আবদুল হামিদের দেশত্যাগ: চার কর্মকর্তার শাস্তি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ০৯ ১১:৪৫:৩৯
আবদুল হামিদের দেশত্যাগ: চার কর্মকর্তার শাস্তি

সত্য নিউজ:সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, এসআই আজহারুল ইসলাম ও টিএসআই মো. সোলায়মানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় তদন্তের জন্য পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ৬ মে দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়নি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশত্যাগে অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সেজিব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, এই ব্যক্তিরা ছাত্র আন্দোলন দমন করতে দেশব্যাপী হত্যাযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে, বিরোধী দল বিএনপি এই ঘটনায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তদন্ত কমিটি গঠনের পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ