এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা: মাশরাফি ও হাবিবুল বাশার সুমনের বিশ্লেষণ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ১৪:৪৬:২৯
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা: মাশরাফি ও হাবিবুল বাশার সুমনের বিশ্লেষণ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ, যা তাদের সামনে ফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন, এই ফাইনালে খেলাটা খুবই সম্ভব। তবে তিনি দলকে সঠিক পথে রাখতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন।

পাঁচ বোলার অপরিহার্য

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নেমেছিল। সেই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হোসেনের মতো অনিয়মিত বোলাররা ৪ ওভারে ৫৫ রান দিয়ে গিয়েছিলেন, যা বোলারদের ঘাটতিকে স্পষ্ট করে তুলেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচে বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেললেও নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান শেষ দিকে প্রচুর রান দিয়েছেন।

এ বিষয়ে মাশরাফি বলেন, “আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।”

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও একই সুরে কথা বলেন, “টি-টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য। আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।”

‘ফাইনাল খুবই সম্ভব’

মাশরাফি বিশ্বাস করেন, এখান থেকে ফাইনাল খেলা খুবই সম্ভব। তিনি বলেন, “হৃদয়, সাইফ, মোস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের জুটি, জাকেরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল। অভিনন্দন গোটা দলকে। এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব।”

বুধবার ভারতের বিপক্ষে এবং পরদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। এই দুই ম্যাচের মধ্যে একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা যথেষ্ট থাকবে।


ভারত-নেপালের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা: ২৭ সদস্যের স্কোয়াডে চমক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৫ ২০:৪২:৩২
ভারত-নেপালের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা: ২৭ সদস্যের স্কোয়াডে চমক
সতীর্থদের সঙ্গে অনুশীলনে হামজা (মাঝে)। ছবি : কালের কণ্ঠ

আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব এবং একটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)। কোচ হাভিয়ের কাবরেরা ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন, যেখানে দীর্ঘদিন পর ফিরেছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। তবে এই দল থেকে বাদ পড়েছেন ফাহমিদুল ইসলাম।

নেপাল ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি সামনে রেখে পরিচিত মুখ এবং কিছু তরুণ খেলোয়াড়ের সমন্বয়ে এই প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ ম্যাচ ও স্কোয়াডের সমন্বয়

এই দুটি ম্যাচেই দলের সঙ্গে থাকছেন হামজা চৌধুরি ও শমিত শোম। বাংলাদেশ আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে মাঠে নামবে। আর তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন জামাল ভূঁইয়া ও মিতুল মারমারা।

সাধারণত ক্যাম্প শুরুর আগেই দল ঘোষণা করা হলেও, এবার অনুশীলনের ষষ্ঠ দিনে এসে প্রাথমিক স্কোয়াড প্রকাশ করল বাংলাদেশ। দুই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনও শুরু করে দিয়েছে জাতীয় দল।

২৭ সদস্যের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।


বিএনপি ক্ষমতায় এলে দেশে ফিরবেন কি সাকিব আল হাসান

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৫ ১৮:২২:২৩
বিএনপি ক্ষমতায় এলে দেশে ফিরবেন কি সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও রাজনৈতিক পরিস্থিতি তার জন্য জটিল হয়ে উঠেছে।

গত বছরের জুলাই-আগস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হলে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ক্ষমতাসীন দলের অনেক নেতা-কর্মী নিরাপত্তাহীনতার মধ্যে পড়েন। এই সময়ে সাকিব আল হাসানও বিপদে পড়েন। তাকে হত্যা মামলার আসামি করা হয় এবং গ্রেফতার এড়ানোর জন্য তিনি বর্তমানে দেশে নেই।

ফলে, গত ১৩ মাস ধরে তিনি জাতীয় দলের বাইরে আছেন। যদিও বিদেশের বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন, জাতীয় দলের হয়ে এখনো মাঠে নামা তার জন্য সম্ভব হয়নি। তার আন্তর্জাতিক ক্রীড়াজীবনের সাফল্যের পরও রাজনৈতিক ও আইনি কারণে ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঘেরা।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে— বিএনপি ক্ষমতায় এলে সাকিব দেশে ফিরতে পারবেন কি না।

সম্প্রতি বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক আমিনুল হক এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাকিবের বিরুদ্ধে মামলা রাষ্ট্রীয়ভাবে হয়েছে, তবে এটি অবৈধ সরকারের একটি সিদ্ধান্ত। সরকারের পদক্ষেপে সাধারণ মানুষ যেমন নির্যাতিত হয়েছে, সেই দায় আওয়ামী লীগের ৩০০ জন সংসদ সদস্যকেও নিতে হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রই নেবে।

আমিনুল হক আরও বলেন, একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমি নিজেও রাজনৈতিক কারণে নানা সমস্যা ও হামলার শিকার হয়েছি। গুলিবিদ্ধ হয়েছি, নির্যাতিত হয়েছি। তাই আমি চাই না, কোনো খেলোয়াড় এমন পরিস্থিতির শিকার হোক। তিনি বলেন, খেলোয়াড়দের জন্য ন্যায় ও সহনশীলতা অপরিহার্য।

তিনি আরও যোগ করেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা স্বাভাবিক। একজন মানুষ তার মতামত প্রকাশ করতে পারেন। কিন্তু ভিন্নমতের কারণে কারও ওপর নির্যাতন করা আমি কখনো সমর্থন করি না। ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের জুলুম ও নির্যাতন হওয়া উচিত নয়।

-রফিক


জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল: জানালেন দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৫ ১৬:৪৫:৩৭
জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল: জানালেন দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা
মোহাম্মদ আশরাফুল। সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন। তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়, বরং বিশেষ ব্যাটিং কোচ হিসেবে তাঁকে এই নতুন দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্যই তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করবেন।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, "জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য এক রোমাঞ্চকর ও গর্বের মুহূর্ত।"

তিনি জানান, তিন বছর আগে লেভেল-৩ কোচিং সার্টিফিকেট সম্পন্ন করার পর তিনি ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এবং জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)-এ কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে তিনি স্বীকার করেন, জাতীয় দলের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে থাকবে, যা তার জন্য একটি ভিন্ন চ্যালেঞ্জ।

আশরাফুল জানান, তার মূল লক্ষ্য হলো বাংলাদেশের ব্যাটারদের মানসিকতা (Mental Fortitude) এবং গেম সচেতনতা (Game Awareness) উন্নত করা। তাঁর মতে, "আমাদের সমস্যার মূল কারণ টেকনিক নয়, সমস্যা মানসিকতায়।"

তিনি বলেন, খেলোয়াড়রা প্রায়শই ম্যাচের পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারে না, যার ফলে ভালো শুরু করেও তারা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনি আশা প্রকাশ করেন, খেলোয়াড়রা নিজস্ব পরিকল্পনা তৈরি করতে শিখবেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের ব্যাটিং কৌশল প্রয়োগ করবেন।

আশরাফুল দেশের ব্যাটিং সমস্যার উদাহরণ হিসেবে লিটন দাস এবং সৌম্য সরকারের সাম্প্রতিক ইনিংসগুলোর প্রসঙ্গ টেনেছেন, যেখানে গেম সচেতনতার ঘাটতি দেখা গেছে। এর বিপরীতে তিনি মুশফিকুর রহিমকে উদাহরণ হিসেবে এনেছেন, যার শৃঙ্খলাবদ্ধ ও ক্রিকেট বুদ্ধিসম্পন্ন ব্যাটিং সবসময় ফলপ্রসূ হয়েছে।

তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, "দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য অনেক।" আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হলে মানসম্পন্ন বোলারদের মুখোমুখি হতে হয় কঠিন উইকেটে। তাই খেলোয়াড়দের দ্রুত সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং নিজের খেলার গভীর বোঝাপড়া থাকতে হবে বলে তিনি মনে করেন।


শততম টেস্টের হাতছানি মুশফিকের: আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৪ ২০:৩৪:৪০
শততম টেস্টের হাতছানি মুশফিকের: আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি
ছবিঃ সংগৃহীত

আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দীর্ঘ সময় পর দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন চৌধুরী, আর অধিনায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এছাড়াও, অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল হাসান জয় দলে জায়গা পেয়েছেন। তবে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন এবং স্পিনার নাঈম হাসান।

মুশফিকের বিশেষ মাইলফলক ও সিরিজের গুরুত্ব

বাংলাদেশ দল ও সফরকারী আয়ারল্যান্ড দলের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি নতুন খেলোয়াড়দের সমন্বয়, অভিজ্ঞ ক্রিকেটারদের ফর্ম যাচাই এবং দলগত কৌশল পরীক্ষা করার সুযোগ দেবে।

এই সিরিজটি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জন্য একটি বিশেষ মাইলফলক এনে দিতে পারে। সিরিজের দুটি ম্যাচ খেলতে পারলেই তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার বিরল কীর্তি গড়বেন।

আয়ারল্যান্ডের দল ঢাকায় পৌঁছাবে আগামী ৬ নভেম্বর। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী এবং হাসান মুরাদ।


বিরাট কোহলির রেকর্ড ছাড়িয়ে ওয়ানডেতে নজির গড়লেন যিনি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৪ ১৮:২৬:৩৫
বিরাট কোহলির রেকর্ড ছাড়িয়ে ওয়ানডেতে নজির গড়লেন যিনি
ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে পুরোপুরি মনোনিবেশ করেছেন। ওয়ানডেতে ৩০৫ ম্যাচে ১৪,২৫৫ রান করে তিনি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পরিচিত। প্রায় ৫৮-এর গড়ে তার ধারাবাহিকতা প্রমাণ করে, কোহলির সাফল্যের সঙ্গে তুলনা করা অন্য কারোর জন্য কঠিন।

তবে এবার ওয়ানডেতে এক হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়ের মালিক হয়েছেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার। ক্রিকেট বিশ্বে তুলনামূলকভাবে দেরিতে প্রবেশ করা এই খেলোয়াড় ইতিমধ্যেই নিজের সক্ষমতা প্রমাণ করেছেন।

এর আগে এই রেকর্ডের দখল ছিল নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার এবং ভারতের বর্তমান ব্যাটিং কোচ রায়ান টেন ডাসকাটের হাতে। ৩৩ ওয়ানডে ম্যাচে তিনি ৬৭-এর গড়ে ১,৫৪১ রান করেছিলেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে মিলিন্দ কুমার ওয়ানডেতে ২২ ম্যাচে ১,০১৬ রান সংগ্রহ করে গড়ে ৬৭.৭৩-এ পৌঁছেছেন। বিশেষ করে ২০২৫ সালে তার পারফরম্যান্স ছিল অনবদ্য—১২ ম্যাচে ৮১.৫০ গড়ে মোট ৬৫২ রান সংগ্রহ করেছেন তিনি।

গড় রানের দিক থেকে মিলিন্দ কুমার এবং রায়ান টেন ডাসকাটের পরে তৃতীয় অবস্থানে আছেন কোহলি (৫৭.৭১ গড়ে ১৪,২৫৫ রান)। এটি স্পষ্টভাবে দেখাচ্ছে, ধারাবাহিকতা এবং গড় রানের বিচারে মিলিন্দ কুমারের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে নতুন নজির স্থাপন করছে।

বর্তমানে আইসিসি বিশ্বকাপ লিগ-২-এ খেলছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে মিলিন্দ কুমার খেলেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস, আর তার সঙ্গে সাইতেজা মুক্কামাল্লা যোগ করেন ১২৩ রান। দুজনে চতুর্থ উইকেটে গড়ে তোলেন ২৬৪ রানের বিশাল জুটি, যা ওয়ানডেতে এই পজিশনে দ্বিতীয় সর্বোচ্চ।

ম্যাচে ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় নামা সংযুক্ত আরব আমিরাত মাত্র ৪৯ রানের মধ্যে অল-আউট হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে রুশিল উগারকার একাই শিকার করেন ৫ উইকেট, খরচ করেন মাত্র ২২ রান। ফলস্বরূপ, ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ২৪৩ রানের ব্যবধানে জয় অর্জন করে যুক্তরাষ্ট্র।

-শরিফুল


রিয়াল বনাম লিভারপুল: চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ লড়াই আজ যখন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৪ ০৯:০৬:২৪
রিয়াল বনাম লিভারপুল: চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ লড়াই আজ যখন
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ লা লিগার চলতি মৌসুমে অসাধারণ ফর্মে খেলছে। সম্প্রতি তারা জয়ী হয়ে মাঠে নামছে চ্যাম্পিয়নস লিগে। একই রাতে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগের লিভারপুল, টটেনহাম এবং ইউরোপ সেরাদের শীর্ষ দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

আজকের হাইভোল্টেজ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল। ম্যাচ শুরু হবে রাত ২টায়। একই সময়ে মাঠে নামছে আরও ম্যাচ: পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম সেন্ট গিলোইস, জুভেন্টাস বনাম স্পোর্টিং সিপি, বোদো বনাম মোনাকো এবং টটেনহাম বনাম কোপেনহেগেন।

রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। চ্যাম্পিয়নস লিগেও তারা টানা তিন জয় নিয়ে অপরাজিত অবস্থায় রয়েছে। লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে রিয়ালের দল উচ্চ আত্মবিশ্বাসে মাঠে নামবে।

অপরদিকে, লিভারপুল প্রিমিয়ার লিগে টানা চার হারের পর সাম্প্রতিক ম্যাচে জিতেছে। এই জয়ের ফলে কিছুটা আত্মবিশ্বাস ফিরে এসেছে, তবে রিয়ালের বিপক্ষে তারা এখনও শক্ত প্রতিদ্বন্দ্বী। ইউরোপ সেরাদের মঞ্চে তিন ম্যাচে তাদের দুই জয় এবং গ্রুপ টেবিলে দশ নম্বরে অবস্থান।

বায়ার্ন মিউনিখ আজ পিএসজির মুখোমুখি হবে। বুন্দেসলিগায় এখন পর্যন্ত অপরাজিত থাকা বায়ার্ন ফুরফুরে মেজাজে মাঠে নামবে। চ্যাম্পিয়নস লিগেও তারা টানা তিন জয় নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে। গোল ব্যবধানে এগিয়ে থাকা বায়ার্ন শীর্ষে ওঠার জন্য এই ম্যাচে ভালো সুযোগ পাবে।

প্যারিস সেন্ট জার্মেই ঘরোয়া লিগে শীর্ষে অবস্থান করছে। দুই লিগের শীর্ষ দলের এই মুখোমুখি লড়াই গ্রুপ টেবিলে বড় পরিবর্তন আনতে পারে। তবে ইউরোপে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা এখন পরীক্ষা হবে।

অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় মোটামুটি ভালো অবস্থানে থাকলেও চ্যাম্পিয়নস লিগে তারা গ্রুপ টেবিলের ১৯ নম্বরে অবস্থান করছে। তিন ম্যাচের দুটি হারে তাদের অবস্থা জটিল, তবে সেন্ট গিলোইসের বিপক্ষে জয় সহজলভ্য।

এছাড়া জুভেন্টাস, টটেনহাম ও মোনাকোও নিজেদের ম্যাচে জয়ী হওয়ার সুযোগ নিয়েই মাঠে নামবে। প্রতিটি ম্যাচের ফলাফল গ্রুপ পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

-রফিক


বার্সেলোনার তারকা ইয়ামালের প্রেম ভেঙেছে, বাবা দিলেন বিয়ের ঘোষণা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০২ ১৬:২৩:৫১
বার্সেলোনার তারকা ইয়ামালের প্রেম ভেঙেছে, বাবা দিলেন বিয়ের ঘোষণা
ছবিঃ সংগৃহীত

বার্সেলোনার ১৮ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল এবার মাঠের পারফরম্যান্সের বাইরেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। একদিকে যখন আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার মাত্র তিন মাসের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে; ঠিক তখনই বিয়ের ঘোষণা দিয়েছেন তার বাবা মুনির নাসরাবি।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ২৫ বছর বয়সী গায়িকা নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক আর নেই। সম্প্রতি ইয়ামালের মিলান সফরকে কেন্দ্র করে প্রতারণার গুজব উঠলেও; তরুণ এই ফরোয়ার্ড তা উড়িয়ে দিয়েছেন। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জাভি হোয়োসকে ইয়ামাল নিশ্চিত করেছেন, 'আমরা আর একসঙ্গে নেই; এখানে কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতার বিষয় নেই, শুধু আলাদা হয়ে গেছি এটাই সত্যি।'

বার্সেলোনার '১০ নম্বর' জার্সিধারী এই তারকার প্রেম ভাঙার খবরের মধ্যেই তার পরিবারে বইছে খুশির হাওয়া। ইয়ামালের বাবা মুনির নাসরাবি নিজেই তার বিয়ের খবর জানিয়েছেন। রান্নার রেসিপি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। মুনির তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা দেন যে; তিনি তার মালাগাসি প্রেমিকা খেরসিকে বিয়ে করতে চলেছেন। এই ঘোষণায় সামাজিক মাধ্যমে তার অনুসারীরা মিশ্র প্রতিক্রিয়া ও অভিনন্দন জানিয়েছেন।


বিশ্বকাপের আগে অবসর: টি–টোয়েন্টি অধ্যায়ের ইতি টানলেন উইলিয়ামসন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০২ ১২:০৫:০৩
বিশ্বকাপের আগে অবসর: টি–টোয়েন্টি অধ্যায়ের ইতি টানলেন উইলিয়ামসন
ছবিঃ সংগৃহীত

নিউজিল্যান্ডের ব্যাটিং মহাতারকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় ঘোষণা করেছেন। আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে স্পষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

টি–টোয়েন্টি ক্রিকেটের এই অধ্যায় শেষ করছেন দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান–সংগ্রাহক হিসেবে। ফরম্যাটটিতে তিনি ৯৩ ম্যাচে ২ হাজার ৫৭৫ রান করেছেন, যেখানে রয়েছে ১৮টি অর্ধশতক এবং ৩৩.৪ গড়। তার অধিনায়কত্বে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে নিউজিল্যান্ড, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেও তার দল শিরোপা জিততে পারেনি। এছাড়া ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি।

গত সপ্তাহে ৩৫ বছর বয়সী উইলিয়ামসন জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক ব্যস্ততা কমিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আরও মনোযোগ দিতে চান। এরই ধারাবাহিকতায় সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়েন এবং নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আংশিক চুক্তিতে সই করেন।

উইলিয়ামসন বলেন, “এটি আমার ও দলের জন্য উপযুক্ত সময়। আসন্ন সিরিজ এবং পরবর্তী বিশ্বকাপের আগে দলকে পরিষ্কার পরিকল্পনা দিতে হবে। আমাদের দলে প্রচুর টি–টোয়েন্টি প্রতিভা আছে, পরবর্তী সময়টা তাদের গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ হবে।”

তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার থেকে শুরু হওয়া টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না। এরপরের ওয়ানডে সিরিজেও থাকছেন না। তবে ডিসেম্বরের তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে প্রস্তুত তিনি, যেখানে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯ হাজার ২৭৬ রানের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ থাকবে তার সামনে।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিক বলেন, “কেন তার মহৎ ক্যারিয়ারের শেষ অধ্যায় কীভাবে সাজাবেন, সেটি নির্ধারণের পূর্ণ অধিকার তার আছে। আমরা চাই তিনি যতদিন সম্ভব খেলুন। তিনি যখনই বিদায় বলবেন, নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি হিসেবেই স্মরণীয় থাকবেন।”

-হাসানুজ্জামান


শেষ মুহূর্তে মেসির গোলেও বাঁচল না মায়ামি, ন্যাশভিলের দাপটে সিরিজ সমতায়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০২ ১০:৫৯:৪৪
শেষ মুহূর্তে মেসির গোলেও বাঁচল না মায়ামি, ন্যাশভিলের দাপটে সিরিজ সমতায়
ছবিঃ সংগৃহীত

লিওনেল মেসির ৮৯তম মিনিটের গোল শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেনি। শনিবার মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসি ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামিকে। টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে পাওয়া এই জয়ে সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল। এখন শিরোপার লড়াই বাঁচাতে তৃতীয় ও নির্ধারক ম্যাচ খেলতে হবে মায়ামিকে।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল ন্যাশভিল। নবম মিনিটে স্যাম স্যারিজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর ভুলে ডি-বক্সে ফাউলের সিদ্ধান্ত আসে, আর স্যারিজ নিখুঁত শটে বল পাঠান জালে। বিরতির ঠিক আগে জশ বাওয়ার কর্নার থেকে পাওয়া বল ডান পায়ে ঠেলে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি আক্রমণে গতি আনার চেষ্টা করে। ৬৬তম মিনিটে লুইস সুয়ারেজ গোলের সুযোগ পেলেও ন্যাশভিলের গোলরক্ষক জো উইলিস অসাধারণ সেভে তা ঠেকান। এরপর ইয়ান ফ্রের শটও ব্লক হয়ে যায়।

শেষ মুহূর্তে দলের দায়িত্ব কাঁধে নেন মেসি। ৮৫ ও ৮৬ মিনিটে তার দুটি শট রুখে দেন উইলিস, কিন্তু ৮৯তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে বক্সের ডান দিক থেকে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। এমএলএস গোল্ডেন বুট জয়ী মেসি গোল করলেও ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট হয়নি।

প্রথম ম্যাচে মেসির জোড়ায় ৩-১ ব্যবধানে জিতেছিল মায়ামি। কিন্তু দ্বিতীয় ম্যাচে এই হার তাদের স্মরণ করিয়ে দিল গত মৌসুমের দুঃস্বপ্ন। তখনও প্রথম রাউন্ডে জিতেছিল তারা, কিন্তু পরে পরপর দুই ম্যাচ হেরে বিদায় নেয়।

সিরিজের জয়ী দল মুখোমুখি হবে কলম্বাস ক্রু অথবা সিনসিনাটির। বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সিনসিনাটি।

ইস্টার্ন কনফারেন্সে ফিলাডেলফিয়ার অগ্রযাত্রা

অন্যদিকে, ইস্টার্ন কনফারেন্সে সাপোর্টার্স শিল্ডজয়ী ফিলাডেলফিয়া ইউনিয়ন ৩-০ গোলে শিকাগো ফায়ারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। ম্যাচের প্রথম ১৬ মিনিটেই তাই বারিবোর জোড়া গোল দলকে এগিয়ে দেয়। ৩৫ মিনিটে ব্রুনো দামিয়ানি ব্যবধান আরও বাড়ান।

গোলরক্ষক আন্দ্রে ব্লেক ৩২ মিনিটে শিকাগোর ব্রায়ান গুতিয়েরেসের পেনাল্টি শট ঠেকিয়ে দেন।

এখন ফিলাডেলফিয়া খেলবে শার্লট এফসি বা নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে। শার্লট ইয়াঙ্কি স্টেডিয়ামে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জিতে তৃতীয় ম্যাচে প্রেরণা পেল। গোলরক্ষক ক্রিস্টিয়ান কাহলিনা সিদ্ধান্তমূলক শট রুখে দেন, আর নাথান বায়ার্ন নির্ধারক শটে দলকে জয় এনে দেন।

-হাসানুজ্জামান

পাঠকের মতামত:

সংষ্কারের নামে বিরাজনীতিকরণ: বিএনপির বাস্তববাদী অবস্থান ও এন্টি পলিটিক্সের ফাঁদ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংষ্কার প্রসঙ্গটি এখন এক ধরনের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই প্রক্রিয়ায় বিএনপির অবস্থান নিয়ে... বিস্তারিত

হৃদরোগের ঝুঁকি কম বয়সে: হার্টের রক্তনালী বন্ধ হওয়ার ৭টি প্রাথমিক লক্ষণ চিনে সতর্ক হোন

হৃদরোগের ঝুঁকি কম বয়সে: হার্টের রক্তনালী বন্ধ হওয়ার ৭টি প্রাথমিক লক্ষণ চিনে সতর্ক হোন

বর্তমানে কম বয়সের মধ্যেই হৃদরোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তীব্র মানসিক চাপ এবং অপর্যাপ্ত শারীরিক চলাফেরার মতো কারণগুলো... বিস্তারিত