৮০০ কোটি টাকায় রিয়ালে হাউসেন, ডিফেন্ডার কিনতেই এত খরচ কেন?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৭:৪৫:২৭
৮০০ কোটি টাকায় রিয়ালে হাউসেন, ডিফেন্ডার কিনতেই এত খরচ কেন?

সত্য নিউজ: গুঞ্জন সত্যি হলো। মাত্র এক মৌসুমে প্রিমিয়ার লিগ মাতানো স্প্যানিশ তরুণ ডিন হাউসেনকে ইংলিশ ক্লাব বোর্নমাউথ থেকে ৫ কোটি পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকায় কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

২০ বছর বয়সী এই সেন্টারব্যাক ২০২৪ সালের জুলাইয়ে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন মাত্র ১ কোটি ২৮ লাখ পাউন্ডে। কিন্তু এক মৌসুমেই নজর কেড়েছেন ইউরোপের বড় বড় ক্লাবের। শেষমেশ তাঁকে দলে টানল রিয়াল মাদ্রিদ।

রিয়াল এক বিবৃতিতে জানায়, “ডিন হাউসেনকে কেনার বিষয়ে বোর্নমাউথের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ক্লাব। আগামী পাঁচ মৌসুমে, ২০২৫ সালের ১ জুন থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত সে আমাদের সঙ্গে থাকবে।”

বোর্নমাউথও নিশ্চিত করেছে, হাউসেনের রিলিজ ক্লজ ৫ কোটি পাউন্ড পরিশোধ করেই তাঁকে দলে নিয়েছে রিয়াল। শুধু বোর্নমাউথ নয়, এই ট্রান্সফার ফিতে লাভবান হবে হাউসেনের আগের দুই ক্লাব জুভেন্টাস ও মালাগাও।

নতুন মৌসুম শুরুর আগেই হাউসেনকে দেখা যাবে রিয়ালের সাদা জার্সিতে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে অভিষেক ঘটবে তাঁর। ১৮ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।

নেদারল্যান্ডসে জন্ম নেওয়া হাউসেন মাত্র পাঁচ বছর বয়সে পরিবারসহ চলে আসেন স্পেনে। ফুটবলের হাতেখড়ি হয় মালাগার যুব একাডেমিতে। বয়সভিত্তিক পর্যায়ে নেদারল্যান্ডসের হয়ে খেললেও পরবর্তীতে স্পেনকে বেছে নেন জাতীয় দলের জন্য। জাতীয় দলে অভিষেক ঘটে নেশনস লিগে, প্রতিপক্ষ ছিল তার জন্মভূমি নেদারল্যান্ডস। সেদিন স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।

গত মৌসুমে রক্ষণভাগে ভুগেছে রিয়াল। চোটে ভুগেছেন এদের মিলিতাও, দানি কারভাহালরা। পুরো মৌসুমে ১৪টি ম্যাচে হারে তারা, বড় কোনো শিরোপাও জিততে পারেনি। এই অবস্থায় রক্ষণভাগে শক্তি বাড়াতে আগেভাগেই হাউসেনকে কিনেছে ক্লাবটি।

হাউসেনের সবচেয়ে বড় শক্তি তার গেম সেন্স, হেডে দারুণ দক্ষতা এবং নিচ থেকে আক্রমণ গড়ে তোলার সামর্থ্য। বল নিয়ন্ত্রণ ও লং পাসেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। এসব বিবেচনায় তাঁকে ভবিষ্যতের ‘লিডিং ডিফেন্ডার’ হিসেবেই দেখছে রিয়াল।

রিয়াল ছাড়ার পথে থাকা কোচ কার্লো আনচেলত্তিও নতুন এই সাইনিংয়ে সন্তুষ্ট। তিনি বলেন, “সে দারুণ একজন খেলোয়াড়। দারুণ সম্ভাবনা আছে তার মধ্যে। রিয়াল মাদ্রিদের জন্য এটা খুবই ভালো সাইনিং।”

রিয়ালের এই চমকপ্রদ সাইনিং নিঃসন্দেহে আগাম বার্তা দিচ্ছে—আগামী মৌসুমে তারা শুধুই মাঠে নামবে না, বরং মাঠে নামবে পূর্ণ শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ