"সেচ্ছাচারী সরকার" মন্তব্যের জবাব চায় মন্ত্রণালয়, শাস্তির মুখে সরকারি কর্মকর্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ১১:৩০:৪০
"সেচ্ছাচারী সরকার" মন্তব্যের জবাব চায় মন্ত্রণালয়, শাস্তির মুখে সরকারি কর্মকর্তা

এক সরকারি কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে তার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে।

নাজমুল হুদা নামের ওই কর্মকর্তা বর্তমানে সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত। তিনি ফেসবুকে মন্তব্য করেন, “আপনারা সেচ্ছাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ভিডিও দেন, আবার বড় বড় কথা বলেন ভাইয়ারা।”

এই মন্তব্য সরকারি কর্মচারীদের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করে মন্ত্রণালয়। চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ঐক্য তৈরির পরিপ্রেক্ষিতে ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব তৈরি করা শৃঙ্খলাভঙ্গের সামিল, যা একজন সরকারি কর্মচারীর পক্ষে কাম্য নয়।

প্রেসক্লাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্য প্রদর্শনের ফলে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলেও উল্লেখ করা হয়।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এই বক্তব্য ‘অসদাচরণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুস শুকুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো ডকুমেন্ট ছাড়াই এ ধরনের বক্তব্য প্রদান করে সরকারের ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে তাকে বলা হয়েছে এবং একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মন্তব্য প্রদান থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ