বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এই পদে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে ভোটগ্রহণ শেষে, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় বুলবুল সভাপতি পদে প্রার্থী হন। সেখানে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
এর আগে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন পরিচালক পদে নির্বাচিতদের নাম প্রকাশ করে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক মনোনীত হয়েছেন।
পরিচালক পদে যারা নির্বাচিত হয়েছেন
পরিচালক পদ (ক্যাটাগরি-১):
আমিনুল ইসলাম বুলবুল
নাজমুল আবেদিন
আহমেদ ইকবাল চৌধুরী
আসিফ আকবর
আবদুর রাজ্জাক
জুলফিকার আলী খান
মুখলেসুর রহমান
হাসানুজ্জামান
রাহাত সামস
শাখাওয়াত হোসেন
পরিচালক পদ (ক্যাটাগরি-২):
ইশতিয়াক সাদেক
আদনান রহমান দীপন
ফায়াজুর রহমান
আবুল বাশার
আমজাদ হোসেন
শানিয়ান তানিম নাভিন
মোখছেদুল কামাল
এম নাজমুল ইসলাম
ফারুক আহমেদ
মনজুর আলম
মেহরাব আলম চৌধুরী
ইফতেখার রহমান মিঠু
পরিচালক পদ (ক্যাটাগরি-৩):
খালেদ মাসুদ পাইলট
এনএসসি কোটায় মনোনীত:
এম ইসফাক আহসান
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
শিরোপা জয়ের রেসে আজ বাংলাদেশ নাকি পাকিস্তান কার পাল্লা ভারীে
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জমজমাট ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহিনস। কাতারের দোহা ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দুই দলই শ্বাসরুদ্ধকর জয় পেয়ে ফাইনালে পা রেখেছে ফলে আজকের লড়াইটি হতে যাচ্ছে সমানে সমান।
পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আজকের ম্যাচে কাউকে এককভাবে এগিয়ে রাখা কঠিন তবে মানসিক শক্তির দিক থেকে বাংলাদেশ ‘এ’ দল কিছুটা এগিয়ে থাকবে। এর প্রধান কারণ সেমিফাইনালে শক্তিশালী ভারতকে সুপার ওভারে হারিয়ে তারা যে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে তা ফাইনালে বড় টনিক হিসেবে কাজ করবে। ভারতের মতো দলের বিপক্ষে স্নায়ুচাপ সামলে জয় পাওয়াটা বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে গেছে।
অন্যদিকেপাকিস্তান শাহিনস কম শক্তিশালী নয়। দ্বিতীয় সেমিফাইনালে তারা শ্রীলঙ্কা ‘এ’ দলকে মাত্র ৫ রানে হারিয়েছে। পাকিস্তানের মূল শক্তি তাদের বোলিং বিভাগ। সেমিফাইনালে মাত্র ১৫৩ রানের পুঁজি নিয়েও তারা যেভাবে লঙ্কানদের আটকে দিয়েছে তা প্রমাণ করে তাদের বোলাররা ছোট টার্গেট ডিফেন্ড করতেও পটু। তবে ব্যাটিংয়ে পাকিস্তান কিছুটা পিছিয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেমিফাইনালে তাদের টপ অর্ডার ও মিডল অর্ডার বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে। গাজী ঘোরি ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।
বাংলাদেশের শক্তি ও দুর্বলতা
বাংলাদেশের মূল শক্তি তাদের দলীয় সংহতি এবং শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্য রয়েছে। তবে টপ অর্ডারের ব্যাটারদের ধারাবাহিকতা ধরে রাখাটা আজকের ম্যাচে চ্যালেঞ্জ হতে পারে। পাকিস্তানের পেস অ্যাটাক সামলে শুরুতে উইকেট না হারালে বড় স্কোর গড়া বা তাড়া করা বাংলাদেশের জন্য সহজ হবে।
পাকিস্তানের শক্তি ও দুর্বলতা
পাকিস্তানের মূল অস্ত্র তাদের পেস বোলিং। তারা প্রতিপক্ষকে কম রানে আটকে ফেলার ক্ষমতা রাখে। তবে তাদের দুর্বলতা হলো ব্যাটিং। বিশেষ করে চাপের মুখে তাদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ার নজির রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৩ রানে ৯ উইকেট হারানো সেই শঙ্কারই ইঙ্গিত দেয়।
ম্যাচের প্রেক্ষাপট
টুর্নামেন্টজুড়ে দুই দলই দারুণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশ তাদের আগ্রাসী ক্রিকেট এবং পাকিস্তান তাদের ঐতিহ্যবাহী বোলিং নির্ভর ক্রিকেট দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। আজকের ম্যাচে যারা স্নায়ুচাপ সামলে নিজেদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারবে তারাই শেষ পর্যন্ত এশিয়া কাপের রাইজিং স্টার্স টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরবে। দর্শকরা আজ দোহায় একটি হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় রয়েছেন।
/আশিক
লা লিগায় উত্তেজনার রাত: শীর্ষে ফেরার মিশনে রিয়াল মাদ্রিদ, টানা পঞ্চম জয়ের খোঁজে আতলেতিকো!
আন্তর্জাতিক বিরতির পর আবারও স্বরূপে ফিরছে স্প্যানিশ লা লিগা। আজ রাতে মাঠে নামছে মাদ্রিদের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ। লিগ টেবিলের লড়াইয়ে টিকে থাকার জন্য দুই দলের কাছেই আজকের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
লিগ টেবিলের শীর্ষে ফেরার লক্ষ্যে আজ এলচে সিএফ এর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে আতিথ্য নেবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। আন্তর্জাতিক বিরতির আগে লিগের সমীকরণে কিছুটা পিছিয়ে থাকলেও এই ম্যাচ দিয়ে আবারও জয়ের ধারায় ফিরে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া রিয়াল মাদ্রিদ। চোটজর্জর দল হলেও তাদের লক্ষ্য যেকোনো মূল্যে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।
অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। আজ তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী গেটাফে। বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। দিয়েগো সিমিওনের শিষ্যরা সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত রয়েছে এবং খুঁজছে টানা পঞ্চম জয়। গেটাফের মাঠে এই মাদ্রিদ ডার্বি জিতে শীর্ষ চারের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করাই এখন তাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক বিরতির ক্লান্তি ঝেড়ে ফেলে লা লিগার এই রোমাঞ্চকর রাতে ফুটবল প্রেমীদের চোখ থাকবে মাদ্রিদের এই দুই জায়ান্টের দিকেই।
টিভিতে ক্রিকেট–ফুটবলসহ একঝাঁক বড় ম্যাচ
রবিবার (২৩ নভেম্বর) ক্রীড়াঙ্গণে ভরপুর রোমাঞ্চ নিয়ে টেলিভিশনের পর্দায় দেখা যাবে ক্রিকেট, ফুটবল, টি–টোয়েন্টি ও কাবাডির একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের শুরুতেই মিরপুর টেস্টের পঞ্চম দিনে সকাল ৯টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক। একই সময়ে ভারতের গুয়াহাটিতে ভারত–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের টেস্ট দেখা যাবে স্টার স্পোর্টস ২–এ। জাতীয় ক্রিকেট লিগেও একযোগে চারটি মাঠে খেলা শুরু হবে সিলেট–চট্টগ্রাম, ময়মনসিংহ–খুলনা, ঢাকা–বরিশাল এবং রংপুর–রাজশাহী ম্যাচ নিয়ে। সবক’টিই সম্প্রচার হবে ইউটিউবে বিসিবি লাইভে।
সন্ধ্যায় শুরু হবে ত্রিদেশীয় টি–টোয়েন্টির লড়াই, যেখানে পাকিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের। খেলা দেখা যাবে টি স্পোর্টস ও এ স্পোর্টসে। এরপর রাত ৮টা ৩০ মিনিটে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল লড়বে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। এই ম্যাচ সরাসরি দেখানো হবে টি স্পোর্টস ও টেন স্পোর্টস ১–এ।
ফুটবলেও রয়েছে একাধিক আকর্ষণীয় ম্যাচ। রাত ৮টায় ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে, আর রাত ১০টা ৩০ মিনিটে উত্তর লন্ডনের উত্তপ্ত ডার্বিতে মুখোমুখি হবে আর্সেনাল ও টটেনহাম। লা লিগায় রাত ১১টা ৩০ মিনিটে হেতাফে–আতলেতিকো এবং রাত ২টায় এলচে–রিয়াল মাদ্রিদ ম্যাচ সম্প্রচার করবে বিইন অ্যাপ। ইতালিয়ান সিরি আ-তে রাত ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ইন্টার মিলান ও এসি মিলানের ঐতিহ্যবাহী ডার্বি, যা দেখা যাবে ডিএজেডএন–এ।
এ ছাড়া নারী কাবাডি বিশ্বকাপে আজ সেমিফাইনালের লড়াই অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় মুখোমুখি হবে ভারত ও ইরান, এবং বিকেল ৫টায় বাংলাদেশ খেলবে তাইপের বিপক্ষে। দুটি ম্যাচই সম্প্রচার করবে টি স্পোর্টস। দিনব্যাপী এসব খেলা ক্রীড়াপ্রেমীদের সামনে এনে দেবে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও দারুণ বিনোদন।
-রফিক
বাংলাদেশিদের নিয়ে যে আবেগঘন গল্প শোনালেন সাদিও মানে
সৌদি আরবে নতুন ঠিকানায় গিয়ে ফুটবল নয় বরং মানুষের হৃদয়ই সাদিও মানেকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশিদের নিঃস্বার্থ আতিথেয়তা দেখে লিভারপুলের সাবেক তারকা একরকম অভিভূতই হয়ে পড়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় সেই বিশেষ অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন আল নাসর ফরোয়ার্ড।
ইউরোপে দীর্ঘদিন দাপট দেখিয়ে সাদিও মানে এখন সৌদিতে ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন। মুসলমানপ্রধান এই দেশে রমজানের এক সন্ধ্যায় ঘটে যায় তাঁর জীবনের অন্যতম মানবিক মুহূর্ত। তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং হঠাৎই কয়েকজন বাংলাদেশি তাঁকে ইফতারের দাওয়াত দেয়। এই ঘটনাটি তাঁর মনে গভীর দাগ কাটে।
মানের ভাষায় তিনি সত্যিই বিস্মিত হয়েছিলেন কারণ এখানকার মানুষগুলো অবিশ্বাস্য রকম অতিথিপরায়ণ। তিনি জানান প্রথমে আমন্ত্রণ এড়াতে চেয়েছিলেন তিনি। তিনি তাঁদের বলেছিলেন তিনি তো অপরিচিত বা একজন আগন্তুক তাই কীভাবে তাঁদের সঙ্গে বসে খাবেন। কিন্তু সেই অচেনা বাংলাদেশিরা আরও আন্তরিকভাবে তাঁকে ডাকতে থাকেন।
হেসে মানে ফার্ডিনান্ডকে বলেন আমি মজা করে বলেছিলাম তোমরা তো আমাকে চেনো না তাই আমি কীভাবে তোমাদের সঙ্গে খাই। কিন্তু তারা বলল এতে কোনো সমস্যা নেই। আবারও আমাকে ডেকে তারা আমাকে সত্যিই বিস্মিত করেছে।
ফার্ডিনান্ড কৌতূহলবশত জানতে চান তারা কি মানেকে চেনার কারণেই আমন্ত্রণ জানিয়েছিল কি না। উত্তরে মানের সরল স্বীকারোক্তি না তারা জানতোই না আমি কে। শুধু তাদের উদারতা খাবার ভাগাভাগি করার ইচ্ছা আর একসঙ্গে থাকার সংস্কৃতি আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। খ্যাতির বাইরে দাঁড়িয়েও একজন সাধারণ মানুষ হিসেবে যে সম্মান ও ভালোবাসা পাওয়া যায় বাংলাদেশিদের সেই মানবিক আচরণই এখনো ভুলতে পারেননি সেনেগালের এই তারকা ফুটবলার।
আইএল টি-টোয়েন্টিতে একই মৌসুমে দ্বিতীয়বার দলভুক্ত হলেন বাংলাদেশি পেসার
আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে জায়গা পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু আসর শুরুর ঠিক আগে তাঁকে ছেড়ে দিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে নাটকীয়তার এখানেই শেষ নয় বরং লুক উডের বদলি হিসেবে প্রথমে দলে নিয়ে আবার বাদ দেওয়ার পর এবার আবারও তাঁকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি যা এক মৌসুমে দ্বিতীয়বারের মতো ঘটনা।
এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই। তখন ক্রিকেট পাড়ায় ধারণা করা হচ্ছিল যে একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি বা অনাপত্তিপত্র পাচ্ছেন না ফিজ তাই তাঁর বদলি নেওয়া হয়েছিল। তবে এবার জিএম রিতেশের বদলি হিসেবে আবারও মুস্তাফিজকে দলে নিল দুবাই ক্যাপিটালস। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০ লিগে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার।
এই টুর্নামেন্টে বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত থাকলেও দ্বিতীয় ডাকে সাকিবকে এমআই এমিরেটস ৪০ হাজার ডলারে দলে নিয়েছে। অন্যদিকে পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএল টি-টোয়েন্টির পরবর্তী আসর এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দুবাই ও শারজাহ ভেন্যুতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করবে।
২০২৬ বিশ্বকাপের আগেই নতুন টুর্নামেন্টের ঘোষণা দিল ফিফা
২০২৬ সালটা বিশ্বকাপের বছর। তবে বিশ্বকাপের আগে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে ফিফা। এর নাম ফিফা সিরিজ। আগামী বছর মার্চ ও এপ্রিল মাসের উইন্ডোতে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এই টুর্নামেন্টে আন্তর্জাতিক বিরতির সময় বিভিন্ন মহাদেশের জাতীয় দল একে অন্যের বিপক্ষে খেলবে। এই সিরিজের উদ্দেশ্য দলগুলোকে নতুন অভিজ্ঞতা দেওয়া এবং মহাদেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি করা। ২০২৪ সালের পাইলট প্রোগ্রাম সফল হওয়ার পর এবার প্রথমবারের মতো বড় পরিসরে এই আয়োজন করা হচ্ছে।
ফিফা জানায় এবার আরও বেশি আয়োজক দেশ এবং আরও বেশি দল অংশ নেবে। প্রথমবারের মতো নারীদের জন্যও আলাদা সংস্করণ থাকবে। এই বড় ফরম্যাটের লক্ষ্য আন্তর্জাতিক ফুটবলে সমতা আনা এবং খেলার মান বাড়ানো। ২০২৩ থেকে ২০২৭ সালের যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনার মধ্যেই রয়েছে এই বিশেষ উদ্যোগ।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন ফিফা সিরিজ খেলোয়াড় কোচ এবং সমর্থকদের উন্নতির সুযোগ করে দেবে। এই আয়োজন ফুটবলের সর্বজনীনতা এবং বৈচিত্র্যকে সামনে আনবে। ২০২৬ সালের সিরিজ পুরুষ ও নারী দুই পর্যায়ের ফুটবলেরই উন্নতি আরও বাড়াবে। তিনি আরও বলেন প্রতিযোগিতার মাধ্যমে দেশগুলোকে যুক্ত করা আমাদের লক্ষ্য। স্থানীয় দল ও সমর্থকদের বিশ্বমঞ্চের সঙ্গে যুক্ত করাই এই সিরিজের উদ্দেশ্য।
ফিফা সিরিজ ২০২৬ এর আয়োজন করবে অস্ট্রেলিয়া আজারবাইজান ইন্দোনেশিয়া কাজাখস্তান মরিশাস পুয়ের্তো রিকো রুয়ান্ডা এবং উজবেকিস্তান। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। নারীদের সিরিজ শুরু হবে ব্রাজিল কোট দি আইভরি এবং থাইল্যান্ডে।
প্রতিটি গ্রুপে বিভিন্ন মহাদেশের দল একসঙ্গে খেলবে। ম্যাচগুলো হবে প্রীতি ম্যাচের মতো। এতে দলগুলো নতুন খেলার ধরণ নতুন কৌশল এবং নতুন প্রতিপক্ষের সঙ্গে খেলার অভিজ্ঞতা পাবে। মাঠের বাইরে এই সিরিজ বিভিন্ন দেশকে আরও সুযোগ দেবে। নতুন বাজারে তাদের ফুটবল পরিচিতি বাড়বে এবং ফুটবল সংস্কৃতি বিনিময় হবে। এক দেশের দল আরেক দেশের খেলার ধরণ থেকে শিখবে। মূলত এই উদ্দেশ্য নিয়েই টুর্নামেন্টটি আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা।
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী
শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। সেই জয়ের পরই ক্রিকেটপ্রেমী ও ভক্তদের মনে প্রশ্ন ছিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে। অবশেষে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের ফলাফলের মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে।
শুক্রবার ২২ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে মাত্র ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। এর ফলে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী রোববার ২৩ নভেম্বর এই দুই দল ফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়বে।
এর আগে দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাকিস্তান। দলের পক্ষে গাজী ঘোরির ৩৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয় তারা। বল হাতে শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ২৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন।
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। তবে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে এক পর্যায়ে খেই হারিয়ে ফেলে তারা। মাত্র ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয় লঙ্কানদের। কিন্তু ডুবতে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলার চেষ্টা করেন মিলান রত্নানায়েকে। নবম উইকেট জুটিতে ম্যাথুকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। টানটান উত্তেজনার শেষে শ্রীলঙ্কার ইনিংস থামে ১৪৮ রানে এবং পাকিস্তান ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
প্রথম ইনিংসের আধিপত্য দ্বিতীয় ইনিংসেও আক্রমণাত্মক টাইগাররা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের অসাধারণ সেঞ্চুরিতে ভর করে টাইগাররা তুলেছিল ৪৭৬ রানের পাহাড়সম সংগ্রহ। জবাবে আয়ারল্যান্ড তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই ২৬৫ রানে অলআউট হয়ে পড়ে, ফলে বাংলাদেশ পেয়ে যায় ২১১ রানের বিশাল লিড।
এই লিডকে আরও শক্তিশালী করতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করে বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। শুরু থেকেই দুজন দেখিয়ে দেন শৃঙ্খলাবদ্ধ ও ধৈর্যশীল ব্যাটিংয়ের দৃষ্টান্ত।
তৃতীয় দিনের খেলায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৩ ওভারে ১২৬ রান তুলেছে ১ উইকেট হারিয়ে। মাহমুদুল হাসান জয় ৬০ রান করে আউট হলেও দলকে শক্ত ভিত দিয়ে গেছেন। অন্যদিকে সাদমান ইসলাম তুলে নিয়েছেন অনবদ্য অর্ধশতক এবং এখনও উইকেটে দৃঢ়ভাবে রয়েছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ মুমিনুল হক।
২৬তম ওভারে গ্যাভিন হোয়ের দ্বিতীয় বলে দু রান নিয়ে নিজের পঞ্চাশ ছুঁয়েছেন সাদমান। এর ঠিক আগের ওভারেই মাহমুদুল করেছেন তার ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। সাদমানের এটি ক্যারিয়ারের অষ্টম ফিফটি। তাদের ব্যাটিংয়ে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ৩৩৭ রান, যা আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যে কোনো পরিস্থিতিতেই বিশাল চাপ তৈরি করবে।
মিরপুরের উইকেট এখনও ব্যাটিং উপযোগী থাকলেও চতুর্থ ইনিংসে স্পিন ও ভাঙা পিচের সহায়তায় বোলারদের জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হতে পারে। বড় লিড তোলার মাধ্যমে বাংলাদেশ এই সুবিধাটিই সর্বোচ্চ ব্যবহারের পথে আছে।
-রফিক
মেসি-বেকহ্যামকে ছাড়িয়ে বাণিজ্যের নতুন রাজা রোনালদো
বর্তমান ফুটবলারদের মধ্যে সবচেয়ে ধনী ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলার আগেই ছাড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। এতেই রোনালদোর সম্পদ আরও ১০০ মিলিয়ন ডলার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে হোয়াইট হাউস সফরে গিয়েছিলেন রোনালদো। সেই সফর ঘিরে সৃষ্ট আলোচনাই তাকে নতুন বাণিজ্যিক সম্ভাবনার পথে এগিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাঠের বাইরে রোনালদোর কর্মকাণ্ড তাকে ডেভিড বেকহ্যাম বা লিওনেল মেসির চেয়েও শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করতে পারে বলে মনে করেন ইউনিভার্সিটি ক্যাম্পাস অব ফুটবল বিজনেসের নির্বাহী শিক্ষা পরিচালক অধ্যাপক রব উইলসন।অধ্যাপক রব উইলসন বলেন, 'রোনালদো এখন একটি বিলিয়ন-ডলারের গ্লোবাল অ্যাসেট। হোয়াইট হাউসে তার উপস্থিতি তাকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও জনসম্মুখ দৃশ্যমানতা দিয়েছে, যা তার ব্র্যান্ডমূল্য আরও বাড়াবে।'
তিনি আরও বলেন, ট্রাম্পের তরফে রোনালদোকে ‘ফ্যামিলি ফেভারিট’ হিসেবে পরিচয় করানোয় তার ইমেজকে মানবিক করেছে এবং স্পনসরদের কাছে আকর্ষণ বাড়িয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, শুধুমাত্র হোয়াইট হাউস সফর থেকেই রোনালদো যুক্তরাষ্ট্রে নতুন চুক্তি ও এন্ডোর্সমেন্ট থেকে মধ্য আট অঙ্কের প্রচারণামূলক সুবিধা পাবেন। বর্তমানে তার বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে বার্ষিক আয় ৬০ মিলিয়ন ডলারের বেশি। নতুন সুযোগগুলো মিললে এই অঙ্ক ১০০ মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।
অধ্যাপক উইলসন জানান, লিওনেল মেসিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক মহলে নিজের প্রভাব বাড়াচ্ছেন। আমেরিকা বিজনেস ফোরামে ট্রাম্পের সঙ্গে উপস্থিতি তার উচ্চপর্যায়ের ব্যবসায়িক পরিচয়কে শক্তিশালী করেছে। তার র ব্র্যান্ডমূল্য ইতোমধ্যেই ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। বিনিয়োগকারী ও সরকারের কাছে মেসির উপস্থিতি নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
তবুও বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে এখনো মানদণ্ড স্থাপন করে আছেন ডেভিড বেকহ্যাম, যার ইমেজ রাইটস ব্যবসার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড, সঙ্গে রয়েছে বিলিয়ন-ডলারের ক্লাব শেয়ার।রোনালদোকে উইলসন দেখছেন 'লাক্সারি ফিটনেস ও গালফ-সমর্থিত গ্লোবাল প্ল্যাটফর্মের' প্রতিনিধিত্বকারী ব্র্যান্ড হিসেবে, আর মেসিকে আমেরিকা মহাদেশজুড়ে নরম শক্তির সেতুবন্ধন গড়ে তোলা অর্থনৈতিক প্রভাবক হিসেবে। দুজনকেই তিনি দীর্ঘমেয়াদে বেকহ্যামের বাণিজ্যিক প্রভাব ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাময় হিসেবে দেখছেন।
২০২৫ সালে রোনালদো ইতিহাস গড়েন প্রথম সক্রিয় ফুটবলার হিসেবে বিলিওনিয়ার হয়ে। সৌদি প্রো লিগের আল-নাসরের সঙ্গে তার চুক্তির মূল্যই ৪০০ মিলিয়ন ডলারের বেশি। বর্তমানে রোনালদোর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১ বিলিয়ন পাউন্ড)। এই অঙ্ক ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের সম্মিলিত সম্পদ ৫০০ মিলিয়ন পাউন্ড এবং মেসির ৮৫০ মিলিয়ন ডলার সম্পদের চেয়েও অনেক বেশি।
পাঠকের মতামত:
- খামেনিকে হত্যাচেষ্টার ষড়যন্ত্র, দুই দেশের বিরুদ্ধে ইরানের গুরুতর অভিযোগ
- কোরআন ও সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কাজ হবে না: সালাহউদ্দিন আহমদ
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতের কাছে ফের চিঠি পাঠাল ঢাকা
- শিরোপা জয়ের রেসে আজ বাংলাদেশ নাকি পাকিস্তান কার পাল্লা ভারীে
- অ্যাপোনিয়ার পর এবার তিশার বিরুদ্ধে কলকাতার প্রযোজকের গুরুতর অভিযোগ
- চট্টগ্রাম ১ আসনে বিএনপির নুরুল আমিন নাকি জামায়াতের সাইফুর রহমান কার পাল্লা ভারী
- রমজান ছাড়াও সারা বছর খেজুর খাওয়ার যে সাতটি বড় স্বাস্থ্যগুণের কথা বলছেন পুষ্টিবিদরা
- ইমাম ও মুয়াজ্জিনদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
- ভূমিকম্পের আগাম বার্তা পেতে স্মার্টফোনের যে অপশনটি এখনই চালু করা জরুরি
- ঘন ঘন ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই এবার সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা
- গান নিয়ে মন্তব্যের জেরে বাউল ও তৌহিদি জনতার সংঘর্ষে রণক্ষেত্র মানিকগঞ্জ
- লা লিগায় উত্তেজনার রাত: শীর্ষে ফেরার মিশনে রিয়াল মাদ্রিদ, টানা পঞ্চম জয়ের খোঁজে আতলেতিকো!
- রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী
- ভূমিকম্পের ঝাঁকুনিতে এক ভবনের ওপর হেলে পড়ল আরেকটি ভবন,এলাকায় চরম আতঙ্ক
- গায়ের রং ও গঠন নিয়ে সহপাঠীদের বিদ্রূপের জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের করুণ পরিণতি
- টেকটোনিক প্লেটের নড়াচড়ায় আবারও কেঁপে উঠল এশিয়ার দুই দেশ
- ২৩ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
- ২৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
- ২৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- শিক্ষক হয়ে গালিগালাজ করায় হাদির কড়া সমালোচনা করলেন নীলা
- নৌকার ভোট বাগে আনতে বিএনপি ও জামায়াতের যত কৌশল
- শুক্রবার ও শনিবার মিলে ঘন ঘন ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের বড় দুঃসংবাদ
- বড় ভূমিকম্প হলে তা মোকাবিলা নিয়ে শঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৩০০ আসনের জন্য ১৪৮৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে এনসিপি শুরু করল বিশেষ কার্যক্রম
- ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ৫৬টি দেশের পক্ষ থেকে যে বড় বার্তা পেল নির্বাচন কমিশন
- দাদা-দাদী-নানা-নানীর অতিরিক্ত আদরে বাড়ছে 'সিক্স পকেট সিনড্রোম', জানুন বিস্তারিত
- ফোবিয়া: সহজে চেনা, সময়মতো চিকিৎসা জরুরি
- বিশ্বের ১০ দামী খাবার, চোখ কপালে তোলার মতো মূল্য
- কোরআনের আলোকে আল্লাহর রহমত পাওয়ার ১০ উপায়
- আজ থেকেই যেসব গ্রাহকসেবা বন্ধ বাংলাদেশ ব্যাংকের
- শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
- সিএসই তে মিউচুয়াল ফান্ড বাজারে ধাক্কা
- ইস্টার্ন পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন লুব্রিক্যান্টসের ব্যতিক্রমী ডিভিডেন্ড ঘোষণা
- ফু-ওয়াং সিরামিকের Q1 ফলাফলে চাপের প্রতিফলন
- ইস্টার্ন লুব্রিক্যান্টসের EPS তিনগুণ বৃদ্ধি
- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির Q1 ফলাফলে চমক
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৩ মিউচুয়াল ফান্ডের NAV হালনাগাদ
- যতবার গাজা যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল, ভয়ংকর রেকর্ড
- "প্রশাসন আমাদের কথায় গ্রেফতার করবে, মামলা করবে।"
- গ্যাসের দাম বাড়ছে আজ!
- বহুমুখী যেসব কর্মসূচিতে রাজধানী সরগরম
- রবিবারের নামাজের ওয়াক্তনামা এক নজরে
- বায়ুদূষণে আবারও বিপজ্জনক ঢাকার বাতাস
- টিভিতে ক্রিকেট–ফুটবলসহ একঝাঁক বড় ম্যাচ
- বহিষ্কৃত ১০ নেতা ফের বিএনপির দলে
- ভারতের চিকেন নেকে নজিরবিহীন নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
- শ্যাম্পু ছাড়াও প্রাকৃতিকভাবে খুশকি কমানোর সহজ ও ঘরোয়া উপায়
- ভূমিকম্পের পর আগামী ৭২ ঘণ্টাকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা
- সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে চরম মানবিক বিপর্যয়ের মুখে সুদান
- বাংলাদেশ–ভারত লড়াইয়ে উত্তাপ সর্বোচ্চে
- আজকের ভূমিকম্প আমাদের কী শিক্ষা দিচ্ছে: একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ভয়ংকর ঝুঁকিতে দেশের তিন বড় শহর: মাটির নিচ থেকে আসছে বড় বিপদের বার্তা
- ইতিহাস ভারতের, বর্তমান বাংলাদেশের: পরিসংখ্যান ও শক্তির বিচারে কে এগিয়ে?
- ফায়ার সার্ভিসে ফোনের বন্যা, হেলে পড়েছে কয়েকটি ভবন
- যে যে মামলায় ফাঁসির রায় হলো হাসিনা-কামালের
- রাকিবের দুর্দান্ত দৌড়, মোরসালিনের ফিনিশিং: শুরুতেই ব্যাকফুটে ভারত
- ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলোর তালিকা এবং বিশেষজ্ঞদের ভয়াবহ পরিসংখ্যান
- প্রপাগান্ডা আর ষড়যন্ত্র পেরিয়ে জনতার কাতারে: জন্মদিনে তারেক রহমানকে নিয়ে ভাবনা
- ভূমিকম্পের পর আগামী ৭২ ঘণ্টাকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা
- হাসিনার মৃত্যুদণ্ড: আওয়ামী লীগের ভবিষ্যৎ কী?
- তারকাদের বাদ দিয়েই বাংলাদেশের মুখোমুখি ভারত, কোচের কড়া সিদ্ধান্তে তোলপাড়
- ঢাকার বংশালে ভূমিকম্পে ৩ জনের মৃত্যু হলো যেভাবে
- ২৫০ বছরের ইতিহাস বিশ্লেষণ: বাংলাদেশ কি বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে?
- সোমবার রাজধানীর বাজার বন্ধের পূর্ণ তালিকা








