নাম বদলের দাবিতে 'লংমার্চ টু ইউজিসি'

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ২১:৪১:৪২
নাম বদলের দাবিতে 'লংমার্চ টু ইউজিসি'

সত্য নিউজ:বাংলাদেশের প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার অঙ্গনে প্রতিষ্ঠিত 'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি'র নাম নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। তাঁরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম তাদের ভবিষ্যৎ পরিচিতি, মর্যাদা এবং ক্যারিয়ার গঠনে প্রতিবন্ধকতা তৈরি করছে।

এই দাবিতে আগামীকাল সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দিকে পদযাত্রা করবেন তাঁরা—যা তারা ‘লংমার্চ টু ইউজিসি’ হিসেবে ঘোষণা করেছেন।

শিক্ষার্থীরা বলছেন, ‘ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি যথেষ্ট গভীরতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রাখে না। তাই তাঁরা বিকল্প হিসেবে চারটি নাম প্রস্তাব করেছেন—যার মধ্যে রয়েছে "বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি" ও "বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি"।

তবে ইউজিসি সূত্রে জানা গেছে, নাম পরিবর্তনের ক্ষমতা তাদের হাতে নেই। এটি একটি নীতিগত ও আইন সংশোধনের বিষয়, যার দায়িত্ব সরকারের।

উল্লেখ্য, ২০১৬ সালে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি' নামে যাত্রা শুরু করেছিল এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের এক সিদ্ধান্তে এর নাম পরিবর্তন হয়ে দাঁড়ায় 'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি', যা থেকেই শুরু হয় শিক্ষার্থীদের বিরোধিতা ও আন্দোলন।

তাঁরা বলছেন—এ লড়াই কেবল একটি নামের জন্য নয়, বরং নিজেদের ভবিষ্যৎ ও পরিচয়ের মর্যাদার জন্য।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ