ফাইনালে হারা, তবু হৃদয় জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ২২:০১:০৩
ফাইনালে হারা, তবু হৃদয় জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সত্য নিউজ:সাহস, লড়াই আর স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশের কিশোররা। অরুণাচল প্রদেশের ইউপিয়ায় আজ অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে পরাজিত হলেও, মন জয় করে নিয়েছে গোটা জাতির।

খেলার শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ভারতের সিংগামায়ুম শামি ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে এগিয়ে দেন দলকে। কিন্তু বাংলাদেশের তরুণ যোদ্ধারা দমে যায়নি। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মোহাম্মদ জাহিদ আহমেদের নিখুঁত শটে সমতায় ফেরে ম্যাচ।

পুরো ৯০ মিনিট উত্তেজনাকর লড়াইয়ের পর ১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়। টাইব্রেকারে গড়ালে ভাগ্য বাংলাদেশের সঙ্গে ছিল না। পেনাল্টিতে ভারত নির্ভুল থাকায় দশম সাফ শিরোপা ঘরে তোলে তারা।

তবুও হতাশ নয় বাংলাদেশ। টুর্নামেন্টে মালদ্বীপের সঙ্গে ড্র ও ভুটান-নেপালকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল তারা। এই পারফরম্যান্সে দেশের ফুটবলপ্রেমীরা যেমন গর্বিত, তেমনি আশাবাদী ভবিষ্যৎ নিয়েও।

আজ তারা কাপ জিততে না পারলেও, জিতেছে আত্মবিশ্বাস, অভিজ্ঞতা আর কোটি ফুটবলভক্তের ভালোবাসা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ