“আম” থেকে শুরু, মৃত্যুতে শেষ-প্রতিপক্ষের হাতে খু*ন শিক্ষক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১৬:১৭:৩৭
“আম” থেকে শুরু, মৃত্যুতে শেষ-প্রতিপক্ষের হাতে খু*ন শিক্ষক

সত্য নিউজ:নরসিংদীর মনোহরদীতে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষক হাফেজ আবুল কালাম (৩২)-এর।শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আবুল কালাম নরসিংদীর চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি তিন কন্যা সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আবুল কালামের বাবা আব্দুল আওয়াল ও প্রতিবেশী শহীদ উল্লাহর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে সেই বিরোধ চরমে পৌঁছে, যখন গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এক পর্যায়ে শহীদ উল্লাহ ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুল আওয়াল (৬৫), বড় ছেলে আবু বাক্কার (৪০), আবুল কালাম (৩২), পুত্রবধূ হাবিবা (২৮)সহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানেই রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

এক ঝাঁক আমকে ঘিরে এমন নির্মম ট্র্যাজেডি—অবিশ্বাস্য হলেও সত্য!জমি বিরোধ, মান-অভিমান আর সহিংসতা কেড়ে নিলো আরও একটি তাজা প্রাণ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ