গুলিস্তানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ২০:০৪:৫৩
গুলিস্তানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

সত্য নিউজ:রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা ভেস্তে দিয়েছে পুলিশ। ওই ঘটনায় দলটির ১১ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার, ১৮ মে দুপুরে গুলিস্তান এলাকায় আকস্মিকভাবে একটি মিছিল শুরু করতে গেলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ঘটনার পরপরই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর গুলিস্তানে মিছিলের চেষ্টা করছিল আওয়ামী লীগের একদল নেতাকর্মী। গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।

তবে এখনো পর্যন্ত আটককৃতদের পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ডিবি কর্মকর্তারা।

উল্লেখ্য, বর্তমান সরকারের অধীনে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম অনলাইন ও অফলাইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে দলটির নেতাকর্মীদের এমন পদক্ষেপ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে পড়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ