ভারতে গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ জালিয়াতির অভিযোগে আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করার পর বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যেভাবে ধরা পড়লেন জুবায়ের
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন জুবায়ের। তবে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে না গিয়েও জালিয়াতি করে ভুয়া এন্ট্রি সিল দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে তিনি ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। এরপর তাকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলা ও জেলহাজতে প্রেরণ
জালিয়াতির অভিযোগে দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন হোসেন বাদী হয়ে জুবায়েরের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরণখোলা থানার হুমায়ুন কবিরের ছেলে।
বিচার বিভাগে বড় পরিবর্তন: ২৬৭ জনকে জেলা জজ পদে পদোন্নতি
সারাদেশের অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকদের পদোন্নতি দিতে বড় ধরনের প্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। এই সভায় মোট ২৬৭ জন বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০টির অধিক এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।
বিপুল পদোন্নতির কারণ ও প্রক্রিয়া
ফুলকোর্ট সভার সূত্র অনুযায়ী, এই সভায় জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজসহ বিভিন্ন ক্যাটাগরিতে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আইন মন্ত্রণালয় থেকে মোট ১ হাজার ১০৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তার পদোন্নতির জন্য সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্যে ছিল:
অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে ৩৪৫ জন।
যুগ্ম জেলা ও দায়রা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২০৭ জন।
সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে ৫৫১ জন।
বাছাই কমিটির পর্যালোচনার পর বিষয়টি ফুলকোর্ট সভায় অনুমোদনের জন্য তোলা হয়। সভায় অনুমোদনের পর এই প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
দেশে সম্প্রতি বিচার বিভাগের শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৯১টি নতুন জেলা জজের পদ সৃষ্টি হয়েছে। পাশাপাশি, দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করার কারণে নতুন আদালতও গঠিত হয়েছে। এই কারণেই এত বিপুল সংখ্যক বিচারকের পদোন্নতির জন্য বড় পরিসরে প্যানেল তৈরি করা হয়েছে।
আলোচিত কামরুন্নাহারকে নিয়ে সিদ্ধান্ত
বিচার বিভাগের শৃঙ্খলা সংক্রান্ত আলোচনার পাশাপাশি, সভায় আলোচিত রাজধানীর বনানী রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার ক্ষমতা ফিরে পাবেন কি না—এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এছাড়াও, আগামী বছরের জন্য সুপ্রিম কোর্টের ছুটির ক্যালেন্ডার সময় নির্ধারণ এবং বিচার বিভাগের সামগ্রিক শৃঙ্খলা নিয়েও সভায় আংশিক আলোচনা হয়েছে।
খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় দলের দীর্ঘদিনের পরিচিত ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি একটি আসনে নতুন মুখের মনোনয়ন দলীয় নেতাকর্মীদের মধ্যে চমক সৃষ্টি করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা প্রকাশ করেন।
যে পাঁচ আসনে মনোনয়ন পেলেন প্রার্থীরা
খুলনা–২ (সদর–সোনাডাঙ্গা) আসন, এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা–৩ (খালিশপুর–দৌলতপুর–খানজাহান আলী) আসন, দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল-কে প্রার্থী করা হয়েছে।
খুলনা–৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়া) আসন, নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল মনোনয়ন পেয়েছেন।
খুলনা–৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসন, এই আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি।
খুলনা–৬ (পাইকগাছা–কয়রা) আসন, সবচেয়ে বড় চমক দেখিয়ে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সদ্য দায়িত্ব পাওয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পিকে।
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনটি আপাতত ‘হোল্ড’ বা স্থগিত রাখা হয়েছে। সূত্র জানিয়েছে, এই আসনে বিদ্যমান দলীয় কোন্দল মিটিয়ে খুব শিগগিরই প্রার্থিতা ঘোষণা করা হবে।
মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের প্রতিক্রিয়া
খুলনা-২ আসনে মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এই সিদ্ধান্তকে দলের প্রতি তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন বলে অভিহিত করেন। তিনি বলেন, "দলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা দোয়া করেছেন, নামাজ আদায় করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সঠিক মূল্যায়নের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"
অন্যদিকে, খুলনা-৬ আসনে মনোনয়ন নিয়ে চমক দেখিয়েছেন মনিরুল হাসান বাপ্পি। এই আসনে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ এবং সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিকের মতো অনেকেই মনোনয়নের আশায় মাঠে সক্রিয় ছিলেন। তবে এই দৌড়ে মনিরুল হাসান বাপ্পি আলোচনায় ছিলেন না। গত ২৭ অক্টোবর খুলনা বিভাগের প্রার্থীদের সাথে তারেক রহমানের মতবিনিময়ে তাকে ডাকা হয় এবং হঠাৎ করে রোববার তাকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। এরপর সোমবার তাকে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে চমক দেখাল দলটি।
নিজের মনোনয়ন প্রসঙ্গে মনিরুল হাসান বাপ্পি আবেগ প্রকাশ করে বলেন, "দীর্ঘ ৩৫ বছর ধরে এই দলের কর্মী। ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু। ছাত্রদল করেছি, যুবদল করেছি। জেলা বিএনপির কয়েকটি পদে ছিলাম। দীর্ঘদিনের রাজনীতিতে গেল ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দলকে আমি একদিনের জন্য ফাঁকি দেইনি।" তিনি আরও বলেন, "দল আমাকে মূল্যায়ন করেছে, আমার শ্রমের মর্যাদা দিয়েছে। রাজপথের কর্মী, রাজপথের শ্রম যে বৃথা যায় না, দলের এই মূল্যায়ন তারই একটি বার্তা।" তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনজীবীর দাবি: অহেতুক হয়রানি করতেই কোমলমতি বর্ষাকে গ্রেপ্তার করেছে পুলিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার ১৫ দিনের মাথায় ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে জামিন আবেদনটি নামঞ্জুর করেন।
জামিন আবেদনে যা বললেন আইনজীবী
গ্রেপ্তারকৃত বর্ষার আইনজীবী মাহমুদুল হাসান শহীদ জামিন আবেদনে উল্লেখ করেন, আসামি বর্ষা এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি অভিযোগ করেন, পুলিশ অহেতুক হয়রানি করার জন্য গত ২১ অক্টোবর বর্ষাকে গ্রেপ্তার করে। আইনজীবী আরও দাবি করেন, এজাহারে আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি বর্ষাকে একজন কোমলমতী শিক্ষার্থী ও কিশোরী হিসেবে উল্লেখ করে তাঁর জামিন মঞ্জুরের প্রার্থনা জানান।
রাষ্ট্রপক্ষের বিরোধিতা ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি
তবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা চৌধুরী সুমন জামিনের ঘোর বিরোধিতা করেন। তিনি বলেন, এই আসামি একটি হত্যা মামলার আসামি এবং সে নিজেই দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তিনি বলেন, তাকে জামিন দেওয়ার কোনো কারণ নেই, কারণ জামিন পেলে তিনি পলাতক হতে পারেন।
এর আগে গত ২১ অক্টোবর বর্ষাসহ এই মামলার আরও দুজন আসামি—বর্ষার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া প্রীতম নামে আরেকজন ঘটনার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।
প্রেমের সম্পর্ক ও হত্যার পরিকল্পনা
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাহিরের সঙ্গে বর্ষার প্রায় দেড় বছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। জোবায়েদ প্রায় এক বছর আগে থেকে বর্ষাকে টিউশন করাতেন এবং এই সূত্রেই শিক্ষকের সঙ্গে বর্ষার একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানতে পেরে মাহির ও বর্ষার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। ঘটনার এক মাস আগে মাহির যখন জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন, তখন তিনি তা মেনে নিতে পারেননি। একপর্যায়ে বর্ষাও মাহিরকে জোবায়েদকে হত্যা করার জন্য অনুরোধ করেন, এবং বলেন যে তিনি জোবায়েদকে আর সহ্য করতে পারছেন না।
এরপর মাহির ও বর্ষা জোবায়েদকে হত্যা করার জন্য একাধিক পরিকল্পনা করেন। জোবায়েদ কখন বাসায় পড়াতে আসেন এবং কখন চলে যান, বর্ষা নিয়মিতভাবে সে তথ্য মাহিরকে জানাতেন। মাহির তার বন্ধু আয়লানের সঙ্গে হত্যার পরিকল্পনা করে এবং আগানগর বউ বাজার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৫০০ টাকা দিয়ে একটি সুইচ গিয়ার চাকু কেনেন।
যেভাবে শুরু মামলার সূত্রপাত
গত ২১ অক্টোবর জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, মো. জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতেন। প্রতিদিনের মতো তিনি ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং রৌশান ভিলায় পড়ানোর জন্য যান।
একই তারিখে সন্ধ্যা প্রায় ৫টা ৪৮ মিনিটের দিকে ওই ছাত্রী জোবায়েদ হোসাইনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারের মাধ্যমে জানান, জোবায়েদ স্যার খুন হয়ে গেছেন এবং কে বা কারা তাকে খুন করেছে।
এ বিষয়টি ওই দিন রাত আনুমানিক ৭টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কামরুল হাসান, ভুক্তভোগী জোবায়েদের ভাই এনায়েত হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। খবর পেয়ে এনায়েত তার শ্যালক শরীফ মোহাম্মদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল রৌশান ভিলায় পৌঁছান। ভবনের নিচতলা থেকে ওপরে ওঠার সময় তিনি সিঁড়ি এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ভবনের ৩য় তলার রুমের পূর্ব পার্শ্বে সিঁড়িতে গেলে সেখানে সিঁড়ির ওপর জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় দেখতে পান।
ফ্যাসিস্ট খুনি' শেখ হাসিনার বিচারের রায় আসছে: তথ্য উপদেষ্টার ঘোষণা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহেই "ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে"। এই রায়ের মাধ্যমে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে এবং তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারের মুখোমুখি করা হবে খুনিদের
মাহফুজ আলম বলেন, "অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা অতীতে আমাদের ছাত্র-জনতাকে হত্যা করেছে, গুম-খুনে জড়িত ছিল, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।"
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক দূর এগিয়েছে এবং "জুলাই সনদে সাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।" তিনি জোর দিয়ে বলেন, "শেখ হাসিনাকে উৎখাত করে আমরা একটি নতুন সরকার গঠন করেছি।" এই সরকারের মূল কাজ হলো দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে পরবর্তী নির্বাচিত সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, তাঁরা এমন একটি বাংলাদেশ চান যেখানে সবার মতামতের মূল্য থাকবে, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতে গুম-খুনের মতো কালো অধ্যায় যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
উপজেলা প্রশাসনের সংবর্ধনা ও অন্যান্য কর্মসূচি
এর আগে রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপদেষ্টা মাহফুজ আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবীন শীষ, ওসি আবদুল বারী, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে, উপদেষ্টা মাহফুজ আলম সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর তিনি জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরে তিনি সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তার বাবা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা এবং বড় ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার ঢাকার কোথায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে
কেনাকাটা করার জন্য প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ যাতায়াত করেন। তবে জ্যাম, ভোগান্তি ও সময় ব্যয় করার পর অনেক ক্রেতা গন্তব্যে পৌঁছে দেখেন, দোকানপাট বা মার্কেট বন্ধ। এর ফলে শুধু কাজই হয়নি, বরং মূল্যবান সময়ও নষ্ট হয়ে যায়। তাই বাইরে বের হওয়ার আগে জানা গুরুত্বপূর্ণ, আজ মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
আজ বন্ধ থাকবে নিম্নোক্ত এলাকার দোকানপাট:
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
আজ বন্ধ থাকবে নিম্নোক্ত মার্কেট ও শপিং সেন্টার:
বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।
শহরের ক্রেতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, যাতে তারা পরিকল্পনা অনুযায়ী কেনাকাটা করতে পারেন এবং অবাঞ্ছিত সময়ের ক্ষতি এড়াতে পারেন। বিশেষ করে, বড় মার্কেট ও ব্যবসায়িক কেন্দ্রে যাওয়ার আগে এই তালিকা দেখে নেওয়া জরুরি, যাতে ভোগান্তি ও সময় নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।
-শরিফুল
সেই কালামের পরিবারকে দেওয়া অর্থ নিয়ে যা বলল মেট্রোরেল কর্তৃপক্ষ
গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দুর্ঘটনায় নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারকে দেওয়া ৫ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। তিনি বলেছেন, “এটি জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবে দেওয়া হয়েছে।”
আজ সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই ব্যাখ্যা দেন।
আবুল কালাম আজাদের পরিবারকে দেওয়া ৫ লাখ টাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছিল। এই বিষয়ে মো. ফারুক আহমেদ বলেন:
“অনেকে এটাকে জীবনের মূল্য বলছেন, আসলে এটা জীবনের মূল্য হিসেবে দেওয়া হয়নি। ওটা তাকে ইমিডিয়েট সাহায্য হিসেবে দেওয়া হয়েছে।”
তিনি জানান, দুর্ঘটনার পর মরদেহ হাসপাতাল নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত ডিএমটিসিএল এবং মন্ত্রণালয় উভয়ে মিলে সবকিছুর ব্যবস্থা করেছে। কিছু সাহায্য হিসেবে উপদেষ্টা স্যার মন্ত্রণালয় থেকে দিয়েছেন।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, তারা নিহতের পরিবারকে স্থায়ীভাবে সাহায্য করার জন্য দীর্ঘমেয়াদি সমাধান খুঁজেছেন।
চাকরির ব্যবস্থা মো. ফারুক আহমেদ বলেন, “ওনার ওয়াইফের সঙ্গে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে। ওনার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েট একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে।” নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বর্তমানে অনার্সে পড়ছেন।
ভবিষ্যৎ পদোন্নতি তিনি বলেন, “ওনার হয়ত আরও ছয় মাস লাগবে অনার্স কমপ্লিট করতে। অনার্স কমপ্লিট করলে, ওই যোগ্যতা অনুযায়ী যতটুকু চাকরিতে তাকে পদোন্নতি দেওয়া যায় বা করা যায়, ওই ব্যবস্থা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
পাবনায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, তিন এসআই আহত
পাবনায় মাদকাসক্ত ছেলের হাতে তার বাবা নিজাম প্রামাণিক (৬০) নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশের বরাতে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ছেলেকে আটক করা হয়েছে, তবে তাকে গ্রেপ্তার করতে গিয়ে তিনজন থানার উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত নিজাম প্রামাণিক ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে এবং তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষি কাজ করতেন, তবে তিনি দীর্ঘদিন ধরে মাদকের অভ্যাসে আসক্ত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিজাম প্রামাণিক নতুন বাজার থেকে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাড়ি ফেরেন। রাতের খাবার শেষে তিনি এশার নামাজের জন্য প্রস্তুতি নেন। সেই সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছেলে মোস্তফা ঘরে ওঁৎপেতে থাকা অবস্থায় দরজা বন্ধ করেন। এরপর ধারালো হাসুয়া দিয়ে বাবা নিজাম প্রামাণিককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন এবং নিশ্চিত করার পর ঘর থেকে বের হন।
ঘাতক মোস্তফা পরে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকেন। এরপর বাড়ির অন্যান্য লোক বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং মোস্তফাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় মোস্তফা ছুরিকাঘাত চালিয়ে সদর থানার তিনজন এসআই আবু বকর সিদ্দিক, জিয়াউর রহমান ও আবু রায়হানকে আহত করেন।
ওসি আব্দুস সালাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আহত তিনজন এসআইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
ঢাকার আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এক নজরে
রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিন বিভিন্ন সরকারি দফতর, সংস্থা, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন নানা কর্মসূচি পরিচালনা করে থাকে। এই কর্মসূচিগুলোর কারণে অনেক গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে, যা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও যানবাহনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। তাই সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে জেনে নেওয়া জরুরি।
আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে বেশ কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি রয়েছে। বিএনপি মঙ্গলবারের দিনের জন্য গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেছে। সকাল ও দুপুরের অংশে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যা দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টার মধ্যে শেষ হবে। এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় প্রার্থী মনোনয়ন সংক্রান্ত প্রস্তুতি বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই দিনে জাতীয় প্রেস ক্লাবে বেলা ১১টায় আব্দুস সালাম হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করা হবে।
এছাড়া সমমনা আটটি দল ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যৌথ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই আট দলের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরে একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রস্তাবিত কর্মসূচি এবং দাবিসমূহের বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।
-রাফসান
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়
সিলেটের বিভিন্ন এলাকায় আজ সোমবার প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কারণে নেওয়া বিশেষ ব্যবস্থার অংশ। রবিবার (২ নভেম্বর) সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ হবে না।
বিউবো সূত্রে জানানো হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে গাছপালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার এবং ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহের গুণগত মান বৃদ্ধি এবং অপ্রত্যাশিত বিদ্যুৎ বিভ্রাট কমানো সম্ভব হবে।
নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালীন লাইনকে চালু বলেই গণ্য করতে হবে। এতে কেউ দুর্ঘটনার শিকার না হয়, সেই নিশ্চয়তা রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।
-রফিক
পাঠকের মতামত:
- দুই বন্ধুর ক্ষমতার লড়াইয়ে রক্তগঙ্গা সুদানে: লাশের গন্ধে ভারী বাতাস, দেড় কোটি মানুষ ঘরছাড়া
 - বিচার বিভাগে বড় পরিবর্তন: ২৬৭ জনকে জেলা জজ পদে পদোন্নতি
 - রোজ এক কোয়া কাঁচা রসুন: এক মাস পর শরীরে দেখা যায় ৪টি আশ্চর্য পরিবর্তন
 - কারা পাবেন বিনা হিসাবে জান্নাত? হাদিসের আলোকে জানুন সৌভাগ্যবানদের বিশেষ গুণাবলী
 - শততম টেস্টের হাতছানি মুশফিকের: আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি
 - ক্ষমতায় গেলে জনগণ বুঝবে কত ধানে কত চাল, বিএনপিকে হুঁশিয়ারি ফয়জুল করীমের
 - জুলাইয়ে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ নোটিশ দিল ঢাবি
 - রপ্তানি আয়ে বড় ধস; যুক্তরাষ্ট্রের শুল্কে চাপে পোশাক শিল্প
 - 'জয় বাংলা' বলে মনোনয়ন হারালেন বিএনপি প্রার্থী কামাল জামান
 - খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা
 - বিরাট কোহলির রেকর্ড ছাড়িয়ে ওয়ানডেতে নজির গড়লেন যিনি
 - আপনার সুরক্ষা এখন ক্রোমের হাতে: অনিরাপদ ওয়েবসাইটে ঢুকতে দেবে না নতুন ফিচার
 - বাজারে স্বর্ণের পুনরায় উত্থান, দাম ছুঁতে পারে ৪,০০০ ডলার
 - চেঙ্গিস খানের অজানা গল্প: এক গরীব বালক যেভাবে পৃথিবীর ৪০% মানুষের যমদূত হয়ে উঠেছিল!
 - ৩০০ আসন থেকে সরে এলো এনসিপি; সম্মান জানাল খালেদা জিয়ার আসনকে
 - কালাত জেলায় অভিযান: পাক-বাহিনীর গুলিতে নিহত 'ভারতীয় প্রক্সি বাহিনীর' ৪ সদস্য
 - সুস্থ ও সতেজ থাকতে জিমে যাওয়ার প্রয়োজন নেই: ঘরে বসেই করুন এই ৫টি সহজ ব্যায়াম
 - 'শাপলা কলি' প্রতীকে নিবন্ধন: নির্বাচন কমিশনের তালিকায় জাতীয় নাগরিক পার্টি
 - আইনজীবীর দাবি: অহেতুক হয়রানি করতেই কোমলমতি বর্ষাকে গ্রেপ্তার করেছে পুলিশ
 - উপকূলীয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
 - জাতীয় নির্বাচনে চূড়ান্ত নিবন্ধন পেল ৩ দল
 - আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ আবার পেছাল
 - ০৪ নভেম্বর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
 - ০৪ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
 - ০৪ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
 - বুক জ্বালা কমাতে ওষুধ নয়, ভরসা রাখুন প্রাকৃতিক পানীয়ে; জেনে নিন ৪টি কার্যকর উপায়
 - নির্বাচনে মনোনয়নের পর মির্জা ফখরুল দিলেন 'শেষ নির্বাচনের' বার্তা
 - নির্বাচনে 'না ভোট' বিধান যুক্ত করে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি
 - ১৫ বছরের সরকারি বন্ড কুপন পেমেন্টের জন্য রেকর্ড ডেট নির্ধারিত
 - ৫ ও ৬ নভেম্বর বন্ধ থাকবে ২ বছরের সরকারি ট্রেজারি বন্ড
 - রেকর্ড ডেট ঘিরে দুই দিন লেনদেন বন্ধ থাকবে
 - ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ক্রেডিট রেটিং প্রকাশ
 - নির্বাচনে পুলিশি পক্ষপাতিত্ব বরদাস্ত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি
 - ফ্যাসিস্ট খুনি' শেখ হাসিনার বিচারের রায় আসছে: তথ্য উপদেষ্টার ঘোষণা
 - বাংলাদেশকে আল্টিমেটাম: ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের
 - পানি ও খাদ্য নিরাপত্তা: ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের কারণ
 - বিশ্বের শ্রেষ্ঠ আকাশচুম্বী ভবনের খেতাব মালয়েশিয়ায় যে টাওয়ারের
 - ডিএসই-সিএসইতে সকালের লেনদেনের মধ্যে সূচক বৃদ্ধি
 - আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য
 - বিএনপির ৬৩ খালি আসনে যারা পেতে পারেন প্রাধান্য
 - নির্বাচনি অনিয়মের ক্ষেত্রে ইসিকে ব্যাপক ক্ষমতা প্রদান
 - বিনিয়োগকারীদের জন্য ডেব্ট মার্কেটের বর্তমান অবস্থা প্রকাশ
 - মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বন্ডের নতুন কুপন সময়সীমা ঘোষণা
 - মনোনয়ন ‘অন হোল্ড’; তালিকা থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা
 - ভোটার প্রতি নির্বাচন খরচ যত টাকায় সীমাবদ্ধ
 - প্রতীক বদল বন্ধ: বিএনপি-র দাবির বিপক্ষে সরকারের অধ্যাদেশ
 - ডিভিডেন্ড ঘোষণা করল সানলাইফ ইনস্যুরেন্স
 - খামেনি যুক্তরাষ্ট্রকে দিলেন কড়া শর্তাবলী
 - রিয়াল বনাম লিভারপুল: চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ লড়াই আজ যখন
 - আজ মঙ্গলবার ঢাকার কোথায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে
 
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংলাপ: জ্ঞানচর্চায় উপনিবেশের ছায়া কাটাতে আহ্বান বিশিষ্ট সমাজবিজ্ঞানীর
 - রাজনীতি, নির্বাসন ও নৈতিকতা: শেখ হাসিনার সাক্ষাৎকার দক্ষিণ এশিয়ার বাস্তবতাকে কোথায় নিচ্ছে
 - ধ্বংসস্তূপ থেকে মহাশক্তি: চীনের পুনর্জন্মের বিস্ময়গাঁথা
 - চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারও পর্দায় পূজা চেরি
 - IFIC ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
 - পূবালী ব্যাংকের Q3 আর্থিক প্রতিবেদন প্রকাশ
 - ইতিহাসের পাতায় আজ: ৩০ অক্টোবর - বিজয়, বিপ্লব আর বেদনার দিন
 - ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
 - শেয়ারবাজারে শীর্ষ বিশ শেয়ারের তালিকা প্রকাশ
 - ২৯ অক্টোবর ডিএসই লেনদেনের সারসংক্ষেপ
 - GSP ফাইন্যান্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
 - রিলায়েন্স ইন্স্যুরেন্স এর Q3 আর্থিক ফলাফল প্রকাশ
 - ১২১তম ১০০ টাকা প্রাইজবন্ড ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
 - ০৩ নভেম্বর ডিএসই লেনদেনে শীর্ষ লুজার তালিকা প্রকাশ
 - গ্রিন সিগন্যাল কী পেল মান্না, নুর, পার্থসহ ১২ জোটনেতা
 
								
                          







