যাত্রী সংকটে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট স্থগিত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৬:৪৯:১৬
যাত্রী সংকটে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট স্থগিত

সত্য নিউজ:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে যে, আগামী ১ জুলাই ২০২৫ থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে তাদের ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হবে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যাত্রী সংকট এবং রুটটির আর্থিক অস্থিরতা।

বিমান কর্তৃপক্ষের মতে, এই রুটে ফ্লাইট চালু রাখার ফলে প্রতি মাসে গড়ে প্রায় ২০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর এই রুটে ফ্লাইট চালু করার পর থেকে আট মাসে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৬৬ কোটি টাকা।

বিমান এই রুটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ব্যবহার করে, যার প্রতিটি ফ্লাইটে ২৭১ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। তবে, ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা আশানুরূপ না হওয়ায় অধিকাংশ সিট খালি থাকছে, যা রুটটির আর্থিক ক্ষতির অন্যতম কারণ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট কার্যক্রম ১ জুলাই ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বিস্তারিত জানার জন্য নিকটস্থ বিমান অফিসে যোগাযোগ করুন।”

এই রুটে যাত্রী সংকটের পাশাপাশি, বিমান কর্তৃপক্ষের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে যে, ফ্লাইট চালুর আগে পর্যাপ্ত সম্ভাব্যতা যাচাই না করেই রুটটি চালু করা হয়েছিল। এছাড়া, রাজনৈতিক প্রভাব এবং সঠিক পরিকল্পনার অভাবও রুটটির আর্থিক ক্ষতির পেছনে ভূমিকা রেখেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ২১টি বিমান দিয়ে ২৩টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তবে, কিছু রুটে আর্থিক ক্ষতি হওয়ায় বিমান কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের লাভজনক রুটগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। আবুধাবি, শারজাহ, দোহা এবং মাসকাট রুটগুলোতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেওয়ার ফলে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই রুটগুলো লাভজনক হয়েছে।

বিমান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতে যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে এবং আর্থিক পরিস্থিতি উন্নত হলে ঢাকা-নারিতা রুটটি পুনরায় চালু করা যেতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ