পিনাকী ভট্টাচার্যের স্ট্যাটাসঃ কি লিখলেন? 

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ১৮:৩৭:০৭
পিনাকী ভট্টাচার্যের স্ট্যাটাসঃ কি লিখলেন? 

সত্য নিউজ: ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছেন, আজ (৫ আগস্ট) তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে যাত্রাবাড়ীতে পুলিশ গুলিতে আহত ও দীর্ঘদিন কোমায় থাকা কাজলের সাক্ষাৎকার।

স্ট্যাটাসে পিনাকী লিখেছেন—

"পাচই আগষ্ট যাত্রাবাড়ীতে পুলিশকে সামনাসামনি মোকাবেলা করতে গিয়ে মাথায় গুলি খেয়ে দীর্ঘদিন কোমায় থাকা কাজলের সাক্ষাৎকার আজকে আমার ইউটিউব চ্যানেলে দেয়া হবে। কাজলের বাড়ি গোপালগঞ্জে, সে করতো ছাত্রলীগ। কেন সে হাসিনা বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলো সেই কথা জানতে পারবেন তার মুখ থেকে সরাসরি। সে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো। কেন সে হাসিনার দল থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাজপথে জীবন দিয়ে দিতে দ্বিধা করেনি, সে না জানা গল্প জানবেন আজকে। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।"

সাক্ষাৎকারটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। পিনাকী ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সোচ্চার অবস্থান নিয়ে আসছেন এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ভিন্নমতের কণ্ঠ হিসেবে পরিচিত।

গোপালগঞ্জের একটি পরিবার থেকে উঠে আসা কাজল, একসময় ছিলেন ছাত্রলীগের একজন কর্মী। অথচ তিনিই পরবর্তীতে রাজপথে হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন। তার এই রাজনৈতিক রূপান্তরের নেপথ্য কারণ ও ভাবনার গভীরে পৌঁছানোর সুযোগ মিলবে আজকের সাক্ষাৎকারে।

দর্শক ও অনুসারীদের চোখ রাখার অনুরোধ করেছেন পিনাকী তার ইউটিউব চ্যানেলে, যেখানে প্রথমবারের মতো সরাসরি কাজলের কণ্ঠে উঠে আসবে ইতিহাসের এক অনুচ্চারিত অধ্যায়।

Pinaki

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ