বৃষ্টিতে কেকেআরের বিদায়: কোহলির বেঙ্গালুরুর আনন্দ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০৯:০০:১৮
বৃষ্টিতে কেকেআরের বিদায়: কোহলির বেঙ্গালুরুর আনন্দ

সত্য নিউজ: বেঙ্গালুরুতে টানা বৃষ্টিতে ভেসে গেল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) আইপিএল ২০২৫ শিরোপা জয়ের স্বপ্ন। নির্ধারিত ম্যাচে বল মাঠে গড়ানোরই সুযোগ হয়নি, এমনকি খেলোয়াড়রাও ওয়ার্মআপে নামতে পারেননি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।

এই এক পয়েন্টেই নিশ্চিত হয়ে গেল কেকেআরের বিদায় এবং প্লে-অফে জায়গা করে নিল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কেকেআরের পয়েন্ট দাঁড়িয়েছে ১২, যা এখন আর ১৪-এর বেশি হবে না। ইতোমধ্যে তিনটি দল ১৪ পয়েন্টের বেশি নিয়ে এগিয়ে গেছে, ফলে কেকেআরের সামনে সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ।

অন্যদিকে, ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আরসিবি পৌঁছে গেছে সুবিধাজনক অবস্থানে। এখন তাদের নজর প্রথম দুই স্থানে থাকার দিকে, কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী, শীর্ষ দুই দল প্লে-অফে দুটি সুযোগ পায় ফাইনালে ওঠার।

আরসিবির প্রধান প্রতিদ্বন্দ্বী গুজরাট টাইটানসের রয়েছে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট এবং পাঞ্জাব কিংসের ১১ ম্যাচে ১৫ পয়েন্ট। এক নজরে বোঝা যাচ্ছে, কোহলিদের সামনে এখনও সম্ভাবনা আছে শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার।

এই ম্যাচে সবচেয়ে হতাশ হয়েছেন বিরাট কোহলির ভক্তরা। সাদা পোশাকে তারা মাঠে এসেছিলেন তার টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রতি শ্রদ্ধা জানাতে, কিন্তু বৃষ্টির কারণে প্রিয় তারকাকে এক ঝলকও দেখা গেল না।

বেঙ্গালুরুতে বর্ষা শুরু হয়ে গেছে, তবে সামনে রয়েছে আরসিবির ঘরের মাঠে আরেকটি ম্যাচ—প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, যারা ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। এই ম্যাচে দুই পয়েন্ট ও কোহলির বিদায় উদযাপনের সুযোগ কাজে লাগাতে চায় বেঙ্গালুরু। তবে ভক্তরা একটাই প্রার্থনা করছেন—এই ম্যাচে যেন আর বৃষ্টি না আসে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ