পঞ্চগড় সীমান্তে ভারত থেকে বাংলাদেশী পুশ ব্যাক: কারন কি?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ১৮:১৭:২৫
পঞ্চগড় সীমান্তে ভারত থেকে বাংলাদেশী পুশ ব্যাক: কারন কি?

সত্য নিউজ:

পঞ্চগড়ের বোদা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরা ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী এবং এক শিশু রয়েছে। তাঁরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা, যেমন—নারায়ণগঞ্জ, নোয়াখালী, নরসিংদী, খুলনা, ফরিদপুর, সাতক্ষীরা ও যশোর।

গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বিজিবির ডানাকাটা ও মালকাডাঙ্গা বিওপি সীমান্ত চৌকি থেকে এসব ব্যক্তিকে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ও বড়শশী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁদের ভারত থেকে ‘পুশ ব্যাক’ করা হয়েছে।

এ বিষয়ে আজ সকালে মালকাডাঙ্গা সীমান্তে বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন ও ভারতের ১৫ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি পুশ ব্যাকের ব্যাপারে প্রতিবাদ জানালেও বিএসএফ বিষয়টি অস্বীকার করে।

বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় কাজ করতেন। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয় এবং সীমান্তে নিয়ে আসে। বিষয়টিকে স্পষ্টতই ‘পুশ ব্যাক’ হিসেবে দেখছে বিজিবি, যদিও ভারত তা স্বীকার করছে না।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, আটকদের মধ্যে একাংশ ৭৭৪ নম্বর মেইন পিলারের ১৫ নম্বর সাব-পিলার এলাকার ৮০০ গজ অভ্যন্তরে এবং অন্য অংশ ৭৬৮ নম্বর মেইন পিলারের ৩৬ নম্বর সাব-পিলার এলাকার ২০০ গজ অভ্যন্তরে থেকে আটক হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানিয়েছেন, আটক ১১ জনকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁরা ভারতে বৈধ না অবৈধভাবে ছিলেন, তা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ