১৬৯ দিন পর সাকিবের খেলার মাঠে প্রত্যাবর্তন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১২:০৫:৪১
১৬৯ দিন পর সাকিবের খেলার মাঠে প্রত্যাবর্তন

সত্য নিউজ:১৬৯ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ রাতে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব আল হাসান আবার মাঠে ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। শেষবার তাকে খেলতে দেখা গিয়েছিল ২০২৪ সালের ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে। এরপর কেটেছে প্রায় ছয় মাস—যেখানে রাজনীতি, বিতর্ক ও নিষেধাজ্ঞায় কেটেছে তার কঠিন সময়।

তবে এবার পিএসএল যেন নতুন আশার দ্বার খুলে দিয়েছে সাকিবের জন্য। ভারত-পাকিস্তান সংঘাতে সাময়িক স্থগিত হয়ে যাওয়া এই লিগ ফের চালু হলে, খেলোয়াড় সংকটে পড়া লাহোর কালান্দার্স দলভুক্ত করে তাকে। সব কিছু ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামতে পারেন সাকিব।

যুক্তরাষ্ট্র থেকে নিজ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে এসে সাকিব অনুশীলন চালিয়ে গেছেন নীরবে। লক্ষ্য ছিল একটাই—ক্রিকেটে ফেরা। ব্যক্তিগত ও রাজনৈতিক নানা সংকটে থাকা সাকিব এবার ব্যাটে-বলে আবার নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিচ্ছেন।

গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাকিব একাধিক মামলার মুখে পড়েন। আওয়ামী লীগের সাংসদ হওয়ায় রাজনীতির আঁচ লাগে তার ক্রীড়াজীবনেও। এরপর ভারতে ও পাকিস্তানে জাতীয় দলের হয়ে খেললেও দেশের মাঠে আর নামা হয়নি। সর্বশেষ বাংলাদেশের হয়ে তিনি খেলেন ২০২৪ সালের অক্টোবরের কানপুর টেস্টে।

এর মাঝেই ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন ‘অবৈধ’ ঘোষণা করা হয়, যা তার ক্যারিয়ারে আরেকটি দুঃসময় ডেকে আনে। তিন দফা পরীক্ষার পর অবশেষে সেই অভিযোগ থেকেও মুক্তি পান তিনি।

সব বাধা পেরিয়ে সাকিব এখন পিএসএলে নতুন করে শুরু করতে যাচ্ছেন। তার প্রত্যাবর্তন শুধু একজন ক্রিকেটারের মাঠে ফেরা নয়, বরং এটি এক সংগ্রামী মনের দৃঢ় প্রত্যয়ের প্রতীক। আজ রাতেই জানা যাবে, কতটা প্রস্তুত তিনি—নিজেকে আবারও প্রমাণ করতে। ভক্তদের চোখ থাকবে একটাই দিকে—পুনর্জাগরণের সাকিব!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ