বিসিবিতে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক, আইনগত পদক্ষেপের ইঙ্গিত

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০০:২৯:৫৫
বিসিবিতে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক, আইনগত পদক্ষেপের ইঙ্গিত

সত্যনিউজ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র ও আর্থিক নীতিমালায় বিভিন্ন অসংগতি এবং অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার (১৭ মে) দুপুরে রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি চার সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট।

অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। তিনি জানান, বিসিবির আর্থিক ব্যবস্থাপনা, গঠনতন্ত্রের অস্পষ্টতা এবং তৃতীয় বিভাগ ক্রিকেট দল বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

বিকেল ১টা থেকে ৪টা পর্যন্ত চলা এ অভিযানের পর সাংবাদিকদের রাজু আহমেদ বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হওয়ার কথা, কিন্তু আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনিয়মের প্রমাণ পেয়েছি। বিশেষ করে চাকরির জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই এবং আর্থিক ব্যবস্থাপনায় স্পষ্ট গ্যাপ রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা এখন যাচাই করছি—এই সমস্যাগুলোর সমাধানে পূর্বে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, বর্তমানে কোনো পরিকল্পনা রয়েছে কি না, এবং কেন এতদিন ধরে সমস্যাগুলো থেকে গেছে।”

দুদক জানায়, অভিযানের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে কমিশন পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে বিসিবির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এই অভিযানকে ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ