চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করবেন সাজ্জাদ হোসাইন মুন্না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রশিবিরের মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মোহাম্মদ শাওন (খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক), হারেসুল ইসলাম (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), আব্দুল্লাহ আল নোমান (দপ্তর সম্পাদক), নাহিমা আক্তার দ্বীপা (ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক), আফনান হাসান ইমরান (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), এবং ইসহাক ভূঁইয়া (যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক)। এছাড়াও আরও বেশ কিছু পদে প্রার্থী দেওয়া হয়েছে এবং পাঁচজন সদস্য মনোনীত করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিনে ভোট গণনাও শুরু হবে।
নির্বাচন বিধিমালা
চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একই সঙ্গে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম জমা দেওয়ারও অনুমতি নেই। ইতোমধ্যে ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
চবিতে ছাত্রদলের নির্বাচনী প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করবেন মো. শাফায়াত হোসেন, এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে অন্যান্য পদে যারা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: আজহারুল ইসলাম বিপশু (খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক), মো. মোজাম্মেল হক হৃদয় (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), তৌহিদুল ইসলাম ভূঁইয়া (দপ্তর সম্পাদক), নুজহাত জাহান (ছাত্রী কল্যাণ সম্পাদক), মো. ওজায়ের হোসেন (বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক), ইমাম হাসান (সমাজসেবা ও পরিবেশ সম্পাদক), এবং মোহাম্মদ আবরার গালিব (স্বাস্থ্য সম্পাদক)। এ ছাড়াও শাহরিয়ার লিমন (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক), শ্রুতিরাজ চৌধুরী (ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক), মো. সায়েম উদ্দিন আহমেদ (যোগাযোগ ও আবাসন সম্পাদক), আব্দুল্লাহ আল সাকিব (আইন ও মানবাধিকার সম্পাদক), এবং মো. জাবেদ (পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক) এই প্যানেলে অন্তর্ভুক্ত আছেন।
৯০৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়, ১১টি প্যানেল নিয়ে উত্তেজনায় রাকসু নির্বাচন
৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (আরইউ) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল কাউন্সিল ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটযুদ্ধ ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সেতাউর রহমান জানান, এবারের নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, ১৭টি হল কাউন্সিলে ৫৯৭ জন এবং সিনেট প্রতিনিধি পদে ৫৮ জন প্রার্থী লড়বেন।
রাকসুর ২৪৮ প্রার্থীর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১৮ জন, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ১৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল কাউন্সিল নির্বাচনে ৬১ জন ভিপি, ৫৮ জন জিএস এবং ৫৭ জন এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী শিক্ষার্থীদের ছয়টি হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন এবং এজিএস পদে ১৫ জন প্রার্থী রয়েছেন।
প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর রবিবার লটারির মাধ্যমে সবার ব্যালট নম্বর বরাদ্দ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন, যার মধ্যে ১১টি পুরুষ হলে ১৭,৬০০ এবং ছয়টি নারী হলে ১১,৩০৫ জন শিক্ষার্থী রয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ১১টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয়টি প্যানেল রাজনৈতিক দল-সমর্থিত, একটি গঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সাবেক সমন্বয়ককে নিয়ে এবং বাকি চারটি স্বতন্ত্র প্যানেল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অংশগ্রহণকারী প্যানেলগুলো হলো—জাতীয়তাবাদী ছাত্রদল (জসদ), সম্মিলিত শিক্ষার্থী জোট, সর্বজনীন শিক্ষার্থী সংসদ, আধিপত্যবিরোধী ঐক্য, গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ, রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ, সচেতন শিক্ষার্থী সংসদ, অপরতিরোধ্য-২৪, স্বাধীন শিক্ষার্থী জোট, ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স এবং ইউনাইটেড ফর রাইটস।
জাতীয়তাবাদী ছাত্রদলের ২৩ সদস্যের প্যানেল থেকে শেখ নূর উদ্দিন আবির (ভিপি), নাফিউল জিবন (জিএস) ও জাহিন বিশ্বাস ঈশা (এজিএস) প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদি, জিএস পদে ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা এবং এজিএস পদে এস এম সালমান রাব্বি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাছাড়া সর্বজনীন শিক্ষার্থী সংসদ, আধিপত্যবিরোধী ঐক্য, গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ, র্যাডিক্যাল চেঞ্জ প্যানেল, সচেতন শিক্ষার্থী সংসদ, অপরতিরোধ্য-২৪ এবং স্বাধীন শিক্ষার্থী জোট থেকেও ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স ও ইউনাইটেড ফর রাইটস প্যানেলের প্রার্থীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। পোস্টার, লিফলেট, মিছিল-মিটিংয়ে মুখর হয়ে উঠেছে প্রতিটি হল ও একাডেমিক ভবন। শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত।
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন শুধু নতুন নেতৃত্ব গড়ার সুযোগ নয়, বরং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
-সুত্রঃ বি এস এস
২১ সেপ্টেম্বর প্রাথমিক, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। এ সময় প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি ডোপ টেস্টের জন্য নমুনা দিতে হবে। ডোপ টেস্টে ফলাফল পজিটিভ হলে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গণমাধ্যমকে জানান, মনোনয়নপত্র বিতরণ তিন দিনব্যাপী (১৪–১৬ সেপ্টেম্বর) চলবে। এরপর ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তিনি স্পষ্ট করে বলেন, “এই সময়সীমার বাইরে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়ার সুযোগ থাকবে না।”
অধ্যাপক ড. মনির উদ্দিন আরও জানান, প্রার্থীদের সুবিধার্থে হল সংসদের মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফি ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা একটি ডোপ টেস্ট কার্ড পাবেন। পরে ওই কার্ডের ভিত্তিতে ৩৫০ টাকা ফি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে ডোপ টেস্টের নমুনা দিতে হবে। তিনি বলেন, “ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ না হলে প্রার্থীর মনোনয়ন বাতিল হবে।”
নির্বাচনের স্বচ্ছতা ও আয়োজন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে চাই। কমিশনের কয়েকজন সদস্যের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে সেটি নির্বাচনের প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ চাকসু নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, আপাতত কোনো ছাত্রসংগঠনও নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিচ্ছে না।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ।
-রফিক
ক্যাম্পাস হবে জ্ঞান ও নেতৃত্ব বিকাশের স্থান: শিবির
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) জয়লাভের পর নির্বাচিত প্যানেল শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি পাঁচ মাসে পূর্ণ করবে এবং বাকি সাত মাস অতিরিক্ত কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিজয়ের পরপরই প্যানেলের সদস্যদের সঙ্গে বৈঠক করে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। “আমি বলেছি, তোমরা এক বছরের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছ, তার সবকিছু যেন প্রথম পাঁচ মাসেই শেষ করো। এরপর বাকি সাত মাস শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কাজ করো। সেই অর্জন নিয়ে আমাদের সঙ্গে পরবর্তী আলোচনা হবে।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন সংগ্রহ করা হয় এবং তার জবাবে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা কাউকে ডেকে সংগঠনে যোগ দিতে বলি না। আমাদের কার্যক্রম দেখেই যার ভালো লাগবে, সে আমাদের সঙ্গে যুক্ত হবে। এখানে এসে শিক্ষার্থীরা নিজেদের চরিত্র গঠন করতে পারে, একাডেমিক উৎকর্ষ অর্জন করতে পারে, আবার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দক্ষতা বাড়াতে পারে।”
তিনি বিকল্প প্রসঙ্গে বলেন, “যদি শিবিরের চেয়ে ভালো কোনো প্ল্যাটফর্ম থাকে, তবে আপনি সেখানে যেতে পারেন। আমরা কাউকে জোর করে আমাদের সংগঠনে টেনে আনতে চাই না। আমরা শুধু জীবন গঠনের জন্য আহ্বান জানাই।” তাঁর মতে, শিক্ষার্থীদের জীবনে ইসলামী মূল্যবোধ আঁকড়ে ধরতে পারলেই জীবনের সঠিক ব্যবহার সম্ভব, আর ছাত্রশিবির সেই সৌন্দর্যের দিকেই আহ্বান জানায়। তাঁর ভাষায়, ছাত্রশিবির কেবল রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা চরিত্র, জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেদের বিকশিত করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ বরকত আলী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শিবির সভাপতি হাবিবুর রহমান আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রায় ৬০০ নবীন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ, একটি পরিচিতিমূলক বই, কলম, ফুল এবং অন্যান্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবির নানা উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি একটি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবং রমজান মাসজুড়ে ‘গবেষণায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন। তিনি আরও জানান, ভর্তি কার্যক্রমে সহায়তার জন্য নতুন শিক্ষার্থীদের প্রায় এক লাখ টাকা দেওয়া হয়েছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ছাত্ররাজনীতির নামে যে অপসংস্কৃতি এবং লেজুড়বৃত্তির কারণে শিক্ষার্থীরা অতীতে দুর্বিষহ সময় পার করেছে, সেই অচলায়তন আমরা ভাঙব। ক্যাম্পাস জীবন হবে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে বিকশিত করার সর্বোত্তম সময়। ইনশাআল্লাহ, এই অগ্রযাত্রায় নোবিপ্রবি ছাত্রশিবির সর্বদা নবীন শিক্ষার্থীদের পাশে থাকবে।”
-শরিফুল
জাকসু নির্বাচনে শিবিরের দাপট, ভিপি পদে স্বতন্ত্রের চমক!
৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। মোট ২৫টি পদে তারা ২০টিতে জয় পেয়েছে। অন্যদিকে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে জয়ী আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তিনি এর আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি মোট ৩,৩৩৪ ভোট পান, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহর (২,৩৯২ ভোট) চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে বেশি। অপরদিকে জিএস পদে ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১,২৩৮ ভোট।
শীর্ষ দুই পদের বাইরে শিবিরপন্থী প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পদে। এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা বিপুল ভোটে জয়লাভ করেছেন। শিক্ষা ও গবেষণা সম্পাদক, পরিবেশ সম্পাদক, সাহিত্য সম্পাদক, নাট্য সম্পাদক, তথ্যপ্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য সম্পাদকসহ একাধিক পদে তাদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদেও তাদের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটে জয়ী হয়েছেন।
তবে সব পদেই শিবিরের দাপট দেখা যায়নি। স্বতন্ত্র প্রার্থীরা ক্রীড়া সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক পদে জয় পেয়েছেন। এছাড়া শিক্ষার্থী ঐক্য ফোরাম সমাজসেবা সম্পাদক পদে জয়লাভ করেছে। এই বৈচিত্র্যময় ফলাফলে ছাত্র রাজনীতির নানা প্রেক্ষাপট প্রতিফলিত হলেও সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে শিবিরপন্থী প্যানেলই প্রধান শক্তি হয়ে উঠেছে।
১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী, যাদের মধ্যে ছয়জন নারী।
নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেছেন, প্রায় ৭০ শতাংশ ভোট পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহের প্রমাণ বহন করে। তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিলেমিশে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যাশা রয়েছে। যদিও ভোট গ্রহণের আগে কিছু অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ও আরও কয়েকটি প্রগতিশীল সংগঠন নির্বাচন বর্জন করেছিল, তবুও শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন হওয়াটাই একটি বড় অর্জন বলে মনে করেন কমিশন।
জাকসু নির্বাচনের ফলাফল দেওয়ার সময় জানা গেল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর ২টার মধ্যেই ফলাফল প্রকাশের আশা করা হচ্ছিল। তিনি জানান, ইতোমধ্যে ১৮টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে মাত্র তিনটি হল।
নির্বাচনের সর্বাধিক আলোচিত পদ ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। এ তথ্য নির্বাচনী পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারিত ছিল। তবে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ভোটগ্রহণে দেরি হয় এবং সময় বাড়ানো হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা কার্যক্রম, যা এখনও পুরোপুরি শেষ হয়নি। তিন দিনেও ভোট গণনা সম্পন্ন করতে না পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছে।
-রাফসান
নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে দাঁড়াল ছাত্রশিবির
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের সময় মারা যাওয়া সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ তার বাসায় যান এবং ছাত্রশিবিরের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।
ডাকসুর জিএস এসএম ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “শিবলী ভাই রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।”
ফরহাদ পোস্টে আরও লেখেন, “আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত ২ লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো।” তিনি শিবলী-র সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শিবলীর পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদও উপস্থিত ছিলেন। ফরহাদ তার ফেসবুক পোস্টে শিবলীর সন্তানদের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেছেন।
উল্লেখ্য, তরিকুল ইসলাম শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের পর তিনি কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন। দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা নিয়ে অনিশ্চয়তা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনের মতো চলছে। হল সংসদের ভোট গণনাও এখনো শেষ হয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে।
ভোট গণনা কখন শেষ হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার রাতের মধ্যেই জাকসু এবং ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফলাফল প্রকাশের কথা জানান। তারও আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানিয়েছিলেন।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে। ওইদিন রাত ১০টা ১৫ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়, যা এখনো চলছে।
কুরআন, উপহার ও দিকনির্দেশনা: ভিন্নধর্মী নবীনবরণ বেরোবিতে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণে এক ভিন্নধর্মী আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২ শত শিক্ষার্থীকে কুরআন, ফুল, ডায়েরি এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক স্কলার শাইখ জামাল উদ্দিন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং বেশ কয়েকজন শিক্ষক অনুষ্ঠানে যোগ দেন। নবীন শিক্ষার্থীদের মধ্যে মুসলিম শিক্ষার্থীদের হাতে কুরআন ও ফুল তুলে দেওয়া হয়, আর অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ডায়েরি উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বক্তারা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক আলোচনা করেন, যেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা তুলে ধরা হয়।
নবীন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, এই আয়োজনে তারা শুধু একাডেমিক জীবনের দিকনির্দেশনাই নয়, বরং পার্থিব জীবনের সঙ্গে আখেরাতের জন্য প্রয়োজনীয় জ্ঞানও অর্জন করেছেন। তাদের মতে, নৈতিকতা ও ধর্মীয় চেতনা ছাড়া ভালো জীবন যাপন করা সম্ভব নয়, আর এ ধরনের আয়োজন সঠিক সিদ্ধান্ত গ্রহণে তাদের সহায়ক হবে।
আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান বলেন, “নবীনদের এমন ইতিবাচক সাড়া পেয়ে আমরা আনন্দিত। এ আয়োজন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।” সংগঠনের সাধারণ সম্পাদক বাইজিদ শিকদার জানান, “গত বছরের মতো এবারও নবীনবরণ অনুষ্ঠান করেছি। আমাদের লক্ষ্য হলো দুনিয়া ও আখেরাত—উভয় দিকের কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া।”
সভাপতি মোশারফ হোসেন বলেন, “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সুন্দরভাবে সফল হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে কুরআন, চাবির রিং, টি-শার্ট ও কলম উপহার দেওয়া হয়েছে। আলোচকদের দিকনির্দেশনা মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব ইনশাআল্লাহ।”
-রফিক
পাঠকের মতামত:
- চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
- মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ
- বইপ্রেমীদের জন্য সুখবর: আগামী বইমেলার তারিখ ঘোষণা
- অবহেলা নয়: ক্যান্সারের ৫টি প্রাথমিক উপসর্গ, যা জানা জরুরি
- বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না: মেজর হাফিজ
- আলোচনার সময় কর্মসূচি দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল
- আমীর খসরু: নির্বাচিত সরকার ছাড়া অস্থিতিশীলতা কাটবে না
- সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে আসিফ নজরুলের পোস্ট
- জাতীয় নির্বাচন: ৭০% সরঞ্জাম কেনা শেষ
- সাক্ষ্যগ্রহণ শেষ, নাহিদ ইসলামের জেরা অব্যাহত ট্রাইব্যুনালে
- শুক্রবার রাতে গ্যাস থাকবে না হাজারো গ্রাহকের ঘরে
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানি
- ব্লক মার্কেটে বিনিয়োগকারীদের দাপট
- ১৮ সেপ্টেম্বরের শেয়ারবাজার বিশ্লেষণ প্রতিবেদন
- ১৮ সেপ্টেম্বর শেয়ারবাজারে ১০টি শেয়ারে বড় দরপতন
- ১৮ সেপ্টেম্বর লেনদেনে উত্থান যে ১০ টি শেয়ারে
- জনগণের আস্থা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: রাশেদ খান
- রানরেটের কঠিন অঙ্ক: আবুধাবির মাঠে আজ বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে
- চবিতে ছাত্রদলের নির্বাচনী প্যানেল ঘোষণা
- শাহবাগ বিক্ষোভ ও মার্চ টু ঢাকা প্রসঙ্গে নাহিদের বিস্ফোরক তথ্য
- পুজোর আগে চড়া দামে ইলিশ: কলকাতায় বাংলাদেশের ইলিশের দাম কত?
- আজ বিশ্ব বাঁশ দিবস
- দাফনের সময় নড়ে উঠল নবজাতক, চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ভাইরাল
- নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া নয়, চট্টগ্রামে পুলিশের মাইকিং
- ডিএসই প্রকাশ করল মার্জিনযোগ্য সিকিউরিটিজ তালিকা
- বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতেরও ব্যাপার: নির্বাচন নিয়ে শ্রিংলার কড়া বার্তা
- ১৮ সেপ্টেম্বর শেয়ারবাজার চিত্র
- সার্কিট ব্রেকারে আটকালো ইসলামী ব্যাংক ও বেক্সিমকো শেয়ার
- যানজটে অচল ঢাকা: সাত দলের সমাবেশ ও বিসিএস পরীক্ষার্থীদের ভিড়
- বিনিয়োগকারীদের জন্য সুখবর
- ইসলামী ব্যাংক শেয়ার লেনদেন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
- চরিত্র বদলের খেলায় শুভশ্রী গাঙ্গুলি
- জনগণের আস্থা পুনর্গঠনে কাজ করছে বিএনপি: তারেক রহমান
- জাতিসংঘে আজ গাজা নিয়ে গুরুত্বপূর্ণ ভোট, ভেটো ইস্যুতে নজর যুক্তরাষ্ট্রের দিকে
- বিএনপি নেতাকে খুঁজতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, টাঙ্গাইলে চাঞ্চল্য
- ভারতীয় সিনেমায় শেখ হাসিনার চরিত্র, ট্রেলারে ফুটলো ভারত-বাংলাদেশ সম্পর্ক
- পাকিস্তান ও সৌদি আরবের নতুন সামরিক জোট: কী আছে এই চুক্তিতে?
- বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা
- ট্রাম্পের তালিকায় ভারত–পাকিস্তান ‘মাদক পাচারকারী’ রাষ্ট্র
- চাঁদ কি হারিয়ে যাবে? মহাকাশ গবেষণায় নতুন তথ্য
- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের সবচেয়ে ধনী দেশ
- ধর্ষণ মামলায় জামিনের পর নীরবতা ভাঙলেন অভিনেতা
- রেকর্ড মূল্যবৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, নতুন দর ঘোষণা করলো বাজুস
- পদ্মার রুপালি ইলিশের প্রথম চালান ভারতে
- গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
- শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ আজ
- “অপরাধী যে বাহিনীরই হোক, বিচারের আওতায় আনতে হবে”
- গাজায় মানবিক সংকট চরমে, ইসরায়েলি হামলায় প্রাণহানি ও অপুষ্টিতে মৃত্যু বাড়ছে
- জামায়াতের পাঁচ দফা দাবিতে আজ ঢাকায় বড় সমাবেশ
- এনবিআরের সিআইসি নিয়ন্ত্রণে শেখ হাসিনার দুটি লকার, শুরু হয়েছে আয়কর তদন্ত
- এফটির তথ্যচিত্র: শেখ হাসিনার আমলে বাংলাদেশের হারানো বিলিয়ন ডলারের গল্প
- উন্নয়ন, নিরাপত্তা ও ভূরাজনীতি: জাপান–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ
- অটোমান সাম্রাজ্যের ইতিহাস: উত্থান, পতন ও সভ্যতা–বিজ্ঞানে অবদান
- নেপালে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি
- জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলের অঙ্গীকার জরুরি: বিএনপি নেতা সালাহউদ্দিন
- ফাউন্ডেশনাল ইলেকশন সামনে: জুলাই সনদ বাস্তবায়নে জোর দিলেন ড. ইউনূস
- লিটনের ব্যাটে স্মার্ট জয়: হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ
- বাংলাদেশে মিথ্যা মামলা: আইনি প্রতিকার ও প্রতিরোধমূলক কৌশল
- জাকসু নির্বাচনী দায়িত্বে শিক্ষকের মৃত্যু
- গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
- বরিশালে ১৭ বিয়ে কাণ্ড: বন কর্মকর্তা কবির হোসেন বরখাস্ত
- উটাহে চার্লি কার্ক হত্যা: রাজনৈতিক সহিংসতার নতুন ধাক্কায় আমেরিকার গণতন্ত্র ও নিরাপত্তা নিয়ে শঙ্কা
- ১৩তম জাতীয় নির্বাচনের আগে ইসি’র নতুন সীমানা, ভোটারদের উদ্বেগ বহাল
- আদালত চত্বরে ব্যারিস্টার সুমনের বারবার উচ্চারণ: ‘ভালো থাকুক বাংলাদেশ’
- নেপালের গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশের শিক্ষা: বৈধতার সংকট, রাজনৈতিক অস্থিরতা ও আগামীর চ্যালেঞ্জ