তিন মাসে ৬০ হাজার নতুন বেকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ২১:০২:০০
তিন মাসে ৬০ হাজার নতুন বেকার

সত্য নিউজ:দেশে চলতি বছরের প্রথম তিন মাসে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় নতুন করে বেকার হয়েছেন অন্তত ৬০ হাজার মানুষ। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার শ্রমবাজার বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে, যা অর্থনীতির জন্য এক ধরনের সতর্ক সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগে স্থবিরতা, বৈদেশিক রেমিট্যান্সে ধীরগতি এবং শিল্প-কারখানার উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে সরাসরি শ্রমবাজারে। নতুন নিয়োগ প্রায় বন্ধ থাকায় গ্র্যাজুয়েটসহ দক্ষ-অদক্ষ বহু তরুণ চাকরি না পেয়ে কর্মহীন হয়ে পড়ছেন।

এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক একটি জরিপেও শ্রমবাজারে এই স্থবিরতার প্রমাণ মিলেছে। সেখানে দেখা গেছে, জানুয়ারি থেকে মার্চ ২০২৫ সময়কালে শ্রমবাজারে প্রবেশকারীদের তুলনায় কর্মসংস্থানের হার উল্লেখযোগ্যভাবে কম, যার ফলে বেকারের সংখ্যা এক লাফে ৬০ হাজার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ লাখে।

বিশ্লেষকরা মনে করছেন, যদি দ্রুত নতুন কর্মসংস্থানের উদ্যোগ না নেওয়া হয়, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে নতুন শিল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজ ও সহজ ঋণের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

সরকারি পর্যায়ে পরিকল্পনা কমিশন ও শ্রম মন্ত্রণালয় বলছে, নতুন শিল্প অঞ্চল চালু, রপ্তানিমুখী খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং আইটি খাত সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এর বাস্তবায়ন কবে নাগাদ হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ