মতিঝিলে আগুন! কিভাবে সুত্রপাত?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ১৯:৩৭:৫৪
মতিঝিলে আগুন! কিভাবে সুত্রপাত?

রাজধানীর মতিঝিলে শনিবার (১৭ মে) সন্ধ্যা ছয়টার সময় একটি ভবনের তৃতীয় তলায় আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের খবর তারা সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে পেয়েছেন। মাত্র ১১ মিনিটের মধ্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিভানোর তৎপরতায় নিয়োজিত রয়েছে।

মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংকের পার্শ্ববর্তী ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুনের প্রকোপ কতটা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট হয়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণও এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, পাশাপাশি আশপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশের ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান যাতে আগুনে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগ্নেয়গিরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনের ভিতরে প্রবেশ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ