ঈদে ‘তাণ্ডব’! সাকিব-রাফীর হাত ধরে বড়পর্দায় ধ্বংসের উল্লাস

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ২৩:৫৫:১৬
ঈদে ‘তাণ্ডব’! সাকিব-রাফীর হাত ধরে বড়পর্দায় ধ্বংসের উল্লাস

রাফসান,সত্য নিউজ:বাংলাদেশের সিনেমার অঙ্গনে যখনই নতুন দিক বা পরিবর্তনের আভাস আসে, তখন সাকিব খানের নামটি উঠে আসে অন্যতম আলোচনায়। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন সময়ের সাহসী ও প্রতিভাবান নির্মাতা রায়হান রাফী। ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ এবং সাকিবের সাথে 'তুফান'—এই চারটি ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাণ করে রাফী প্রমাণ করেছেন, তিনি কনটেন্ট-ভিত্তিক মেইনস্ট্রিম ধারার নেতৃত্ব দিতে প্রস্তুত। সেদিক থেকে ‘তাণ্ডব’ সাকিব-রাফী জুটির প্রথম সিনেমা হিসেবেই একটা বড় প্রত্যাশার জন্ম দিচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভিন্ন মেজাজের সাকিব খানকে—চোখেমুখে দৃঢ়তা, সংলাপে আগুন, অ্যাকশন ও আবেগের সংমিশ্রণ। সাধারণত যেসব চরিত্রে আমরা তাকে দেখে অভ্যস্ত, তার চেয়ে এ চরিত্র অনেক বেশি গাঢ়, বাস্তব ও থ্রিলিং মনে হয়েছে। এটি বলার অপেক্ষা রাখে না যে, সাকিব নিজেও নিজের ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে আসতে চাইছেন।

অন্যদিকে, রায়হান রাফীর স্টাইলিশ ভিজ্যুয়াল, ব্যতিক্রমী ক্যামেরার কাজ, আর আধুনিক গল্প বলার ধরন বরাবরের মতোই দর্শকপ্রিয়। যেহেতু রাফী তার প্রতিটি চলচ্চিত্রে সামাজিক প্রেক্ষাপট, মনস্তত্ত্ব ও বাস্তব জীবনের দ্বন্দ্ব তুলে ধরেন, ‘তাণ্ডব’-এও সে রকম একটি গভীর বার্তা থাকবে বলে অনুমান করা যাচ্ছে।

তবে শুধু স্টার পাওয়ার বা গ্ল্যামার নয়—বর্তমানে দর্শক চায় গল্প, গুণমান ও মানসিক সংযোগ। ‘তাণ্ডব’ যদি সেই প্রত্যাশা পূরণে সক্ষম হয়, তবে এটি হতে পারে বাংলা বাণিজ্যিক সিনেমার টার্নিং পয়েন্ট।

‘তাণ্ডব’ শুধু আরেকটি ঈদের রিলিজ নয়—এটি হতে পারে দর্শকদের সিনেমা হলে ফেরানোর এক গুরুত্বপূর্ণ মোড়। সাকিব খান ও রায়হান রাফী—দুই প্রজন্মের প্রতিনিধিত্বকারী এই জুটি যদি সফল হন, তবে বাংলা সিনেমায় একটি নতুন যুগের দ্বার উন্মোচিত হবে নিঃসন্দেহে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত