কি বললেন তারেক রহমান তার নতুন বার্তায়?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ২৩:১৭:৫৩
কি বললেন তারেক রহমান তার নতুন বার্তায়?

সত্য নিউজ: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক গুরুত্ববহ ভিডিও ভাষণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কড়া সমালোচনা করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় ঐক্য ও রাজনৈতিক সচেতনতার উপর জোর দেন।

তিনি বলেন, “জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রতিষ্ঠার পর এই প্রথম এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে দলটি প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছে। এটি শুধু এনডিএম নয়, বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।”

তারেক রহমান সরাসরি প্রশ্ন রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে—“জুলাই-আগস্টের গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের তালিকা আজও অসম্পূর্ণ। জনগণের জীবন ও ত্যাগকে কীভাবে এভাবে অবহেলা করা যায়?”

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা শুধু সীমান্ত, করিডোর, বন্দরই নয়, জাতীয় সম্পদ ও সিদ্ধান্তেও জনগণের প্রতিনিধিত্ব ছাড়া সিদ্ধান্ত নিচ্ছেন। অথচ আপনারা একটি অন্তর্বর্তী সরকার, আপনাদের কাজ হচ্ছে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া।”

তারেক রহমান দেশের অর্থনীতি নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) ব্যর্থতা, রাজস্ব আদায়ে ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা এবং সরকারের দিশাহীনতা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, “অর্থনীতির দায়ভার থেকে সরকার পালাতে পারে না। জনগণ এখন জানতে চায়—আপনারা দেশকে কোন পথে নিয়ে যেতে চান?”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের অবস্থা এবং ব্যাংকিং খাতের অস্থিরতা। “একটি স্বাধীন, জবাবদিহিমূলক সরকার ছাড়া এসব সংস্কার সম্ভব নয়,” বলেন তারেক রহমান।

এনডিএমের প্রস্তাবিত ২২ দফা ব্যাংকিং সংস্কারের মধ্যে ৯টি অগ্রাধিকার ভিত্তিক প্রস্তাবনার প্রশংসা করে তিনি বলেন, “এটাই এখন আমাদের সামনে পথনির্দেশ। প্রয়োজন দলমতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করা।”

তারেক রহমান ভাষণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে। এই মুহূর্তে জাতিকে নেতৃত্ব দিতে হলে, আমাদের দলমতের ঊর্ধ্বে গিয়ে জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। দেশের মালিক জনগণ, তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের সবার।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ