অস্ত্রোপচার শেষে কেমন আছেন মির্জা ফখরুল?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ১৮:৩৬:০৪
অস্ত্রোপচার শেষে কেমন আছেন মির্জা ফখরুল?

সত্য নিউজ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ব্যাংককের রুটনিন আই হসপিটালে গত ১৪ মে তার বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে চিকিৎসকরা তাকে দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বুধবার দুপুরে হাসপাতালে থাকা অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মির্জা ফখরুল আল্লাহর মেহেরবানিতে এখন সুস্থ আছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। চোখের ওপর চাপ কম রাখার জন্য তাকে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে হচ্ছে এবং কালো চশমা পরে আছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, প্লেনে ওঠার সময় চোখের মধ্যে চাপের পরিবর্তন হতে পারে, যা অপারেশনের পরে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তিনি আগামী দুই সপ্তাহ ফ্লাইটে যেতে পারবেন না। বাংলাদেশে ফেরার বিষয়েও তখনই সিদ্ধান্ত নেওয়া হবে যখন চিকিৎসকরা তাকে ফ্লাইটে যাওয়ার অনুমতি দেবেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ