সাকিবের প্রত্যাবর্তনে গোল্ডেন ডাক, জয়ের হাসি লাহোর কালান্দার্সের মুখে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ০৮:৫৭:৫৩
সাকিবের প্রত্যাবর্তনে গোল্ডেন ডাক, জয়ের হাসি লাহোর কালান্দার্সের মুখে

সত্য নিউজ:

ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ম্যাচটা স্বপ্নের মতো হলো না সাকিব আল হাসানের জন্য। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক ম্যাচেই ব্যাট করতে নেমে প্রথম বলেই ফিরে যান বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে তার দল জয় পেয়েছে ২৪ রানে।

রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা লাহোর কালান্দার্স নির্ধারিত ওভারে তোলে ৮ উইকেটে ১৪৯ রান। ফখর জামান খেলেন ৩১ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। ওপেনার নাইম করেন ২২ রান।

সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আহমেদ ড্যানিয়েলের বলে বোল্ড হয়ে যান সাকিব। প্রত্যাবর্তনের ম্যাচটা তাই ব্যাট হাতে রাঙানো হলো না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। বল হাতেও উইকেটহীন ছিলেন সাকিব, ২ ওভারে দেন ১৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি শুরুতেই চাপে পড়ে। সালমান মির্জার দুর্দান্ত বোলিংয়ে ১৩ ওভারে ১২৩ রানে থেমে যায় তাদের ইনিংস। মির্জা নেন ৪ উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ