জিগাতলায় কলেজছাত্র সামিউর হত্যাকাণ্ডে একজন গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৮:০৭:২৪
জিগাতলায় কলেজছাত্র সামিউর হত্যাকাণ্ডে একজন গ্রেপ্তার

সত্য নিউজ: রাজধানীর জিগাতলা এলাকায় ছুরিকাঘাতে কলেজছাত্র সামিউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া রায়হান (১৮)–কে শনিবার দিবাগত রাতে হাজারীবাগ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “রায়হান নামের একজনকে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যসূত্রের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এজাহারে তার নাম ছিল না, তবে তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকি অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান চলছে।”

১৬ মে সন্ধ্যায় জিগাতলার পাতাম রেস্টুরেন্টের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সামিউর রহমান (আলভি)। এ সময় হঠাৎ ১৫–২০ জন দুর্বৃত্ত অতর্কিতে লাঠি, রড, সোঁটা নিয়ে হামলা চালায়। সামিউর দৌড়ে পাশের গলিতে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলেও, সেখানেই ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

সামিউরের পরিবারের সদস্যরা এখনো জানেন না কেন তাকে হত্যা করা হলো। এমনকি পুলিশও নিশ্চিত কোনো তথ্য এখনো দিতে পারেনি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার পর সামিউরের বাবা মশিউর রহমান খান হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তদন্তে নামে এবং একে একে সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালায়।

সামিউর রহমান ছিলেন ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তিনি থাকতেন হাজারীবাগের বিডিআর ৫ নম্বর গেটসংলগ্ন আলী আবাসিক এলাকায়। পরিবারের বড় সন্তান হিসেবে তিন বোনের প্রতি দায়িত্বশীল ছিলেন সামিউর। তাঁর বাবা একজন ঠিকাদার।

পুলিশ জানিয়েছে, হত্যায় জড়িত সন্দেহে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। সামিউরের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচারের দাবি জানাচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ