নগদের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই: কিন্তু কেন?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ১৯:২৮:০৮
নগদের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই: কিন্তু কেন?

সত্য নিউজ:

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এ ৬৫০ কোটি টাকার ই-মানি জালিয়াতির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিষ্ঠানটির ওপর। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান শনিবার (১৭ মে) এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, এখন প্রতিষ্ঠানটির কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ধরনের নজরদারি বা নিয়ন্ত্রণ নেই।

তিনি জানান, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে নগদে প্রযুক্তির অপব্যবহার করে বিপুল পরিমাণ ই-মানি তৈরি করা হয়, যার বিপরীতে কোনো প্রকৃত অর্থ ছিল না। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা ২০২৩ সালের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর পালিয়ে গেলেও সম্প্রতি আবার তারা প্রতিষ্ঠানের দায়িত্বে ফিরেছেন। এমন অবস্থায় নতুন করে বড় ধরনের আর্থিক অনিয়মের শঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক তখন প্রতিষ্ঠানটিকে ঝুঁকি মুক্ত রাখতে প্রশাসক নিয়োগ করলেও, পালিয়ে যাওয়া কর্মকর্তাদের দায়ের করা মামলায় একতরফা আদেশে প্রশাসকের কার্যক্রমে স্থগিতাদেশ আসে। এমনকি, আদালতের আদেশের সুযোগে জালিয়াতির মামলার এক আসামিকে নতুন করে নগদের প্রধান নির্বাহী পদে বসানো হয়েছে যার নিয়োগ দিয়েছে পূর্বের বিতর্কিত ব্যবস্থাপনা।

আরিফ হোসেন খান বলেন, “যাদের বিরুদ্ধে মামলা চলমান, তাদের হাতেই আবার নগদের নিয়ন্ত্রণ চলে গেছে। তারা আমাদের, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। এতে কোটি কোটি গ্রাহক আর্থিক ঝুঁকিতে পড়েছেন।”

তিনি আরও বলেন, “ডাক বিভাগকে এই সেবার লাইসেন্স দেওয়া হলেও তারা কোনো দায়িত্ব নিচ্ছে না। অথচ, নগদে প্রতিদিন শত শত কোটি টাকার লেনদেন হয়। কেপিএমজি পরিচালিত নিরীক্ষা প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটিতে বড় ধরনের আর্থিক ব্যত্যয় ঘটেছে।”

১৯ মে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার শুনানির তারিখ নির্ধারিত রয়েছে। বাংলাদেশ ব্যাংক আশাবাদী, আদালতের রায়ে সুষ্ঠু নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ