সাগরে ৪০ রোহিঙ্গাকে নিক্ষেপ, ভারতের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ২২:৪২:১৮
সাগরে ৪০ রোহিঙ্গাকে নিক্ষেপ, ভারতের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ

সত্য নিউজ:

আন্দামান সাগরে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে পানিতে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন এবং সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

রোববার (১৮ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতের রাজধানী দিল্লি থেকে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সাগরের মিয়ানমার সীমান্তসংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাওয়া হয়। পরে ৮ মে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

জামায়াতের বিবৃতিতে এ ঘটনাকে ‘সভ্য ইতিহাসে বিরল ও অমানবিক’ বলে আখ্যায়িত করা হয়। দলটি দাবি করে, ভারতের এমন মর্মান্তিক আচরণ আন্তর্জাতিক মানবাধিকার সনদ, জাতিসংঘ সনদ এবং ন্যায়বিচারমূলক আচরণের সম্পূর্ণ বিপরীত।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা ভারতের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের বর্বরতায় শান্তিকামী বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। ভারত সরকারকে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং ভবিষ্যতে যেন এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছি।”

প্রসঙ্গত, রোহিঙ্গা সংকট একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক সমস্যা। তাদের নিরাপত্তা, আশ্রয় ও মানবাধিকার নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ভারতের এমন পদক্ষেপ মানবাধিকারের চেতনার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ বলে বিভিন্ন মহল মনে করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ