ সংগৃহীত

লিভারপুলের আক্রমণভাগের প্রাণভোমরা মোহামেদ সালাহ—দলটির ‘মিশরের রাজা’ হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর সেই মুকুট যেন একটু বিবর্ণ হয়ে উঠেছে। গোলের সামনে নিষ্প্রভতা আর মাঠে কমে যাওয়া কর্মস্পৃহা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা ফরোয়ার্ড।

শনিবার চেলসির বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের ম্যাচে সালাহর পারফরম্যান্স ছিল আশানুরূপ নয়। একাধিক সুযোগ হাতছাড়া করেন তিনি, আর রক্ষণভাগে কোনো সহায়তাও দিতে পারেননি। লিগে এ পর্যন্ত সাত ম্যাচে পাঁচটিতেই গোলশূন্য থাকার ফলে লিভারপুলের আক্রমণভাগে স্পষ্ট প্রভাব পড়েছে।

চেলসির বিপক্ষে পরাজয় ছিল লিভারপুলের আট দিনের মধ্যে তৃতীয় হার। এর ফলে শীর্ষস্থানটি এখন চলে গেছে আর্সেনালের দখলে। সালাহ এ মৌসুমে সব মিলিয়ে নয় ম্যাচে করেছেন মাত্র তিন গোল ও তিনটি অ্যাসিস্ট—যা তাঁর মতো খেলোয়াড়ের মানদণ্ডে অনেকটাই গড়পড়তা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ৩৩ বছর বয়সী সালাহর মাঠে অনাগ্রহের লক্ষণ। চেলসির বিপক্ষে ডানদিক দিয়ে একের পর এক আক্রমণ আসলেও সালাহকে দেখা যায়নি রক্ষণে সাহায্য করতে। তাঁর পাশে খেলতে থাকা ডান-ব্যাক কনর ব্র্যাডলি প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেন এবং পরের অর্ধে বদলি হন—কারণ ডান প্রান্তের চাপ তিনি একা সামলাতে পারছিলেন না।

শেষ মুহূর্তে চেলসির ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও উইলিয়ানের জয়সূচক গোলও আসে সালাহর দিক দিয়েই। চেলসির ফুলব্যাক মার্ক কুকুরেলা বিনা প্রতিরোধে এগিয়ে গিয়ে গোলের পাস দেন। পরে কুকুরেলা জানান, তাদের কোচ এনজো মারের্সকা আগেই বলেছেন সালাহর ফাঁকা জায়গা কাজে লাগাতে, কারণ তিনি সাধারণত রক্ষণে ফিরেন না।

ফর্মহীনতার ধারাবাহিকতা ও পুরনো সাফল্যের ছায়া

গত মৌসুমের শেষ ভাগ থেকেই সালাহর ফর্মে এই পতন দেখা যাচ্ছে। একসময় তিনি ছিলেন লিভারপুলের সবচেয়ে নির্ভরযোগ্য গোলদাতা—৩৮ ম্যাচে ২৯ গোল করে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জেতেন এবং লিভারপুলকে তাদের ২০তম লিগ শিরোপা এনে দেন। কিন্তু গত মার্চে সাউদাম্পটনের বিপক্ষে দুই গোল করার পর থেকেই তাঁর প্রভাব কমতে শুরু করে।

শেষ ১১ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহের গোল ছিল মাত্র দুইটি। এরই মধ্যে লিভারপুল বিদায় নেয় চ্যাম্পিয়নস লিগ থেকেও। শিরোপা জয়ের পর সালাহ নিজেই জানিয়েছিলেন, নতুন কোচ আর্নে স্লট তাঁকে রক্ষণে কম কাজের দায়িত্ব দিয়েছেন, যাতে তিনি আক্রমণভাগে বেশি মনোযোগ দিতে পারেন।

তিনি তখন বলেছিলেন, “আমি কোচকে বলেছিলাম, আমাকে ডিফেন্সে একটু বিশ্রাম দিন, আমি গোল আর অ্যাসিস্ট দিয়েই সেটি পুষিয়ে দেব। আমি সেটি করতে পেরেছি।”

কিন্তু এখন সেই কৌশলই লিভারপুলের জন্য বিপর্যয় ডেকে আনছে। প্রতিপক্ষরা সালাহর ডানদিকের ফাঁকা জায়গা লক্ষ্য করেই আক্রমণ সাজাচ্ছে।

সমালোচনার কেন্দ্রে ‘মিশরের রাজা’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি বলেছেন, “আমরা জানি সালাহ রক্ষণে তেমন ফিরেন না, কিন্তু চেলসির ম্যাচে তাঁর ডিফেন্ডার বিপদে পড়েছিল, আর সালাহ কেবল তাকিয়ে ছিল। যখন আপনি নিয়মিত গোল করেন, তখন এসব সহ্য করা যায়। কিন্তু এখন তাঁর কাজের মানসিকতা নিয়েই প্রশ্ন উঠছে।”

রুনি আরও বলেন, “দলের সিনিয়র খেলোয়াড়দের উচিত তাঁকে বলা—‘তুমি দলকে সাহায্য করতে হবে’। গত সপ্তাহে সে একটু পথ হারিয়ে ফেলেছে।”

সাবেক লিভারপুল মিডফিল্ডার ড্যানি মারফিও একমত। তাঁর মতে, “সালাহর রক্ষণে অনাগ্রহ এখন লিভারপুলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে বড় দলের বিপক্ষে।”

কোচ স্লটের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথচলা

কোচ আর্নে স্লট এখন সালাহকে ফিরিয়ে আনতে সময় চাইছেন। গত সপ্তাহে গালাতাসারায়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সালাহকে প্রথম এক ঘণ্টা বেঞ্চে রাখেন তিনি। পরে স্বীকারও করেন, হয়তো সেই সিদ্ধান্তের কারণেই চেলসির বিপক্ষে সালাহ কিছুটা ধার হারিয়েছিলেন।

স্লট বলেন, “সালাহ মানুষ, মেশিন নয়। প্রত্যেক সুযোগেই গোল হবে না—এটা স্বাভাবিক। ওর মানসিক ও শারীরিক ভারসাম্য ফিরে আসতে একটু সময় লাগবে।”

তবে প্রশ্ন রয়ে যায়—লিভারপুলের ‘মিশরের রাজা’ আবার কবে তাঁর মুকুটের ঔজ্জ্বল্য ফিরে পাবেন? এখন সময়ই বলবে, সালাহ নিজেকে নতুনভাবে প্রমাণ করতে পারেন কি না।

-নাজমুল হাসান


মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, এক নজরে দেখে নিন সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৬ ২১:১২:৩৬
মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, এক নজরে দেখে নিন সূচি
ছবি: সংগৃহীত

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের আগে নিজেদের প্রস্তুত করতে চলতি মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল।

আর্জেন্টিনা

কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসিরা, যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলে জয়ী হয় এবং মেসি জোড়া গোল করেন। আগামী ১১ অক্টোবর ভোর ৬টায় লিওনেল স্কালোনির শিষ্যরা মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আবার সেই ভেনেজুয়েলার বিপক্ষেই মাঠে নামবে।

এরপর ১৪ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে পুয়ের্তো রিকো।

ব্রাজিল

অন্যদিকে, ব্রাজিল চলতি আন্তর্জাতিক উইন্ডোতে এশিয়ান দুই দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে লড়বে:

১০ অক্টোবর ভোর ৫টায়: সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায়: টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে।

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের আগেও ব্রাজিল একই পথ অনুসরণ করেছিল। তিতের অধীনে সেলেসাওরা এশিয়ান দেশ দুটিতে সফর করে সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিওতে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল। এবারের ম্যাচগুলোও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৬ ২০:৪২:২২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এই পদে নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে ভোটগ্রহণ শেষে, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় বুলবুল সভাপতি পদে প্রার্থী হন। সেখানে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

এর আগে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন পরিচালক পদে নির্বাচিতদের নাম প্রকাশ করে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক মনোনীত হয়েছেন।

পরিচালক পদে যারা নির্বাচিত হয়েছেন

পরিচালক পদ (ক্যাটাগরি-১):

আমিনুল ইসলাম বুলবুল

নাজমুল আবেদিন

আহমেদ ইকবাল চৌধুরী

আসিফ আকবর

আবদুর রাজ্জাক

জুলফিকার আলী খান

মুখলেসুর রহমান

হাসানুজ্জামান

রাহাত সামস

শাখাওয়াত হোসেন

পরিচালক পদ (ক্যাটাগরি-২):

ইশতিয়াক সাদেক

আদনান রহমান দীপন

ফায়াজুর রহমান

আবুল বাশার

আমজাদ হোসেন

শানিয়ান তানিম নাভিন

মোখছেদুল কামাল

এম নাজমুল ইসলাম

ফারুক আহমেদ

মনজুর আলম

মেহরাব আলম চৌধুরী

ইফতেখার রহমান মিঠু

পরিচালক পদ (ক্যাটাগরি-৩):

খালেদ মাসুদ পাইলট

এনএসসি কোটায় মনোনীত:

এম ইসফাক আহসান

ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

ট্যাগ: বিসিবি

পাঠকের মতামত: